Thursday, 25 September 2025
The News Diplomats
ফাতেমা মিতু :
Publish : 10:41 AM, 26 July 2025.
Digital Solutions Ltd

কবিতা ও কবি

কবিতা ও কবি

Publish : 10:41 AM, 26 July 2025.
ফাতেমা মিতু :

কবি আর কবিতা এক
অমোঘ মেলবন্ধন।
সম্পূরক একে অন্যের যেন
বাঁশের সাথে বাঁশি,
যেন হাসির সাথে আলো।
কবি ছাড়া কবিতা আর
কবিতা ছাড়া কবি
ভাবা যায় কি?
মোটেও নয়,
তাই কি হয় বলো?
তাইতো কবি হবেন কবিতা আর
তার কবিতা হয়ে উঠবে কবি।
কবি হবেন কবিতার মত
লক্ষ হাজার উপমায় ঠাসা।
কবি হবেন ভোরের স্নিগ্ধতার পুলক,
কবি হবেন দুপুরের কাঠফাঁটা রোদের মতন তীব্র --+বিদ্রোহী প্রতিবাদী।
কবি হবেন বিকেলের আলোর মত নরম,
কবি হবেন সন্ধ্যার গোধূলির আবীর রঙের মতো বিষন্ন উদাস ;
পাঠযোগ্য নয় এমন কোন কঠিন অধ্যায়।
কবি হবেন হেঁটে যাওয়া কোনো মেঠোপথ,
তাই সেপথে পা বাড়ালে জন্ম নেবে অসংখ্য কবিতা।
কবি হাসলে সেই হাসিতে ঝরে পড়বে কবিতা,
কবি কাঁদলে প্রতি ফোঁটা অশ্রুকণা জন্ম দিবে কবিতার।
কবির মন খারাপ হলে কবিতার আকাশ ছেয়ে যাবে মেঘে,
কবি যখন চোখ মেলে তাকাবে তখন কবিতার পরিপূর্ণ আলোয় উদ্ভাসিত হবে সমগ্র পৃথিবী।
কবি চোখ মুদলে
সে আঁধারে জন্ম নেবে কবিতার দর্শন।
কবি জন্মাবে হাজারবার তার কবিতায়
আর হাজারো কবিতা জন্মাবে
কবিকে নিয়ে।
কবি যে জন্ম দেয় হাজার কবিতার,
যে জাগিয়ে তুলে কবিতাকে আমৃত্য
আর চিরস্মরণীয় হয়ে রয়
তার কবিতাতেই।
কবি কবিতায় কাঁদে কবিতায় হাসে,
কবিতায় করে প্রতিবাদ, প্রতিরোধ।
বীজমন্ত্র পুঁতে দেয় দ্রোহের,
আর প্রতিদিন সযতনে ঢেলে যায় জল;
প্রেম আর বিরহ বন্দনায় গড়ে
কাব্যের অরণ্যলোক
ফুটিয়ে ফুল ---গাঁথে মালা
অনন্ত প্রেমিকের অপেক্ষায়।
কবিতার ছাপ রেখে
অনন্ত গন্তব্যে হাঁটে
কবি অসীমের মায়ায়।
আর নিজেকে বিলিয়ে দিয়ে
রেখে যায় তাকে
অগণন পাঠকের ভালোবাসায়।।

ENTERTAINMENT বিভাগের অন্যান্য খবর

শিরোনাম পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইউএন মিশনের কর্মকর্তাদের চরম অদক্ষতা ও অবহেলা দায়ি! শিরোনাম জুলাই সনদ বাস্তবায়নে মতৈক্য হয়নি, অনিশ্চয়তা কাটেনি শিরোনাম মসজিদ আল-আবেদিন টরন্টোয় মুসলমানদের ধর্মীয় বন্ধন সুদৃঢ় করবে শিরোনাম ভিপি-জিএস-এজিএসসহ ২৩ পদে শিবিরের অসাধারণ বিজয় শিরোনাম প্রবাসীরা ভোটাধিকার পাচ্ছেন, ভোট দেবেন ডিজিটাল পোস্টাল ব্যালটে শিরোনাম কংগ্রেসের রাহুল-প্রিয়াঙ্কা মডেলে আওয়ামী লীগের নেতৃত্বে আসছেন সজীব-সায়মা