Thursday, 15 January 2026
The News Diplomats
ডেস্ক রিপোর্ট :
Publish : 12:13 AM, 27 May 2025.
Digital Solutions Ltd

সংবাদ সম্মেলনে অনুমতি পেলেন ২০০ সাংবাদিক

পৃথিবীর সবচেয়ে বড় বিজনেস জেটে করে ব্রাজিলে কোচ আনচেলত্তি

পৃথিবীর সবচেয়ে বড় বিজনেস জেটে করে ব্রাজিলে কোচ আনচেলত্তি

ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তি- ফাইল ছবি

Publish : 12:13 AM, 27 May 2025.
ডেস্ক রিপোর্ট :

রিয়াল মাদ্রিদকে বিদায় জানিয়ে মাদ্রিদ থেকে উড়াল দিয়ে গত রোববার রাতে ব্রাজিলের রিও ডি জেনিরোয় পৌঁছান কার্লো আনচেলত্তি। গালেয়াও আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর স্থানীয় সময় রাত ১০টার দিকে হোটেল ওয়েস্ট জোনে যান ইতালিয়ান এই কোচ। ব্রাজিল জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে এই হোটেলেই তাঁকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবে দেশটির ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো স্পোর্ত’ জানিয়েছে, মাদ্রিদ থেকে আনচেলত্তির রিও ডি জেনিরোয় পা রাখা এবং কোচ হিসেবে আনুষ্ঠানিক পরিচিতি ঠিকমতো কাভার করতে একজন প্রযোজকও নিয়োগ দিয়েছে সিবিএফ। অন্তত আটটি দেশের দুই শতাধিক সাংবাদিক ব্রাজিল কোচ হিসেবে আনচেলত্তির প্রথম সংবাদ সম্মেলন কাভার করার অনুমতিপত্র পেয়েছেন। আবেদনপত্র জমা পড়েছিল ৫০০–এর বেশি। ব্রাজিল, স্পেন, চিলি, জাপান, জার্মানি, আরব আমিরাত, যুক্তরাষ্ট্র ও ইতালির সাংবাদিকেরা সংবাদ সম্মেলন কাভার করার অনুমতি পেয়েছেন।


ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’ জানিয়েছে, কানাডার বোমবার্ডিয়ার এভিয়েশনের বানানো ‘বোমবার্ডিয়ার গ্লোবাল ৭৫০০’ জেট বিমানে মাদ্রিদ থেকে রিও ডি জেনিরোয় আসেন আনচেলত্তি। স্পেনের রাজধানী থেকে আনচেলত্তি এবং তাঁর পরিবারকে নিয়ে আসতে এই বিমান ভাড়া করেছে সিবিএফ। এটা পৃথিবীর সবচেয়ে বড় বিজনেস জেট বিমান। ২০১৬ সালে প্রথম আকাশে উড্ডয়ন করে এই মডেলের উড়োজাহাজ। ও গ্লোবো জানিয়েছে, এই উড়োজাহাজের দাম প্রায় সাড়ে ৭ কোটি ডলার (৯১৪ কোটি ৯৩ লাখ টাকা)।
সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, গ্লোবাল ৭৫০০ উড়োজাহাজকে পৃথিবীর সবচেয়ে উন্নত প্রযুক্তির বিলাসবহুল বিজনেস জেট হিসেবে বিবেচনা করা হয়। ব্যবসা-বাণিজ্যভিত্তিক দূরপাল্লার যাত্রায় এই উড়োজাহাজকে ‘বেঞ্চমার্ক’ হিসেবে বিবেচনা করা হয়। একবার উড্ডয়ন করে বিরতিহীনভাবে ১৪,২৬০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে। যেমন নিউইয়র্ক থেকে সরাসরি হংকংয়ের ফ্লাইট। ঘণ্টায় সর্বোচ্চ ১১৪২ কিলোমিটার গতিতে উড়তে পারে—এটি পৃথিবীর দ্রুতগামী জেটগুলোর একটি।
এই উড়োজাহাজে চারটি বিশেষায়িত কেবিন আছে। সাধারণত ১২ থেকে ১৬ জন যাত্রী পরিবহনের নিয়ম হলেও সর্বোচ্চ ১৯ জনও নিতে পারে। একটি মাস্টার স্যুইট আছে, যেখানে দুটি বিছানা এবং দুটি টয়লেট এবং জাঁকজমকপূর্ণ রান্নাঘর আছে। উড়োজাহাজে বসার আসন এমনভাবে ওঠানো ও নামানো যায়, যাতে মাধ্যাকর্ষণ শক্তি টের পাওয়া যায় না।
এখন পর্যন্ত গ্লোবাল ৭৫০০ উড়োজাহাজ ২০০–এর বেশি বিক্রি হয়েছে। বড় বড় ধনকুবের ব্যবসায়ী এবং সেলিব্রিটিরা এ উড়োজাহাজ ব্যবহার করেন। যুক্তরাষ্ট্রের রিয়েলিটি শো তারকা কাইল জেনারের এ মডেলের উড়োজাহাজ কিনে একটু কাজও করিয়ে নিয়েছেন। বিলাসবহুল আসবাবের পাশাপাশি একটি লিভিং রুম, বেড রুম ও টয়লেট যোগ করেছেন জেনার।


ব্রাজিল জাতীয় দলের সঙ্গে আনচেলত্তির প্রথম ট্রেনিং সেশন আগামী ২ জুন। ৫০ জনের প্রাথমিক স্কোয়াড থেকে শিগগিরই ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করবেন ইতালিয়ান এ কোচ। বিশ্বকাপ বাছাইয়ে আগামী ৬ জুন ইকুয়েডরের মুখোমুখি হবে ব্রাজিল। এরপর ১১ জুন তাদের প্রতিপক্ষ প্যারাগুয়ে। ১৪ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাই টেবিলে চতুর্থ ব্রাজিল। বিশ্বকাপের পরিবর্তিত কাঠামো অনুযায়ী দক্ষিণ আমেরিকা থেকে ২০২৬ বিশ্বকাপের টিকিট পাবে ছয়টি দেশ। সপ্তম দলটিকে প্লে অফ খেলে আসতে হবে।
ব্রাজিলের কোচ হিসেবে আনচেলত্তির চুক্তি ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত। ও গ্লোবো এর আগে জানিয়েছে, ১৪ মাসের জন্য দায়িত্ব নেওয়া আনচেলত্তিকে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) বেতন হিসাবে মাসে প্রায় ৭ লাখ ডলার (প্রায় ৮ কোটি ৫০ লাখ টাকা) করে দেবে। তাঁর বার্ষিক বেতন হবে প্রায় ১০২ কোটি টাকা।
বেতন ও বোনাসের বাইরে আরও কিছু সুবিধা আনচেলত্তিকে দেবে সিবিএফ। জানা গেছে, রিও ডি জেনিরোয় আনচেলত্তিকে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট দেওয়া হবে এবং এই অ্যাপার্টমেন্টের পুরো টাকাও পরিশোধ করবে ব্রাজিলিয়ান ফুটবল কর্তৃপক্ষ। আনচেলত্তি রিওতে থাকলেও তাঁর পরিবার ও বন্ধুরা সবাই থাকবেন ইউরোপে। এই দূরত্ব ঘোচাতে তাঁর জন্য একটি প্রাইভেট জেটের ব্যবস্থাও করে দেবে সিবিএফ।

SPORTS বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম যুক্তরাষ্ট্রের ইমিগ্র্যান্ট ভিসা স্থগিতের তালিকায় বাংলাদেশ শিরোনাম রাফসান-সানিয়া থেকে রাফসান-জেফার, গুঞ্জন নয়-সত্যি শিরোনাম মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে পাল্টা হামলার হুমকি তেহরানের শিরোনাম ইরানি বিক্ষোভকারী যুবক এরফান সোলতানির ফাঁসির অপেক্ষা শিরোনাম আগের মতোই চলছে বিচারবহির্ভূত হত্যা, ড. ইউনূস আমলেই নিহত ৪৫ শিরোনাম নির্বাচন ঘিরে ভুয়া তথ্য ও বিভ্রান্তি মোকাবিলা করবেন ভলকার টুর্ক!