ফাইল ফটো
জুলাই মাসে রাজনৈতিক অস্থিরতার কারণে যে হোঁচট খেয়েছিল তা কাটিয়ে উঠে ইতিবাচক ধারায় ফিরে এসেছে জনশক্তি রফতানি খাত। জুলাইজুড়ে ছাত্র-জনতার আন্দোলনের প্রভাব জনশক্তি রফতানি খাতে পড়েছিল, এর ফলে আগস্ট মাসে জনশক্তি রফতানি আগের মাসের তুলনায় ২৯ শতাংশ কমে হয়েছে ৫৩৪৬২ জন, তবে সেই ধকল কাটিয়ে সেপ্টেম্বরে তা বেড়ে হয়েছে ৬৪৬৯৭ জন। আগস্ট মাসের তুলনায় সেপ্টেম্বরে জনশক্তি রফতানি ২১ শতাংশ বেড়েছে। জনশক্তি রফতানি খাতের সংগঠন রাবিডের সভাপতি আরিফুর রহমান বলেছেন, ‘এই সেক্টরকে যে কোন রাজনৈতিক অস্থিরতার বাইরে রাখতে হবে, যাতে করে আমাদের বাজার যেন অন্যত্র চলে না যায়।’
বিএমইটির তথ্য মতে, চলতি বছরের জুন মাসে জনশক্তি রফতানি হয়েছে ৫৫০৪৫ জন, জুলাই মাসে হয়েছে ৭১৪৪১ জন, আগস্ট মাসে হয়েছে ৫৩৪৬২ জন এবং সেপ্টেম্বর মাসে হয়েছে ৬৪৬৯৭ জন।
কাতার, সৌদি আরব, সিঙ্গাপুর, জর্ডান প্রভৃতি দেশে জনশক্তি রফতানি বেড়েছে। অন্যদিকে কুয়েত ও আরব-আমিরাতে জনশক্তি রফতানি কমেছে, তবে সবচেয়ে বেশি কমেছে আরব-আমিরাতে।
কাতারে আগস্টে জনশক্তি রফতানি ছিল ৫৯৭৪ জন, সেপ্টেম্বরে হয়েছে ৬৩৯৫ জন। সৌদি আরবে আগস্টে জনশক্তি রফতানি হয়েছে ২৮২৫১জন, সেপ্টেম্বরে হয়েছে ৪৪২৬৯ জন। সিঙ্গাপুরে আগস্ট মাসে রফতানি হয়েছিল ৫১০৫ জন, সেপ্টেম্বরে হয়েছে ৫৬১৪ জন।
অন্যদিকে কুয়েতে আগস্টে জনশক্তি রফতানি হয়েছে ৩২২৫ জন, আর সেপ্টেম্বরে হয়েছে ২৫৬৬ জন। আরব আমিরাতে আগস্টে জনশক্তি রফতানি হয়েছিল ৫৯৯৯জন, সেপ্টেম্বরে তা কমে হয়েছে ৬৭৬ জন।
বিভিন্ন সময় রাজনৈতিক অস্থিরতায় জনশক্তি রফতানি বাধাগ্রস্ত হয়, জুলাই মাসে সরকারবিরোধী আন্দোলনের প্রভাব এই সেক্টরে পড়েছে। এই ধরনের পরিস্থিতি থেকে এই খাতকে দূরে রাখতে কি করা দরকার জানতে চাইলে জনশক্তি রফতানি খাতের সংগঠন রাবিডের সভাপতি আরিফুর রহমান বলেন, ‘ স্পেশাল বা থ্রাস্ট সেক্টর হিসেবে যে কোন রাজনৈতিক অস্থিরতা বা বন্ধ/ছুটির আওতামুক্ত রাখতে হবে এই সেক্টরকে। যাতে বিভিন্ন কর্মী নিয়োগকারী প্রতিষ্ঠানে চাহিদা বাংলাদেশ থেকে অন্য দেশে চলে না যায়।’
জনশক্তি রফতানি বাড়াতে কি ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ইউরোপ ও উন্নত বিশ্বের দূতাবাসগুলো বেশির ভাগই ভারতসহ পাশ্ববর্তী দেশে অবস্থান করায় আমাদের কর্মী ও মালিকদের সেই সব দেশে যেতে অনেক সময়, অর্থ ও শ্রম দিতে হয়। এই সকল দুতাবাস বা কনস্যুলেট বাংলাদেশে চালু করলে অর্ধেকের বেশি সমস্যা সমাধান হয়ে যাবে এবং মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে যাওয়ার সংখ্যা বিপ্লবাত্বকভাবে বেড়ে যাবে। রেমিটেন্সও কয়েকগুন বাড়বে।’
রাবিডের সভাপতি আরিফুর রহমান আরো বলেন, ‘প্রচলিত চলমান বাজারের সমস্যাগুলো সমাধান, বন্ধ বাজারগুলো খোলার কার্যকর উদ্যোগ এবং নতুন শ্রমবাজার খোলার সমন্বিত উদ্যোগ নিতে পারলে এই সেক্টর এই দেশের অর্থনীতির বড় ধরনের পরিবর্তন নিশ্চিত করতে পারবে।’
Editor in Chief
Dulal Ahmed Chowdhury
News
Email: news@newsdiplomats.com
Advertisement
Email: ads@newsdiplomats.com
© The_News_Diplomats || Published from Canada.