Thursday, 15 January 2026
The News Diplomats
ফাতেমা মিতু :
Publish : 10:41 AM, 26 July 2025.
Digital Solutions Ltd

কবিতা ও কবি

কবিতা ও কবি

Publish : 10:41 AM, 26 July 2025.
ফাতেমা মিতু :

কবি আর কবিতা এক
অমোঘ মেলবন্ধন।
সম্পূরক একে অন্যের যেন
বাঁশের সাথে বাঁশি,
যেন হাসির সাথে আলো।
কবি ছাড়া কবিতা আর
কবিতা ছাড়া কবি
ভাবা যায় কি?
মোটেও নয়,
তাই কি হয় বলো?
তাইতো কবি হবেন কবিতা আর
তার কবিতা হয়ে উঠবে কবি।
কবি হবেন কবিতার মত
লক্ষ হাজার উপমায় ঠাসা।
কবি হবেন ভোরের স্নিগ্ধতার পুলক,
কবি হবেন দুপুরের কাঠফাঁটা রোদের মতন তীব্র --+বিদ্রোহী প্রতিবাদী।
কবি হবেন বিকেলের আলোর মত নরম,
কবি হবেন সন্ধ্যার গোধূলির আবীর রঙের মতো বিষন্ন উদাস ;
পাঠযোগ্য নয় এমন কোন কঠিন অধ্যায়।
কবি হবেন হেঁটে যাওয়া কোনো মেঠোপথ,
তাই সেপথে পা বাড়ালে জন্ম নেবে অসংখ্য কবিতা।
কবি হাসলে সেই হাসিতে ঝরে পড়বে কবিতা,
কবি কাঁদলে প্রতি ফোঁটা অশ্রুকণা জন্ম দিবে কবিতার।
কবির মন খারাপ হলে কবিতার আকাশ ছেয়ে যাবে মেঘে,
কবি যখন চোখ মেলে তাকাবে তখন কবিতার পরিপূর্ণ আলোয় উদ্ভাসিত হবে সমগ্র পৃথিবী।
কবি চোখ মুদলে
সে আঁধারে জন্ম নেবে কবিতার দর্শন।
কবি জন্মাবে হাজারবার তার কবিতায়
আর হাজারো কবিতা জন্মাবে
কবিকে নিয়ে।
কবি যে জন্ম দেয় হাজার কবিতার,
যে জাগিয়ে তুলে কবিতাকে আমৃত্য
আর চিরস্মরণীয় হয়ে রয়
তার কবিতাতেই।
কবি কবিতায় কাঁদে কবিতায় হাসে,
কবিতায় করে প্রতিবাদ, প্রতিরোধ।
বীজমন্ত্র পুঁতে দেয় দ্রোহের,
আর প্রতিদিন সযতনে ঢেলে যায় জল;
প্রেম আর বিরহ বন্দনায় গড়ে
কাব্যের অরণ্যলোক
ফুটিয়ে ফুল ---গাঁথে মালা
অনন্ত প্রেমিকের অপেক্ষায়।
কবিতার ছাপ রেখে
অনন্ত গন্তব্যে হাঁটে
কবি অসীমের মায়ায়।
আর নিজেকে বিলিয়ে দিয়ে
রেখে যায় তাকে
অগণন পাঠকের ভালোবাসায়।।

ENTERTAINMENT বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম যুক্তরাষ্ট্রের ইমিগ্র্যান্ট ভিসা স্থগিতের তালিকায় বাংলাদেশ শিরোনাম রাফসান-সানিয়া থেকে রাফসান-জেফার, গুঞ্জন নয়-সত্যি শিরোনাম মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে পাল্টা হামলার হুমকি তেহরানের শিরোনাম ইরানি বিক্ষোভকারী যুবক এরফান সোলতানির ফাঁসির অপেক্ষা শিরোনাম আগের মতোই চলছে বিচারবহির্ভূত হত্যা, ড. ইউনূস আমলেই নিহত ৪৫ শিরোনাম নির্বাচন ঘিরে ভুয়া তথ্য ও বিভ্রান্তি মোকাবিলা করবেন ভলকার টুর্ক!