দ্য হানড্রেডে খেলতে প্লেয়ার্স ড্রাফটে বাংলাদেশের ২৯ জন ক্রিকেটার নাম লিখেছিলেন। তবে আজকের নিলামে কোনো ক্রিকেটারই দল পাননি। সাকিব আল হাসান-রিশাদ হোসেনদের দলে ভেড়াতে কোনো ফ্র্যাঞ্চাইজিই আগ্রহ দেখায়নি। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ১ লাখ ২০ হাজার পাউন্ডের ভিত্তিমূল্যে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে নাম ছিল সাকিবের।
বাংলাদেশি অলরাউন্ডারের পরেই ৬৩ হাজার পাউন্ডের ক্যাটাগরিতে ছিলেন লেগ স্পিনার রিশাদ। অন্যদিকে ৫২ হাজার পাউন্ডের ক্যাটাগরিতে ছিলেন তিন ক্রিকেটার। তারা হচ্ছেন লিটন দাস, তাওহিদ হৃদয় ও শেখ মাহাদী। ভিত্তিমূল্য ৪১ হাজার ৫০০ পাউন্ডের ক্যাটাগরিতে ছিলেন চার ক্রিকেটার।
তারা হচ্ছেন তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরীফুল ইসলাম। নির্দিষ্ট ভিত্তিমূল্য ছাড়াই বাকি ২০ ক্রিকেটার হচ্ছেন খালেদ আহমেদ, নাসুম আহমেদ, আলিস আল ইসলাম, জাকের আলী অনিক, এনামুল হক বিজয়, শামীম হোসেন পাটোয়ারি, ইবাদত হোসেন চৌধুরী, জাকির হাসান, সাইফ হাসান, আফিফ হোসেন, মুকিদুল ইসলাম মুগ্ধ, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, হাসান মাহমুদ, রুয়েল মিয়া, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, রনি তালুকদার ও মোহাম্মদ সাইফউদ্দিন।
বাংলাদেশের মতো দল পাননি পাকিস্তানের ৪৫ ক্রিকেটারও। আগামী ৫ আগস্ট টুর্নামেন্টেটি শুরু হবে।
Editor in Chief
Dulal Ahmed Chowdhury
News
Email: news@newsdiplomats.com
Advertisement
Email: ads@newsdiplomats.com
© The_News_Diplomats || Published from Canada.