ফাইল ফটো
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আগামী ৪ অক্টোবর বাংলাদেশ সফরে আসবেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। বাংলাদেশে আসার আগে তার পাকিস্তান সফরের কথা রয়েছে। এই সফরের ফলে দেশটিতে বাংলাদেশি কর্মীর আরো কর্মসংস্থানের সুযোগ নিয়ে আলোচনা হতে পারে বলে আশা প্রকাশ করা হচ্ছে।
সফরকালে আনোয়ার ইব্রাহীম অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূসের পাশাপাশি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন। উল্লেখ্য, ড. ইউনূসের সঙ্গে তার দীর্ঘ দিনের সম্পর্ক রয়েছে।
এই সফরটি ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন উন্নয়ন কৌশলগুলিকে শক্তিশালী করতে এবং দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়াবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এই ধরনের সহযোগিতা মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের স্বার্থকে এগিয়ে নিয়ে যাবে এবং একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর আনোয়ার ইব্রাহীম দ্রুত দেশে আসার ইচ্ছা প্রকাশ করেন। ১৪ আগস্ট, তিনি ব্যক্তিগতভাবে ডক্টর মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানান এবং ফোন করে বাংলাদেশ সফরে তাঁর ইচ্ছার কথা জানান।
ডক্টর মুহাম্মদ ইউনূস আনোয়ার ইব্রাহীমকে দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরও দৃঢ় করতে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। জবাবে আনোয়র দ্রুত সফরের জন্য তার আগ্রহ প্রকাশ করেন।
আনোয়ার ইব্রাহীম এটা নিশ্চিত করেছেন যে, মালয়েশিয়ার অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন দিতে প্রস্তুত। তিনি আরও বলেন যে মালয়েশিয়া একটি সমৃদ্ধ ও সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হওয়ার প্রচেষ্টায় বাংলাদেশের সাথে অংশীদারিত্ব। ড. ইউনূস আশা প্রকাশ করেন যে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীরা আরও বেশি কর্মসংস্থানের সুযোগ পাবেন।
Editor in Chief
Dulal Ahmed Chowdhury
News
Email: news@newsdiplomats.com
Advertisement
Email: ads@newsdiplomats.com
© The_News_Diplomats || Published from Canada.