তুমি আমার মন খারাপের দিন
তুমি আমার কান্না জমা রোদ,
দুঃখের ব্যামো যায় না ছেড়ে আমায়
দুঃখ নিয়ে একেলা অবোধ ।
ব্যস্ততা আর মানুষ ঠাসা শহর
কান পাতা দায় কতই মুখরতা,
এই কোলাহল ছাপিয়ে যায়না তবু
আমার মনের নীরব নির্জনতা।
এই শহরের বর্ষা দিন তো জানে
বৃষ্টি ফোটায় লেখা তোমার নাম,
এক জনমের অপেক্ষা সব নিয়ে
ফিরে আসে মন খারাপের খাম।