ঢাকা, ২৮ এপ্রিল, ২০২৫
The News Diplomats
Desk Report :
Publish : 05:16 AM, 13 March 2025.
Digital Solutions Ltd

জেদ্দা বৈঠকে খুশি জেলেনস্কি, বল এখন রাশিয়ার কোর্টে

Publish : 05:16 AM, 13 March 2025.
জেদ্দা বৈঠকে খুশি জেলেনস্কি, বল এখন রাশিয়ার কোর্টে

যুক্তরাষ্ট্রে প্রতিনিধি দলের সঙ্গে জেদ্দায় ইউক্রেন প্রতিনিধি দলের বৈঠক

ওয়াশিংটনে অ্যামেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রকাশ্য বিতর্ক হলেও সৌদি আরবের আলোচনায় তার প্রভাব পড়েনি। সেখানে অ্যামেরিকার সঙ্গে ইউক্রেনের প্রাথমিক আলোচনা ফলপ্রসূ হয়েছে বলেই জানিয়েছেন জেলেনস্কি।
জেদ্দায় শান্তিচুক্তির প্রাথমিক আলোচনায় খুশি ইউক্রেনর আলোচনায় অ্যামেরিকার প্রস্তাব ছিল ৩০ দিনের সংঘর্ষ-বিরতি চুক্তি। ইউক্রেন জানিয়েছে, রাশিয়া যদি এই প্রস্তাব মেনে নেয়, তাহলে তাদেরও মানতে অসুবিধা নেই। তবে একইসঙ্গে অ্যামেরিকাকে সামরিক সাহায্য দিতে হবে। অ্যামেরিকা সেই শর্তে রাজি হয়েছে বলেই জানিয়েছেন জেলেনস্কি। এদিন এক ভিডিও বার্তায় চুক্তির বিস্তারিত তথ্য তিনি দিয়েছেন।
জেলেনস্কির কথায়, ''এদিনের আলোচনায় অ্যামেরিকা একটি প্রস্তাব দিয়েছে। শুধু কৃষ্ণ সাগরে নয়, কেবলমাত্র মিসাইল, ড্রোন বা বোমার ব্যবহার বন্ধ নয়, তারা চায় ৩০ দিনের সম্পূর্ণ সংঘর্ষ-বিরতি। আমাদের এতে কোনো আপত্তি নেই। যদি রাশিয়া প্রস্তাবে সম্মত হয়, আমরাও এই প্রস্তাব মানতে প্রস্তুত।''
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা আলোচনা দলের সদস্য। তিনি সমাজ মাধ্যমে লিখেছেন, অ্যামেরিকার শর্ত মেনে নেওয়ার অর্থ এই নয় যে, সংঘর্ষ সম্পূর্ণ বন্ধ হয়ে গেল। এটি শান্তির পথে প্রথম পদক্ষেপ। সকলে দেখুক কারা সেই রাস্তায় প্রথম পা ফেলল।
ইউক্রেনের পার্লামেন্টে জেলেনস্কির বিরোধীপক্ষও সরকারের অবস্থানকে সমর্থন করেছে। তাদের বক্তব্য, অ্যামেরিকা এবং ট্রাম্পের সঙ্গে সমস্ত কূটনৈতিক আলোচনার রাস্তা খোলা থাকা জরুরি।
এদিকে আশ্চর্যজনকভাবে এই আলোচনা থেকে বাদ রাখা হয়েছে ইউরোপীয় দেশগুলিকে। যা নিয়ে ইউরোপের কূটনৈতিক মহলে রীতিমতো আলোড়ন শুরু হয়েছে। ইউক্রেনের থিংকট্যাংক নিউ ইউরোপ সেন্টারের ডিরেক্টর অ্যালিয়োনা গেটমানচুক। ডিডাব্লিউকে তিনি জানিয়েছেন, জেদ্দায় শান্তিচুক্তির প্রাথমিক আলোচনায় খুশি ইউক্রেনয় দুইটি স্পষ্ট অস্ত্র নিয়ে পৌঁছেছিল ইউক্রেনের প্রতিনিধি দল। এক, এই যুদ্ধ তারা শুরু করেনি, রাশিয়া শুরু করেছে এবং রাশিয়া শান্তির পক্ষে নয়, এই কথাটি স্পষ্ট করা। দ্বিতীয়ত, বল রাশিয়ার কোর্টে ঠেলে দেওয়া। দুটি বিষয়েই ইউক্রেন সফল হয়েছে বলে তিনি মনে করেন।
বস্তুত, ইউক্রেনের বিশেষজ্ঞেরা মনে করছেন, ইউক্রেন যা চেয়েছিল তার চেয়ে বেশি পেয়েছে এই আলোচনা থেকে। অ্যামেরিকা সামরিক সাহায্য দেওয়ার শর্ত মানতে হয়েছে।
রাশিয়া কী করবে
বিশেষজ্ঞদের একাংশের ধারণা, রাশিয়া প্রাথমিকভাবে সংঘর্ষ-বিরতির প্রস্তাব মানতে বাধ্য হবে। কারণ, অ্যামেরিকার সঙ্গে ইউক্রেনের আলোচনা যতটা সদর্থক হয়েছে, রাশিয়া সেখান থেকে পিছিয়ে আসতে পারবে না। কিন্তু আশঙ্কা হলো, রাশিয়া ইউক্রেনের যে জমি ইতিমধ্যেই দখল করে বসে আছে, সে জমি তারা ছাড়তে চাইবে না। তারা চাইবে স্থিতাবস্থা। অর্থাৎ, এখন যার অবস্থান যেখানে সে সেখানেই থাকবে, এমন একটি প্রস্তাব রাশিয়ার কাছ থেকে আসতে পারে বলে মনে করা হচ্ছে।
খবর: ডি ডব্লিউ

https://vodbangla.com/details.php?newsid=422

UK/EUROPE বিভাগের অন্যান্য খবর

শিরোনাম শেখ হাসিনার বিচার মে মাসেই শুরু হচ্ছে : ড. ইউনূস শিরোনাম পাসপোর্টের আলোচিত পরিচালক আব্দুল্লাহ আল মামুন বরখাস্থ শিরোনাম সিলেটের উন্নয়নে প্রবাসীরা ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলুন : সিএম কয়েস সামি শিরোনাম ভারত-পাকিস্তান চাইলে মধ্যস্থতার ভূমিকা পালন করতে পারে বাংলাদেশ শিরোনাম রপ্তানি, প্রবাসী আয় ও রিজার্ভ বৃদ্ধি সত্ত্বেও ‘অতি গরিব’ বাড়বে শিরোনাম রাজনৈতিক দলে সংস্কারের জরুরি আলাপ কেউই করছে না