সে আমায় পেয়েছে খানিক
দিয়েছে সে যত যতটুকু তার
দিয়েছি যতটা তারে
হৃদয়ের অবাধ অধিকার।
যেটুকু জেনেছে সে
সেটুকুই তার জয়
আমার আমিত্বটুকু
যা আমার আত্মপরিচয়।
আমিতো আকাশ ভালোবাসি
ভালোবাসি নদীর জল,
ঝর্ণাধারা,ফুলের হাসি
ভালোবাসি রাতের আকাশ
ভোরের শুভ্রতা নির্মল।
ভালোবাসি বৃষ্টি বাতাস
শরত মেঘের ভেলা,
ভালোবাসি সাগর পাহাড়
পাখ -পাখালির মেলা।
ভালোবাসি ছায়া ঘেরা
গভীর সজীব বন,
ভালোবাসি দমকা হাওয়া
উড়াল কিশোর মন।
তোমাদের এই চোখ রাঙানি,
আমি তারে থোড়াই মানি।
অসঙ্গতির সবক শুনে
খলবলিয়ে হাসতে জানি।
সভ্যতার এই খোলস মোড়া
অসভ্যতা,
দু'চোখ মেলে যাই দেখে তাই
না পায় পাত্তা।
তোমাদের এই মিথ্যে হাসি
মিথ্যে খুশির প্রবঞ্চনা,
মিথ্যে শপথ,ফাঁকি দেওয়া
মনভুলানো আনাগোনা।
বদ্ধ ঘর,
রুদ্ধ দ্বার,
সে আমার নয়।
তাই তার মতো করে বলি
তুমি মোর পাও নাই
পাও নাই পরিচয়।।