Sunday, 14 September 2025
The News Diplomats
ফাতেমা মিতু :
Publish : 07:29 AM, 24 August 2025.
Digital Solutions Ltd

আত্মপরিচয়

আত্মপরিচয়

Publish : 07:29 AM, 24 August 2025.
ফাতেমা মিতু :

সে আমায় পেয়েছে খানিক
দিয়েছে সে যত যতটুকু তার
দিয়েছি যতটা তারে
হৃদয়ের অবাধ অধিকার।

যেটুকু জেনেছে সে
সেটুকুই তার জয়
আমার আমিত্বটুকু
যা আমার আত্মপরিচয়।

আমিতো আকাশ ভালোবাসি
ভালোবাসি নদীর জল,
ঝর্ণাধারা,ফুলের হাসি
ভালোবাসি রাতের আকাশ
ভোরের শুভ্রতা নির্মল।

ভালোবাসি বৃষ্টি বাতাস
শরত মেঘের ভেলা,
ভালোবাসি সাগর পাহাড়
পাখ -পাখালির মেলা।
ভালোবাসি ছায়া ঘেরা
গভীর সজীব বন,
ভালোবাসি দমকা হাওয়া
উড়াল কিশোর মন।

তোমাদের এই চোখ রাঙানি,
আমি তারে থোড়াই মানি।
অসঙ্গতির সবক শুনে
খলবলিয়ে হাসতে জানি।

সভ্যতার এই খোলস মোড়া
অসভ্যতা,
দু'চোখ মেলে যাই দেখে তাই
না পায় পাত্তা।

তোমাদের এই মিথ্যে হাসি
মিথ্যে খুশির প্রবঞ্চনা,
মিথ্যে শপথ,ফাঁকি দেওয়া
মনভুলানো আনাগোনা।

বদ্ধ ঘর,
রুদ্ধ দ্বার,
সে আমার নয়।
তাই তার মতো করে বলি
তুমি মোর পাও নাই
পাও নাই পরিচয়।।

ENTERTAINMENT বিভাগের অন্যান্য খবর

শিরোনাম ভিপি-জিএস-এজিএসসহ ২৩ পদে শিবিরের অসাধারণ বিজয় শিরোনাম প্রবাসীরা ভোটাধিকার পাচ্ছেন, ভোট দেবেন ডিজিটাল পোস্টাল ব্যালটে শিরোনাম কংগ্রেসের রাহুল-প্রিয়াঙ্কা মডেলে আওয়ামী লীগের নেতৃত্বে আসছেন সজীব-সায়মা শিরোনাম শতাধিক স্মার্টকার্ড বিতরণ করতে সিইসি নাসির উদ্দিন এখন কানাডায় শিরোনাম শিবিরের জিএস প্রার্থীর বিরুদ্ধে রিটকারী ছাত্রীকে ‘গণধর্ষণের’হুমকি শিরোনাম কানাডার দায়িত্ব ছাড়ছেন আলোচিত হাইকমিশনার নাহিদা সোবহান