Thursday, 25 September 2025
The News Diplomats
ডেস্ক রিপোর্ট :
Publish : 12:22 PM, 24 April 2025.
Digital Solutions Ltd

পাকিস্তানি অভিনেতা ফাওয়াদের ছবি নিয়ে বিতর্ক, কাশ্মীরে হামলার জের

 পাকিস্তানি অভিনেতা ফাওয়াদের ছবি নিয়ে বিতর্ক, কাশ্মীরে হামলার জের

বাণী কাপুর ও ফাওয়াদ খান

Publish : 12:22 PM, 24 April 2025.
ডেস্ক রিপোর্ট :

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী গোষ্ঠীর হামলা ঘিরে সারা ভারতে আক্রোশ ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে নেটিজনদের একাংশ রাগ উগরে দিচ্ছে পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের ওপর। তাঁর ছবি ‘আবির গুলাল’ প্রদর্শন করার বিরুদ্ধে সরব হয়েছে তারা। ফাওয়াদ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলাকে ঘিরে দুঃখ প্রকাশ করেছেন।
২০১৬ সালে উড়ি হামলার পর পাকিস্তানি শিল্পীদের ভারতে কাজ করার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তবে ২০২৩ সালে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল। এরপর ‘আবির গুলাল’ ছবির মাধ্যমে বলিউডে প্রত্যাবর্তন করতে চলেছেন পাকিস্তানের অভিনেতা ফাওয়াদ খান। এখন তাঁর প্রত্যাবর্তনের ওপর খাঁড়া ঝুলছে। ফাওয়াদের এই ছবি ‘নিষিদ্ধ’ করার জন্য নেট দুনিয়ায় অনেকে আওয়াজ তুলেছেন।
অনেকেই বলছেন, যেকোনো মূল্যে তাঁরা ছবিটি মুক্তি হতে দেবেন না। অনেকে আবার ফাওয়াদসহ বাকি পাকিস্তানি শিল্পীদের ধাক্কা মেরে দেশ থেকে বের করে দেওয়ার কথা বলছেন। এ মাসের শুরুর দিকে ‘আবির গুলাল’ ছবির প্রথম ঝলক প্রকাশ করা হয়েছিল। ‘আবির গুলাল’ ছবিটি আগামী ৯ মে মুক্তি পাওয়ার কথা ছিল। শোনা যাচ্ছে, নির্মাতারা ফাওয়াদের এই ছবির মুক্তির দিন পিছিয়ে দিচ্ছেন। মহারাষ্ট্র নবনির্মাণ সেনারা আগেই ছবিটিকে মহারাষ্ট্রে মুক্তি না করার জন্য হুমকি দিয়েছিলেন। এর আগে ফাওয়াদের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির মুক্তির সময়ও বিরোধ প্রদর্শন করা হয়েছিল।
এদিকে পেহেলগামে সন্ত্রাসী গোষ্ঠীর হামলাকে কেন্দ্র করে ভারত সরকার পাকিস্তানিদের ভারতে আসার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। এমনকি আগে ভিসা দেওয়া হলেও তা বাতিল করা হয়েছে।


ভারত সরকারের এই সিদ্ধান্তের পর ফাওয়াদ ইনস্টাগ্রাম স্টোরিতে পেহেলগামে সন্ত্রাসী গোষ্ঠীর হামলাকে ঘিরে এক পোস্ট করেছেন। এই পোস্টে অভিনেতা লেখেন, ‘পেহেলগামে জঘন্য হামলার কথা শুনে খুবই কষ্ট হচ্ছে। এই ভয়াবহ ঘটনায় আক্রান্তদের প্রতি আমার সমবেদনা এবং প্রার্থনা আছে। আমি প্রার্থনা করছি যে এই কঠিন সময়ে তাঁদের পরিবার যেন তা সামলে ওঠার জন্য মানসিক শক্তি পান। আর তাড়াতাড়ি তাঁরা যেন এই যন্ত্রণা থেকে বের হতে পারেন।’
‘আবির গুলাল’ ছবিতে ফাওয়াদ খানের বিপরীতে আছেন বলিউড অভিনেত্রী বাণী কাপুর। তিনি পেহেলগামে সন্ত্রাসী হামলাকে নিয়ে তাঁর ইনস্টা-স্টোরিতে লেখেন, ‘যখন থেকে আমি পেহেলগামে নির্দোষ মানুষের ওপর হামলার ঘটনা দেখেছি, তখন থেকেই আমি স্তব্ধ। কোনো কিছু বলার মতো অবস্থায় আমি নেই। আমি দুঃখী ও অন্তর থেকে ভেঙে পড়েছি। পরিবারের জন্য প্রার্থনা জানাই।’ ২২ এপ্রিল পেহেলগামের বৈসারণ ঘাঁটিতে সন্ত্রাসীরা পর্যটকদের ওপর গুলি বর্ষণ করেছেন। এই হামলায় ২৮ জন নিহত আর ২০ জনের বেশি আহত হয়েছেন।

LIFESTYLE বিভাগের অন্যান্য খবর

শিরোনাম পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইউএন মিশনের কর্মকর্তাদের চরম অদক্ষতা ও অবহেলা দায়ি! শিরোনাম জুলাই সনদ বাস্তবায়নে মতৈক্য হয়নি, অনিশ্চয়তা কাটেনি শিরোনাম মসজিদ আল-আবেদিন টরন্টোয় মুসলমানদের ধর্মীয় বন্ধন সুদৃঢ় করবে শিরোনাম ভিপি-জিএস-এজিএসসহ ২৩ পদে শিবিরের অসাধারণ বিজয় শিরোনাম প্রবাসীরা ভোটাধিকার পাচ্ছেন, ভোট দেবেন ডিজিটাল পোস্টাল ব্যালটে শিরোনাম কংগ্রেসের রাহুল-প্রিয়াঙ্কা মডেলে আওয়ামী লীগের নেতৃত্বে আসছেন সজীব-সায়মা