তারকা দম্পতি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা
কয়েক দিন আগেই সুখবর দিয়েছেন বলিউডের তারকা দম্পতি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা। মা-বাবা হতে চলেছেন তারা। এক দশকের ক্যারিয়ারে বিভিন্ন ধরেনর চরিত্রে অভিনয় করেছেন তারা। ‘শেরশাহ’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন। সেই সময় থেকে একে অপরের প্রেমে পড়েন। যদিও নিজেদের প্রতি দুজনের ভালোলাগা ছিল তারও আগে থেকে। এদিকে কিয়ারা অভিনীত ‘লাস্ট স্টোরিজ’র কথা বললেই বহুলচর্চিত স্বমেহনের দৃশ্য সকলের চোখের সামনে ভেসে ওঠে। যাতে অভিনয় করে ঝড় তুলেছিলেন তিনি। সেসময় এই দৃশ্যের জন্য বিতর্কের একেবারে কেন্দ্রবিন্দুতে ছিলেন অভিনেত্রী। সবচেয়ে চমকপ্রদ তথ্য হল, ওই দৃশ্যের শুটিং সেটেই ছিলেন সিদ্ধার্থ মালহোত্রা। অভিনেতা জানান, ‘লাস্ট স্টোরিজ’-এর শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন অভিনেত্রী। করণ জোহর তাকে জানান সেদিন সেটে ঘনিষ্ঠ দৃশ্যের শুটিং হবে। ওই দৃশ্যের শুটিং দেখার ইচ্ছাপ্রকাশ করেন সিদ্ধার্থ। আর তারপরই সেটে যাওয়া তার। সিদ্ধার্থের সামনেই কিয়ারা সেদিন এই দৃশ্যের শুটিং করেন। তবে রিল আর রিয়েল – গুলিয়ে ফেলেননি কিয়ারা। এতটুকুও অস্বস্তিবোধ না করে বরং চিত্রনাট্য অনুযায়ী কাজ করে গিয়েছেন।
Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com
The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats