নূহের প্লাবনের মতো ভেসে যাক সব।
ভেসে যাক হানাহানি,নৃসংসতা,প্রতিহিংসা
নি:শব্দ প্রলয়ে ভেসে যাক অত্যাচারী।
ফুলে ফেঁপে পচন ধরা পৃথিবীর উন্মাদগুলো
দূর্গন্ধ না ছড়িয়ে ভেসে যাক বানের জলে।
ভেসে যাক ধর্ষকের লালসার শরীর,
যুদ্ধবাজ অমানুষের নষ্ট মগজ।
ভেসে যাক নিরীহ মানুষের দিকে তাক করা রাইফেল,
সনাতনী অস্ত্রের উদ্ধত বাহু,
যারা এখন মানুষ মারেনা ;কেবল
প্রতিহিংসা আর দলীয় চেতনাকে হত্যা করে।
ভেসে যাক বিশ্বাসের ফেরিওয়ালা
যারা ছলে বলে কৌশলে বাঁদর নাচায়,
মানবতার নামে স্বার্থের লুটেরা প্রজাতি
অনন্তের পথে ভেসে যাক।
একটা পূত:পবিত্র ধরনীর বেঁচে থাকার প্রত্যয়ে
আবার একটা প্লাবন আসুক।
এ আমার অভিশাপ নয়,
নৈমিত্তিক প্রার্থনা আজ;
একটা প্লাবন আসুক আগের মতো,
আর একটা নূহের প্লাবনে
সেরে যাক পৃথিবীর অসুখ।