ঢাকা, ১৪ মার্চ, ২০২৫
The News Diplomats
প্রবাসন প্রতিবেদন :
Publish : 04:57 AM, 02 October 2024.
Digital Solutions Ltd

রেমিট্যান্স প্রবাহে আবারো রেকর্ড: সেপ্টেম্বরে এসেছে ২৪০ কোটি ডলার

Publish : 04:57 AM, 02 October 2024.
রেমিট্যান্স প্রবাহে আবারো রেকর্ড: সেপ্টেম্বরে এসেছে ২৪০ কোটি ডলার

প্রবাসন প্রতিবেদন :

ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর দেশে রেমিট্যান্স প্রবাহে যে ইতিবাচক ধারা তৈরি হয়েছে তা আগস্টের পর সেপ্টেম্বরেও  অব্যাহত রয়েছে।  সেপ্টেম্বর মাসে রেমিট্যান্স এসেছে ২৪০ কোটি ৪৯ লাখ ৯০ হাজার ডলার, যা বিগত বছরের সেপ্টেম্বরের তুলনায় ২৭ কোটি ডলার বেশি। বিগত বছরের ওই মাসে রেমিট্যান্স এসেছিল ১১৩ কোটি ৪৩ লাখ ডলার। চলতি বছরের আগস্ট মাসে রেমিট্যান্স এসেছে ২২২ কোটি ৪১ লাখ ডলার, জুলাই মাসে এসেছে ১৯১ কোটি ৩৭ লাখ ডলার। রেমিট্যান্স আহরণে শীর্ষ স্থানীয় ব্যাংকগুলোর মধ্যে রয়েছে ইসলামী ব্যাংক, অগ্রণী ব্যাংক ও ট্রাস্ট ব্যাংক। আর সর্বোচ্চ রেমিট্যান্স আসা দেশগুলো হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত প্রতিবেদনে এইসব তথ্য উঠে এসেছে।

২০২০-২১ অর্থবছরের পর এটাই একমাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স। ওই বছরের জুলাই মাসে রেমিট্যান্স এসেছিল ২৫৯ কোটি ৮২ লাখ ডলার, ২০২৩-২৪ অর্থবছরের জুন মাসে রেমিট্যান্স এসেছিল ২৫৩ কোটি ৮৬ লাখ ডলার। আর ২০২৪-২৫ অর্থবছরের সেপ্টেম্বর মাসে এসেছে ২৪০ কোটি ৪৮ লাখ ডলার। 

গত অর্থবছরের জুলাইয়ে রেমিট্যান্স এসেছিল ১৯৭ কোটি ৩১ লাখ ডলার, আগস্টে এসেছিল ১৫৯ কোটি ৯৪ লাখ ডলার, সেপ্টেম্বরে এসেছে ১১৩ কোটি ৪৩ লাখ ডলার। 

বছর                    জুলাই                আগস্ট              সেপ্টেম্বর ( কোটি ডলার)

২০২৪-২৫           ১৯১. ৩৭             ২২২. ৪১           ২৪০.৪৭

২০২৩-২৪            ১৯৭. ৩১           ১৫৯. ৯৪            ১১৩.৪৩

বরাবরের মতো এবারো রেমিট্যান্স আহরণে ব্যাংকগুলোর মধ্যে শীর্ষে রয়েছে ইসলামী ব্যাংক, এই ব্যাংকের মাধ্যমে সেপ্টেম্বর মাসে রেমিট্যান্স এসেছে ৪০ কোটি ২৭ লাখ ডলার, এর পরে রয়েছে অগ্রণী ব্যাংক, এই ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৩২ কোটি ২১ লাখ ডলার।   এর পরে আছে ট্রাস্ট ব্যাংক, এই বাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ২৪ কোটি ৫৫ লাখ ডলার, চতুর্থ স্থানে থাকা সিটি ব্যাংকের মাধ্যমে এসেছে ১০ কোটি ১৫ লাখ ডলার, ব্রাক ব্যাংকের মাধ্যমে এসেছে ৯ কোটি ৯৯ লাখ ডলার, ঢাকা ব্যাংকের মাধ্যমে এসেছে ৮ কোটি ৪৩ লাখ ডলার, এনসিসি ব্যাংকের মাধ্যমে এসেছে ৭ কোটি ৪০ লাখ ডলার, মিউচ্যুলায় ট্রাস্ট ব্যাংকের মাধ্যমে এসেছে ৬ কোটি ৫৭ লাখ ডলার, ডাচবাংলা ব্যাংকের মাধ্যমে এসেছে ৪ কোটি ৯০ লাখ ডলার। মার্কেন্টাইল ব্যাংকের মাধ্যমে এসেছে ৪ কোটি ৪১ লাখ ডলার। 

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, গত অর্থবছরের এপ্রিল, মে ও জুন মাসে টানা ২ বিলিয়ন করে রেমিট্যান্স এসেছিল। ২০২৪-২৫ এর জুলাই মাসে এসে হঠাৎ করে রেমিট্যান্স প্রবাহ ২ বিলিয়ন ডলারের নিচে নেমে যায়। জুলাই জুড়ে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্রজনতার আন্দোলনের সময় বেশ কয়েক দিন ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকে, এছাড়া ইন্টারনেট সেবাও বন্ধ থাকে কয়েক দিন। এছাড়া এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স না পাঠানোর জন্য প্রবাসীদের অনেকে প্রচারণা চালায় এবং এর প্রভাব পড়ে জুলাইয়ের রেমিট্যান্স প্রবাহে। 

পাঁচ আগস্ট সরকারের পতনের পর নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর আবার ইতিবাচক ধারায় ফিরে আসে রেমিট্যান্স প্রবাহ।

The News Diplomats
The Latest Breaking News

Editor in Chief
Dulal Ahmed Chowdhury

News
Email: news@newsdiplomats.com

Advertisement
Email: ads@newsdiplomats.com

© The_News_Diplomats || Published from Canada.

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম What new will the new party have to offer? শিরোনাম Political government also should gain trust শিরোনাম Gaza: Return to war must be avoided at all costs, insists UN chief শিরোনাম Elon Musk vows to root out the highest-paid corrupt D.C. bureaucrats as he stuns America alongside Trump শিরোনাম খুলছে মালয়েশিয়ার বন্ধ শ্রমবাজার শিরোনাম যৌথ ঘোষণায় আনোয়ার ইব্রাহীম : মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাবে বাদ পড়া ১৮ হাজার শ্রমিক