ঢাকা, ২৮ এপ্রিল, ২০২৫
The News Diplomats
ডেস্ক রিপোর্ট :
Publish : 11:25 AM, 18 April 2025.
Digital Solutions Ltd

ভারতীয় ক্রিকেটারদের ‘চরিত্রহনন’ করলেন অনন্যা বাঙ্গার!

Publish : 11:25 AM, 18 April 2025.
ভারতীয় ক্রিকেটারদের ‘চরিত্রহনন’ করলেন অনন্যা বাঙ্গার!

অনন্যা বাঙ্গার।অনন্যা বাঙ্গারের ইনস্টাগ্রাম পোস্ট থেকে

কেউ তাঁকে নগ্ন ছবি পাঠিয়েছেন, কেউ করেছেন গালাগালি, কেউবা আবার একান্তে সময় কাটাতে চেয়েছেন—ভারতীয় ক্রিকেটারদের সম্পর্কে এমনই বিস্ফোরক সব অভিযোগ করেছেন অনন্যা বাঙ্গার। অনন্যার জন্ম ও বেড়ে ওঠা ভারতে হলেও বর্তমানে তিনি যুক্তরাজ্যে থাকেন।
কোন ক্রিকেটাররা এসব কাণ্ডে জড়িত, তা জানতে ফিসফিসানি শুরু হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে অনেকের কৌতূহল অনন্যা বাঙ্গারকে নিয়েই। কে এই অনন্যা, যিনি ভারতীয় ক্রিকেটারদের কাছাকাছি পৌঁছেছিলেন এবং হয়রানির মুখেও পড়েছিলেন?
নাম শুনেই অবশ্য কারও কারও অনুমান করে ফেলার কথা, অনন্যা বাঙ্গার কে হতে পারেন। অনন্যা ভারতের সাবেক ক্রিকেটার ও কোচ সঞ্জয় বাঙ্গারের সন্তান। তাঁর নাম ছিল আরিয়ান, লৈঙ্গিক পরিচয় ছেলে।
তবে গত বছরের নভেম্বরে ইনস্টাগ্রাম বার্তায় আরিয়ান জানান, যুক্তরাজ্যে ১০ মাসের হরমোনাল পরিবর্তনের প্রক্রিয়ায় নিজের ‘সত্যিকারের সত্তা’ খুঁজে পেয়েছেন। এই পরিবর্তনকে ‘সবচেয়ে বড় বিজয়’ বলেও অভিহিত করেন তিনি। রূপান্তরিত হওয়ার পর তাঁর নাম হয় অনন্যা।
সম্প্রতি ইউটিউব চ্যানেল লালানটপে একটি সাক্ষাৎকার দেন অনন্যা। ২৩ বছর বয়সী এই রূপান্তরিত নারী সাক্ষাৎকারে ভারতীয় ক্রিকেট–কাঠামো নিয়ে গুরুতর কিছু অভিযোগ তোলেন, ‘আমি মুশির খান, সরফরাজ খান, যশস্বী জয়সোয়ালের মতো নামকরা ক্রিকেটারদের সঙ্গে খেলেছি। আমাকে তখন নিজের বিষয়ে গোপনীয়তা বজায় রাখতে হয়েছে; কারণ, আমার বাবা ছিলেন পরিচিতমুখ। ক্রিকেটজগৎটা নিরাপত্তাহীনতা আর বিষাক্ত পুরুষতান্ত্রিকতায় ভরা।’
অস্ত্রোপচারের মাধ্যমে লৈঙ্গিক রূপান্তরের পর কী ধরনের প্রতিক্রিয়া পেয়েছিলেন, জিজ্ঞাসা করা হলে অনন্যা বলেন, ‘কিছু ক্ষেত্রে সমর্থন পেয়েছি, কিছু ক্ষেত্রে হয়রানির শিকারও হয়েছি। কিছু ক্রিকেটার ছিল, যারা আমাকে হঠাৎ হঠাৎ তাদের নগ্ন ছবি পাঠাত। এক ব্যক্তি ছিল যে আমাকে সবার সামনে গালাগালি করত। কিন্তু একই ব্যক্তি পরে আমার পাশে এসে বসত, ছবি তুলতে চাইত।’
ভারতের এক তারকা ক্রিকেটারের একটি ঘটনাও বলেন অনন্যা, ‘ভারতে এক নামি ক্রিকেটারকে আমি নিজের পরিস্থিতি সম্পর্কে জানিয়েছিলাম। তিনি আমাকে বললেন, চলো গাড়ির ভেতরে যাই। আমি তোমার সঙ্গে শুতে চাই।’

খবর: প্রথম আলো

https://vodbangla.com/details.php?newsid=690

SPORTS বিভাগের অন্যান্য খবর

শিরোনাম ভারত-পাকিস্তান চাইলে মধ্যস্থতার ভূমিকা পালন করতে পারে বাংলাদেশ শিরোনাম রপ্তানি, প্রবাসী আয় ও রিজার্ভ বৃদ্ধি সত্ত্বেও ‘অতি গরিব’ বাড়বে শিরোনাম রাজনৈতিক দলে সংস্কারের জরুরি আলাপ কেউই করছে না শিরোনাম এনসিপি নেতাদের দুর্নীতি ও বিতর্কিক কর্মকাণ্ডে সমর্থকরাও হতাশা শিরোনাম Trump poised to offer Saudi Arabia over $100 billion arms package শিরোনাম পাকিস্তানি অভিনেতা ফাওয়াদের ছবি নিয়ে বিতর্ক, কাশ্মীরে হামলার জের