কাজের মেয়ের ভিসা হয়নি, শীঘ্রই যোগ দিচ্ছেন না জেনেভায় # ১৫ দিনের ছুটি নিয়েছেন, থাকবেন টরন্টোয় ছেলে-মেয়ের কাছে # নতুন হাইকমিশনার জসিম উদ্দিনের এগ্রিমো অনুমোদন হয়নি এখনও # ভারপ্রাপ্ত হাইকমিশনার রাসেল পারভেজ
কানাডায় বাংলাদেশের হাইকমিশনার, বিতর্কিত কূটনীতিক নাহিদা সোবহানের শেষ কর্মদিবস ছিলো গতকাল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ আদেশে ৩১ আগস্ট দায়িত্ব হস্তান্তর করার কথা থাকলেও তা তিনি করেননি। আজ ০১ সেপ্টেম্বর দায়িত্ব হস্তান্তর করবেন বলে জানা গেছে। তার একবছরের এই সময়কালে অনেক বিতর্কের জন্ম দিয়েছেন প্রবাসী বাংলাদেশিদের সমস্যা সমাধানে ‘আলাদিনের চেরাগ’ চাওয়া এই হাইকমিশনার। গতবছরের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রাক্কালে তার বিতর্কিত যোগদানে কানাডা প্রবাসী বাংলাদেশিরা তাকে মেনে নিতে পারেনি। ফলে তাকে নিয়ে নানামূখী ক্ষোভ, বিতর্ক ও চাপ মোকাবেলা করতে হয় পররাষ্ট্রমন্ত্রণালয়কে। এমনি প্রেক্ষাপটে সরকার তাকে মেয়াদপূর্তির আগেই কানাডা থেকে প্রত্যাহার করে নিয়েছে।
জানা গেছে, কাজের মেয়ের ভিসা না হওয়ায় শীঘ্রই পরবর্তি কর্মস্থল জেনেভায় যোগদান করছেন না তিনি। ১৫ দিনের ছুটি নিয়েছেন ইতোমধ্যে। এসময় তিনি টরন্টোয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছেলে-মেয়ের কাছে অবস্থান করবেন। সে হিসেবে আগামী ২১ সেপ্টেম্বর তিনি জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসাবে যোগ দিবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সুত্রমতে, নাহিদা সোবহান চলে গেলেও এই মুহূর্তে নতুন হাইকমিশনার পাচ্ছে না কানাডা। নতুন হাইকমিশনার হিসেবে সাবেক পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনের আসার কথা থাকলেও তার কানাডা সরকারের অনুমতি পত্র এখনও পাওয়া যায় নি। মন্ত্রণালয় ও মিশন সূত্রে এটাই জানা গেছে। এদিকে নাহিদা সোবহানের ছুটি নিয়ে প্রলম্বিত কানাডায় অবস্থান এ বিষয়টিকে বিলম্বিত করবে বলে ধারণা বিজ্ঞজনের। জসিম উদ্দিনের কানাডিয়ান সম্মতি পত্র আনার ব্যাপারে হাইকমিশনার নাহিদার কোন জোরালো ভূমিকা ছিল না বলে জানা গেছে । মন্ত্রণালয় এ বিষয়ে ইতোমধ্যে উষ্মা প্রকাশ করেছে এবং তাকে তড়িৎ ব্যবস্থা নিতে আদেশ দিয়েছে। কিন্তু বিগত এক বছরে তিনি কানাডার গ্লোবাল এফেয়ার্স সহ অন্যান্য গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সাথে কোন যোগাযোগ না থাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশান অনুযায়ি তিনি দ্রুততার সঙ্গে সম্মতি পত্র আদায়ে ব্যর্থ হন। এমন কি তিনি কোন মিটিং ও করেননি।
পররাষ্ট্র মন্ত্রনালয়ের প্রায় সকল কর্মকর্তার মধ্যে চাউর আছে যে, জসিম উদ্দিন এর সাথে নাহিদা সোবহান সিন্ডিকেটের অনেক আগে থেকেই ব্যক্তিগত রেশারেশি ছিল। জসিম উদ্দিন বিএনপি ঘরানার হলেও নাহিদা সোবহান ছিলেন বিগত সরকারের সময়ে ব্যাপক সুবিধাভোগী। আওয়ামী লীগের আমলে একটি সিন্ডিকেট জসিম উদ্দিন কে নানা ভাবে অপদস্ত করার চেষ্ঠা করতো।
জেনেভা সুত্র জানায়, আগামী ৮ সেপ্টেম্বর থেকে জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল এর ৬০ তম অধিবেশন শুরু হবে। কাজের মেয়ের ভিসা না হওয়ায় নাহিদা সোবহান এত গুরুত্বপূর্ণ এই অধিবেশনে যোগ দিতে পারবেনা বলে জানা গেছে। এই জন্য উনি দীর্ঘ ১৫ দিন ছুটি নিয়েছেন।
নাহিদা সোবহান আজ অটোয়া মিশনের সিনিয়র কর্মকর্তা রাসেল পারভেজ কে দায়িত্ব হস্তান্তর করবেন। সেভাবেই সকল প্রস্তুতি নেয়া হয়েছে। নতুন হাইকমিশনার আসার আগ পর্যন্ত রাসেল পারভেজ হবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত।