সুইডেনের এম্বাসি এখন ঢাকায় হওয়ায় বাংলাদেশীদের মধ্যে যারা সেনজেনভুক্ত দেশগুলোতে ঘুরতে যেতে চান তারা খুব সহজেই সেনজেন ভিসার জন্য আবেদন করতে পারবেন। কোন প্রকার ইন্টারভিউ এবং এপয়েন্টমেন্ট ছাড়াই সুইডেন এম্বাসির মাধ্যমে খুব কম সময়ে এই আবেদন করা যাবে।
সুইডেন ছাড়াও আটটি সেনজেনভুক্ত দেশের প্রতিনিধিত্ব করছে সুইডেন। দেশগুলো হচ্ছে ফিনল্যান্ড, আইসল্যান্ড, পোল্যান্ড, বেলিজিয়াম, নেদারল্যান্ডস, লুক্সেমবার্গ, শ্লোভেনিয়া, লাটভিয়া।
এই আটটি দেশের যে কোন একটিতে ভ্রমণ করার জন্য সুইডেস এম্বাসির মাধ্যমে ভিসার আবেদন করা যাবে।
যেকোন সময় আবেদন করা যাবে। সেনজেন ভিসার জন্য আবেদন করতে হলে কিছু নির্দিষ্ট ডকুমেন্টের প্রয়োজন। ডকুমেন্টগুলো হচ্ছে:
১. পুর্ণাঙ্গভাবে পূরণকৃত ভিসা আবেদন ফরম।
২. দুই কপি পাসপোর্ট সাইজের ছবি।
৩. বর্তমান ও পূর্বের সব পাসপোর্ট।
৪. ভ্রমণের উদ্দেশ্য সম্পর্কিত বিবরণ এবং স্পন্সর লেটার (যদি থাকে)।
৫. ভ্রমণ স্বাস্থ্য বীমা।
৬. ব্যাংক স্টেটমেন্ট (বিগত ৬ মাসের)।
৭. পেশাগত ও শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।
আগে কয়েকটা দেশ ভ্রমণের অভিজ্ঞতা থাকলে ভিসা পাওয়া আরো সহজ হয়ে যায়। তবে প্রথমবারের জন্য আবেদনকারীদেরও ভিসা পেতে কঠিন হবে না ডকুমেন্ট ঠিকমতো থাকলে।
Editor in Chief
Dulal Ahmed Chowdhury
News
Email: news@newsdiplomats.com
Advertisement
Email: ads@newsdiplomats.com
© The_News_Diplomats || Published from Canada.