আবু সাইদ আহমদের পক্ষে সম্মাননা গ্রহণ করেন মৌলভীবাজার জেলা যুবদল নেতা এম এ মুহিত
ঐতিহাসিক জুলাই-আগস্ট গণ অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর উদ্যোগে ফ্য্যসিবাদ বিরোধী আন্দোলন ও আমার না বলা কথা শীর্ষক অনুষ্ঠানে প্রবাসী যোদ্ধার অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মাননা পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও সাবেক যুক্তরাষ্ট্র যুবদলের সাধারণ সম্পাদক আবু সাইদ আহমদ।
৪ আগস্ট, সোমবার ঢাকায় যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে এই সম্মাননা পদক দেয়া হয়েছে । আবু সাইদ আহমদ-এর পক্ষে পদক গ্রহণ করেন মৌলভীবাজার জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মুহিত ।
রাজনীতির চরম দুঃসময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নেতৃত্বে আন্দোলন সংগ্রাম-ত্যাগ-তিতিক্ষা-সততা -দক্ষতা -সুপরিকল্পিত নেতৃত্বের পরীক্ষায় উত্তীর্ণ একজন যুবনেতা আবু সাইদ আহমেদ।
গত ১৭ বছর শেখ হাসিনা সরকারের রক্ত চক্ষুকে উপেক্ষা করে ও দেশে না ফেরার অনিশ্চয়তাকে মাথায় রেখে বিদেশের মাটিতে যে কয়জন আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলেন তাদের মধ্যে আবু সাইদ আহমদ অন্যতম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে লালন করে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোসহীন নেতৃত্বে ছাত্র জীবন থেকে ঢাকার মাটিতে ছাত্রদলের রাজনীতির যাত্রা শুরু। সময়ের সাথে সাথে জিয়া পরিবারের বিশ্বস্ততার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যুবদলের রাজনীতিতে দায়িত্ব পালন করেন কুলাউড়া কৃতি সন্তান যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ( যুগ্ম সম্পাদক পদমর্যাদায় ) কুলাউড়াবাসি তথা মৌলভীবাজার জেলা বাসীর অহংকারে এই যুবনেতা।