ফাইল ফটো
ভিসার আবেদনকারীদের মধ্যে ২০ হাজার বাংলাদেশির পাসপোর্ট ফেরত দিয়েছে ঢাকার ভারতীয় দূতাবাস। হুমকি দিয়ে ইমেইল দেওয়ার কারণে এই সিদ্ধান্ত নিয়েছে দূতাবাস। ভারতীয় সংবাদ মাধ্যম দি প্রিন্ট এই খবর প্রকাশ করেছে।
বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা পরিসেবা অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যাওয়ায় পাসপোর্টগুলো এতোদিন ভারতীয় হাইকমিশনের তত্ত্বাবধানে ছিল। জরুরি ভিসার জন্য মাত্র কয়েকশ আবেদন বিবেচনা করা হচ্ছে, এর মধ্যে চিকিৎসা, স্টুডেন্ট ও ডাবল এন্ট্রি ভিসা অন্তর্ভুক্ত রয়েছে।
পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশে ভারতীয় ভিসার আবেদন কেন্দ্রগুলোর বেশির ভাগই বন্ধ হয়ে যাওয়ায় আবেদনকারীদের অনেকের পাসপোর্ট ঢাকার হাইকমিশনের কাছে থেকে যায়। এর পর উত্তেজিত আবেদনকারীরা হাইকমিশনে শক্ত ভাষায় ই-মেইল পাঠায়, এমনকি ভাঙচুরের হুমকিও দেয়। একইসঙ্গে ভিসার আবেদন কেন্দ্রগুলোতে কর্মীদের হেনস্থাও করা হয়। অনেকে হাইকমিশনকে ট্যাগ করে সোস্যাল মিডিয়ায় হুমকিও দেয়।
বাংলাদেশে ভারতের একটি হাইকমিশন ও চারটি কনস্যুলেট রয়েছে। প্রতিবছর বিপুল সংখ্যক ভিসা অনুমোদন করা হয়। ২০২৩ সালে বাংলাদেশিদের জন্য কমপক্ষে ১৬ লাখ ভিসা ইস্যু করা হয়। এই ১৬ লাখের মধে ৪.৫ লাখ ছিল মেডিকেল ভিসা। একইভাবে চলতি বছরের আগস্ট পর্যন্ত ভারত ২ লাখ মেডিকেল ভিসাসহ ৮ লাখ ভিসা ইস্যু করেছে।
একটি সূত্র জানায়, ৫ আগস্টের পর থেকে ভিসা ইস্যু বন্ধ রয়েছে। কর্মী স্বল্পতার পাশাপাশি বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ভিসা না দেওয়ার সচেতন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিছু জরুরি ক্ষেত্রে যেমন, চিকিৎসা, স্টুডেন্ট ভিসা এবং কিছু ক্ষেত্রে তৃতীয় দেশের ভিসার জন্য আবেদন করতে ভারতে যেতে হয় এমন লোকদের জন্য ডবল এন্ট্রি ভিসার অনুমতি দেওয়া হচ্ছে। আর বাকী পাসপোর্টগুলো ফেরত দেওয়া হয়েছে।
Editor in Chief
Dulal Ahmed Chowdhury
News
Email: news@newsdiplomats.com
Advertisement
Email: ads@newsdiplomats.com
© The_News_Diplomats || Published from Canada.