টরন্টোয় প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটসের সাবেক ডেপুটি মেয়র আ. ম.
দেশে বিশৃঙ্খলা সষ্টি করতে একটি মহলের গভীর ষড়যন্ত্র ও উস্কানিতে বিএনপি সাড়া দিচ্ছে না # জনগণের স্বপ্ন বাস্তবায়নে নিরলস কাজ করছেন তারেক রহমান # সিইসির সঙ্গে সাক্ষাত করে প্রবাসীদের ভোটাধিকারের দাবি জানিয়েছি # প্রতিদিন একটা ভালো কাজ করলে সমাজে হিংসা বিদ্বেষ থাকবে না # দেশে-বিদেশে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের মানুষের সঙ্গে আমি ও আমার পরিবারে রয়েছে গভীর সম্পর্ক # প্রবাসীদের প্রতিনিধি হিসাবে অহিদ আহমদকে এমপি মনোনয়ন দেয়ার দাবি আহাদ খন্দকারের
দুর্নীতি, সন্ত্রাস ও নৈরাজ্যমুক্ত স্বপ্নের আধুনিক উন্নত বাংলাদেশ গঠনে আগামী সংসদ এবং সরকারে প্রবাসীদের সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন টরন্টো বসবাসরত সিলেটের গোলাপগঞ্জ-বিয়ানীবাজার (সিলেট-৬) এলাকার রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ সর্বস্থরের প্রবাসীরা। তারা বলেছেন, প্রবাসী অধ্যুসিত এই আসনে আমরা এমন একজন প্রবাসী বান্ধব সংসদ সদস্য চাই, যিনি বাংলাদেশের জাতীয় রাজনীতির পাশাপাশি পশ্চিমা বিশ্বে রাজনীতি ও জনগণের প্রতিনিধি হিসাবে রাষ্ট্রীয় ও প্রশাসনিক কার্যক্রমে অভিজ্ঞ, শিক্ষিত, মার্জিত, দায়িত্বশীল ও দেশাত্ববোধসম্পন্ন ব্যক্তি। একাধারে দেশে-বিদেশে যার সঙ্গে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের মানুষের নিবিড় যোগাযোগ ও সম্পর্ক রয়েছে।
প্রবাসী নেতৃবৃন্দ সিলেটের মর্যাদসম্পন্ন এই আসনে বিএনপি চেয়ারপার্সনের বৈদেশিক বিষয়ক উপদেষ্টা কমিটির সিনিয়র সদস্য, ব্রিটেনের টাওয়ার হ্যামলেটসের সাবেক প্রথম নির্বাচিত ডেপুটি মেয়র ও ৫ বারের নির্বাচিত কাউন্সিলর, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ. ম. অহিদ আহমদকে সংসদ সদস্য পদে মনোনয়ন দেয়ার জন্য বিএনপির শীর্ষ নেতৃত্বের প্রতি আহবান জানান।
বুধবার সন্ধ্যায় টরন্টোর বাংলাদেশ সেন্টারে আ. ম. অহিদ আহমদের সম্মানে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের সর্বস্তরের প্রবাসীদের এক মতবিনিময় সভায় বক্তারা এই আহ্বান জানান।
অন্টারিও বিএনপির সভাপতি ও প্রবীন কমিউনিটি ব্যক্তিত্ব মঈন চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন কানাডা পশ্চিম বিএনপির সভাপতি আহাদ খন্দকার। বিএনপি নেতা ও কানাডার বৃহত্তম সামাজিক সংগঠন জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি মাহবুব চৌধুরী রনির সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে আ. ম. অহিদ আহমদ বলেন, ব্রিটেনের রাজনীতিতে সম্পৃক্ত ও প্রতিষ্ঠিত হওয়ার পরও আমি সার্বক্ষণিক দেশের তথা গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের মানুষের সঙ্গে ব্যক্তিগত ও পারিবারিকভাবে যোগাযোগ রেখেছি। বন্যা, করোনা, শিলাবৃষ্টিসহ প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট সকল দুর্যোগে আমি ও আমার পরিবারের সকল সদস্য সর্বোচ্চ শক্তি-সামর্থ নিয়ে মানুষের পাশে দাড়িয়েছি। ছাত্র রাজনীতি থেকে শুরু করে কখনও আদর্শ বিচ্যুত হইনি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন ও গণতন্ত্র উদ্বারের দীর্ঘ আন্দোলনে আমি দেশে-বিদেশে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ি নিরলসভাবে কাজ করেছি। তিনি বলেন, গণআন্দোলনে ফ্যাসিস্ট সরকার পালিয়ে যাওয়ার পর দুই উপজেলার দলীয় নেতাকর্মি এবং সাধারণ মানুষ আমাকে জোর দিয়ে দেশে ফিরে যেতে বলেছেন। দুই উপজেলায় আমি মানুষের অভূতপূর্ব সাড়া পেয়েছি। মানুষ আমাকে বুকে টেনে নিয়েছে।
অহিদ আহমদ বলেন, প্রত্যেক মানুষ প্রতিদিন ঘুম থেকে উঠে একটা ভালো কাজ করার চিন্তা করলে সমাজের হিংসা বিদ্বেষ থাকবে না। মানুষকে সংঘবদ্ধ করে ভালো কাজে মনোনিবেশ করলে সমাজ পরিবর্তন করা সম্ভব।
তিনি বলেন, আমার নেতা তারেক রহমান আমাকে এনকারেজ করেছেন দেশে গিয়ে রাজনীতি করতে। আমিও মানসিকভাবে প্রস্তুতি নিয়েছি, বাকি জীবন জনগণের কল্যানে এলাকায় কাজ করবো। দেশে গিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাতের বিষয়টি উল্লেখ করে বলেন, এবারই প্রবাসীদের ভোটাধিকার প্রদানের জোর দাবি করেছি সিইসির কাছে। তিনি আশ্বস্ত করেছেন প্রবাসীদের ভোটাধিকারের বিষয়টি নির্বাচন কমিশনের অগ্রাধিকারে রয়েছে।
টাওয়ার হ্যামলেটসের সাবেক ডেপুটি মেয়র বলেন, রাষ্ট্রনায়ক তারেক রহমান দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাস করেন। দেশে বিশৃঙ্খলা সষ্টি করতে একটি মহল গভীর ষড়যন্ত্র ও উস্কানি দিলেও বিএনপি কোনো ধরণের উস্কানীতে সাড়া দিচ্ছে না। বিএনপি একটি উদার গণতান্ত্রিক দল হিসাবে কখনো বিশৃঙ্খলা চায় না। বিএনপি চায় একটু সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনা করুক।
তিনি বলেন, প্রবাসীদের সর্বোচ্চ মুল্যায়ন করবেন তারেক রহমান। বিএনপি ক্ষমতায় গেলে প্রবাসীদের সমস্যাদি সমাধানে সরকারের অগ্রাধিকার থাকবে। সর্বোচ্চ ক্ষমতা ও প্রচেষ্ঠার মাধ্যমে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের সামগ্রিক উন্নয়নে ভুমিকা রাখার অঙ্গিকার করে অহিদ আহমদ বলেন, হাজারও প্রাণের বিনিময়ে ফ্যাসিস্ট সরকার বিতাড়িত হয়েছে, কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই এখনও শেষ হয়নি। একটি মহল ক্ষমতাকে কুক্ষিগত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। স্বৈরাচার পতনের আন্দোলনের মতো এসব ষড়যন্ত্রকারী মহলের বিরুদ্ধেও প্রবাসীদের ঐক্যবদ্ধভাবে সতর্ক থাকতে হবে।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য প্রবাসীদের কাছে দোয়া চেয়ে তিনি বলেন, আগামী দিনের রাজনীতি হবে অনেক স্বচ্ছ। সাধারণ মানুষ যে স্বপ্ন নিয়ে পরিবর্তন এনেছে সেই স্বপ্ন তথা সুস্থ ধারার রাজনীতি, সততার রাজনীতি, উন্নয়নের রাজনীতি সকল মহলকে নিয়ে বাস্তবায়নে তারেক রহমান নিরলস কাজ করে যাচ্ছেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি কানাডা পশ্চিম বিএনপির সভাপতি আহাদ খন্দকার আগামী নির্বাচনে প্রবাসীরা ভোটাধিকার পাবে বলে আশাবাদ ব্যক্ত করে বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গণতন্ত্রের কবর রচনা করেছে। প্রবাসীদের প্রতিনিধি হিসাবে আ. ম. অহিদ আহমদকে সিলেট-৬ আসনে মনোনয়ন প্রদানে দলের শীর্ষ নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ব্রিটেন, ইউরোপ, আমেরিকার বিভিন্ন প্রতিষ্ঠানে কিংবা সরকারের সঙ্গে যারা নির্বাচতি প্রতিনিধি হিসাবে দীর্ঘ দিন থেকে কাজ করছেন তাদেরকে আগামীতে দেশ গঠনের কাজে সম্পৃক্ত করলে বাংলাদেশ উপকৃত হবে। আমাদেরকে শহীদ জিয়ার সমতার রাজনীতি বাস্তবায়ন করতে হবে।
অন্তর্বর্ত্তীকালীন সরকার বিগত ১৭ বছরের ফ্যাসিস্ট সরকারের ধারাবাহিকতা ধারণ করছে উল্লেখ করে আহাদ খন্দকার বলেন, উপদেষ্টাদের বিরুদ্ধে একের পর এক দুর্নীতি-লুটপাটের অভিযোগ উঠছে। কিন্তু প্রধান উপদেষ্টা তাতে কর্ণপাত করছেন না। পশ্চিমা দেশ হলে এমন অভিযোগ উঠলে পদত্যাগ করতে হতো। নতুন দল এনসিপির নেতারা বিএনপির সিনিয়র নেতাদের বিরুদ্ধে সারাক্ষণ অপপ্রচার ও মিথ্যা সমালোচনায় মত্ত। তারা উস্কানি দিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্র করছে।
মতবিনিময় সভায় আ. ম. অহিদ আহমদের বাংলাদেশ ও ব্রিটেনে দীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও সামাজিক কর্মকাণ্ড এবং পারিবারিক ঐতিহ্য তুলে ধরে আগামী নির্বাচনে তাকে বিএনপির মনোনয়ন প্রদানের আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, বিএনপি নেতা মিসবাউল কাদির ফাহিম, জালালাবাদ এসোসিয়েশনের প্রাক্তন সভাপতি সাদ চৌধুরী, গোলাপগঞ্জ ফাউন্ডেশনের সভাপতি নেওয়াজ চৌধুরী সাজু, ওন্টারিও বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু জহির সাকিব, সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান ফয়সল, ওমর ফারুক, বিএনপি নেত্রী উম্মে হাবিবা, ইমন চৌধুরী, যুবদলের নেতা আলী হোসেন প্রমুখ।