Thursday, 15 January 2026
The News Diplomats
ডিপ্লোমেটস প্রতিবেদক :
Publish : 01:21 PM, 05 January 2026.
Digital Solutions Ltd

গোলাপগঞ্জ ফাউন্ডেশন অব টরন্টোর অভিষেক

মানবিক সহায়তা ও জনকল্যাণমুখী কার্যক্রম আরো বিস্তৃত করার প্রত্যয়

মানবিক সহায়তা ও জনকল্যাণমুখী কার্যক্রম আরো বিস্তৃত করার প্রত্যয়

Publish : 01:21 PM, 05 January 2026.
ডিপ্লোমেটস প্রতিবেদক :

গোলাপগঞ্জ ফাউন্ডেশন অব টরন্টোর নবনির্বাচিত কার্যকরী কমিটির (২০২৫-২০২৮) অভিষেক অনুষ্ঠানে সংগঠনটির ভবিষ্যৎ কর্মপন্থা, প্রবাসে ঐক্যবদ্ধ সমাজগঠন এবং মাতৃভূমির কল্যাণে ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন সংগঠনটির নবনির্বাচিত কর্মকর্তারা।

টরন্টোর হাঙ্গেরিয়ান কানাডিয়ান কালচ্যারাল সেন্টারে রবিবার (০৪ জানুয়ারী ২০২৫) সন্ধ্যায় অনুষ্ঠিত হয় এই অভিষেক অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রারম্ভে মাহদী জালাল চৌধুরীর কোরআন তেলায়তের পর স্বাগত বক্তব্যে সংগঠনের বিদায়ী সভাপতি নওয়াজ চৌধুরীর সাজু বলেন, গোলাপগঞ্জ ফাউন্ডেশন অব টরন্টো শুধু একটি সামাজিক সংগঠন নয়—এটি প্রবাসে গোলাপগঞ্জবাসীর পরিচয়, ঐক্য ও মানবিক দায়বদ্ধতার প্রতীক। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তা কর্মকাণ্ডে ফাউন্ডেশনের ভূমিকা আরও বিস্তৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

নওয়াজ চৌধুরী বলেন, প্রবাসী নতুন প্রজন্মকে সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানান এবং বলেন, তরুণদের অংশগ্রহণের মাধ্যমেই ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে উঠবে। একই সঙ্গে বাংলাদেশ, বিশেষ করে গোলাপগঞ্জ উপজেলার অসহায় মানুষের পাশে দাঁড়াতে সংগঠিত ও স্বচ্ছ উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ তাদের বক্তব্যে সদস্যদের আস্থার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবাইকে সঙ্গে নিয়ে একটি শক্তিশালী, জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী সংগঠন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথি অন্টারিও প্রাদেশিক সংসদের সদস্য (এমপিপি) ডলি বেগম বলেন, প্রবাসে বসবাস করলেও বাংলাদেশি কমিউনিটি তাদের শেকড়, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধকে হৃদয়ে ধারণ করে রেখেছে, যা অত্যন্ত গর্বের বিষয়। তিনি উল্লেখ করেন, গোলাপগঞ্জ ফাউন্ডেশন অব টরন্টোর মতো সংগঠনগুলো প্রবাসে সামাজিক ঐক্য গড়ে তোলার পাশাপাশি বাংলাদেশে মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ডলি বেগম এমপিপি আরও বলেন, কমিউনিটি সংগঠনের মাধ্যমে নতুন প্রজন্ম নেতৃত্ব, দায়িত্ববোধ ও সামাজিক সচেতনতা শেখার সুযোগ পাচ্ছে, যা একটি শক্তিশালী বহুসাংস্কৃতিক সমাজ গঠনে সহায়ক। তিনি নবনির্বাচিত কার্যকরী কমিটিকে অভিনন্দন জানান এবং তাদের ভবিষ্যৎ কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে নবনির্বাচিত কর্মকর্তাদের একে একে নাম ঘোষণা করে মঞ্চে আসার আহ্বান জানান অভিষেক অনুষ্ঠানের আহ্বায়ক মিসবাহুল কাদির ফাহিম। এরপর নির্বাচন কমিশনের প্রধান মইন চৌধুরী তাদের শপথ বাক্য পাঠ করান। এসময় নির্বাচন কমিশনের দুই সদস্য লায়েক চৌধুরী ও আরাফাত আহমদ সুজন উপস্থিত ছিলেন।

শপথ অনুষ্ঠানের পর বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি সাব্বির চৌধুরী লিটন, সাধারণ সম্পাদক আবু জহির সাকিব ও সাবেক সাধারণ সম্পাদক সাবির আহমদ শাহিন ও সাদ চৌধুরী।

ফাউন্ডেশনের নবনির্বাচিত সভাপতি সাব্বির চৌধুরী লিটন তার বক্তব্যে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে বলেন, সকলের সহযোগিতায় গোলাপগঞ্জ ফাউন্ডেশন অব টরন্টোকে একটি শক্তিশালী, আধুনিক ও জনকল্যাণমুখী সংগঠন হিসেবে গড়ে তোলা হবে। তিনি বলেন, ফাউন্ডেশনের সব কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।

তিনি আরও জানান, শিক্ষা ও স্বাস্থ্যখাতে সহায়তা কর্মসূচি জোরদার করা হবে, বিশেষ করে গোলাপগঞ্জ উপজেলার অসহায় মানুষ ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো হবে। দুর্যোগকালীন মানবিক সহায়তা, প্রবাসী কমিউনিটির সামাজিক সংহতি বৃদ্ধি করতে সাংগঠনিক কার্যক্রম গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

গোলাপগঞ্জ ফাউন্ডেশন অব টরন্টো অনুষ্ঠানে চারজন কৃতি ব্যক্তিত্বকে সম্মাননা প্রদান করে। তারা হলেন বাংলাদেশের স্বাধীনতায় আপনার অসামান্য ত্যাগ ও অবদানের স্বীকৃতিস্বরূপ বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ বদরুল আলম, বাংলাদেশি কমিউনিটিতে প্রথমবারের মতো জানাজা ও দাফন (ফিউনারেল) সেবা চালু করার উদ্যোগ নেওয়ার জন্য শামশের আলী হেলাল, গ্রেটার টরন্টো এরিয়ায় বাংলাদেশি কমিউনিটি উন্নয়নে অসামান্য অবদানের জন্য প্রকৌশলী মোহাম্মদ রেজাউর রহমান এবং টরন্টোর বাংলাদেশ স্মৃতিস্তম্ভের প্রতিষ্ঠাতা সদস্য ও নিবেদিতপ্রাণ কমিউনিটি নেতা ব্যারিস্টার রেজওয়ান রহমান। যুব সমাজের উন্নয়ন ও মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত করার ক্ষেত্রে ব্যারিস্টার রেজওয়ান রহমানের সেবা ও দূরদর্শী চিন্তাধারা ছিল অনন্য। ঐক্য, সেবা ও সাংস্কৃতিক ক্ষেত্রে এই গুণিজনদের কার্যক্রম প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে যাবে।

এসব গুণজনদের হাতে সম্মাননা তুলে দেন এমপিপি ডলি বেগম, সংগঠনের উপদেষ্ঠা নুর উদ্দিন, জালাল চৌধুরী ও সহসভাপতি জমসেদ মিশকাত চৌধুরী, সাদ চৌধুরী, মইন চৌধুরী, নেহাল চৌধুরী, রিফাত চৌধুরী, লায়েক চৌধুরী, আনাই মিয়া, মৌলভীবাজার এসোসিয়েশনের সাবেক সভাপতি লায়েকুল হক চৌধুরী, জকিগঞ্জ এসোসিয়েশনের সভাপতি মোস্তাক আহমেদ, রাহাত চৌধুরী, জুবায়ের আহমদ সিপিএ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইঞ্জিনিয়ার রেজানুর রহমান,আইনজীবী মানু চৌধুরী, সারওয়ার চৌধুরী, এসএম নুরুল্লাহ তারুন, আহসানুল হাফিজ প্রমুখ।

অতিথিরা বলেন, প্রবাসে গোলাপগঞ্জবাসীর ঐক্য, সহযোগিতা ও সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে এই ফাউন্ডেশন। তারা উল্লেখ করেন, এ ধরনের সংগঠন প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সহমর্মিতা গড়ে তোলার পাশাপাশি দেশের মানুষের কল্যাণে কার্যকর ভূমিকা রেখে চলেছে। অতিথিরা আরও বলেন, নবনির্বাচিত কার্যকরী কমিটির নেতৃত্বে ফাউন্ডেশনের কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে।

অনুষ্ঠানের অতিথি এমপিপি ডলি বেগমকে উত্তরীয় পরিয়ে দেন সাবেক সভাপতির সহধর্মিনী ফারহানা মমতাজ শান্তা ও বর্তমান সভাপতির সহধর্মিনী রুমানা চৌধুরী। সম্মাননা বিতরণ অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ফাবিহা চৌধুরী ও দিয়ানা চৌধুরী।

অনুষ্ঠানে স্লাইড শো’র মাধ্যমে ফাউন্ডেশনের বিগত দিনের কার্যক্রম দেখানো হয়। ফাউন্ডেশনের নতুন ওয়েবসাইট উদ্বোধন করেন অর্থ সম্পাদক জুবায়ের আহমদ সিপিএ ও মোক্তার হোসেন বাহার। প্রাণবন্ত এই অনুষ্ঠানে টরন্টোয় বসবাসরত গোলাপগঞ্জ উপজেলার লোকজন স্বপরিবারে উপস্থিত ছিলেন।

BD EXPAT বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম যুক্তরাষ্ট্রের ইমিগ্র্যান্ট ভিসা স্থগিতের তালিকায় বাংলাদেশ শিরোনাম রাফসান-সানিয়া থেকে রাফসান-জেফার, গুঞ্জন নয়-সত্যি শিরোনাম মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে পাল্টা হামলার হুমকি তেহরানের শিরোনাম ইরানি বিক্ষোভকারী যুবক এরফান সোলতানির ফাঁসির অপেক্ষা শিরোনাম আগের মতোই চলছে বিচারবহির্ভূত হত্যা, ড. ইউনূস আমলেই নিহত ৪৫ শিরোনাম নির্বাচন ঘিরে ভুয়া তথ্য ও বিভ্রান্তি মোকাবিলা করবেন ভলকার টুর্ক!