Wednesday, 06 August 2025
The News Diplomats
ডেস্ক রিপোর্ট :
Publish : 09:11 PM, 10 April 2025.
Digital Solutions Ltd

কাফতান বিকিনিতে জলকেলিতে উষ্ণতা ছড়ালেন নুসরাত ফারিয়া

 কাফতান বিকিনিতে জলকেলিতে উষ্ণতা ছড়ালেন নুসরাত ফারিয়া

ঢাকাই সিনেমায় জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া

Publish : 09:11 PM, 10 April 2025.
ডেস্ক রিপোর্ট :

ঢাকাই সিনেমায় জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। উপস্থাপনার মধ্যদিয়ে শোবিজে তার পথচলা। এরপর ধীরে ধীরে জায়গা করে নেন সিনেমায়। বর্তমানে চিত্রনায়িকা থিতু হয়েছেন চলচ্চিত্র অঙ্গনে। তার অভিনীত সিনেমা ‘জ্বিন ৩’ এবার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। তবে ভৌতিক গল্পের এই সিনেমা দর্শকদের মনে তেমন একটা সাড়া ফেলতে পারেনি বলে সিনেমাপ্রেমীরা বলছেন।
এদিকে সবকিছুকে পেছনে রেখে বিচে জলকেলিতে মেতেছেন নুসরাত ফারিয়া। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও এ অভিনেত্রী বেশ সরব থাকেন। যেখানে নিজের ভালো লাগা থেকে শুরু করে ঘুরতে যাওয়াসহ অনেক বিষয় নেটিজেনদের মাঝে শেয়ার করে থাকেন।
এবার কাফতান বিকিনিতে জলকেলিতে মেতে উষ্ণতা ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া। শেয়ার করা ছবিতে দেখা যায়, বিচে কাফতান বিকিনিতে ফটোশুট করছেন এ অভিনেত্রী। খোলা চুলে চোখের চাহনি আর মিষ্টি হাসি যে নেটিজেনদের নজর কেড়েছেন।
কমেন্ট বক্সে নেটিজেনরা ফারিয়ার রূপের বেশ প্রশংসা করেছেন। সাইদুল ইসলাম সোহান নামে একজন নেটিজেন লিখেছেন, ‘এক কথায় অসাধারণ, আজকের পিক গুলো দেখে খুব ক্রাশ খাইছি।’ আরেকজনের ভাষ্য, ‘অসাধারণ মনোমুগ্ধকর।’
প্রসঙ্গত, ফারিয়া প্রথমে রেডিও জকি হিসেবে তার কর্মজীবন শুরু করেন। এরপর মডেলিং এবং বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজে প্রবেশ করেন। ২০১৫ সালে তিনি তার প্রথম চলচ্চিত্র ‘আশিকী’ দিয়ে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। এটি একটি ভারতীয়-বাংলাদেশি যৌথ প্রযোজনার ছবি, যেখানে তার বিপরীতে ছিলেন অঙ্কুশ হাজরা। এই চলচ্চিত্রটি বাণিজ্যিকভাবে সফল হয় এবং নুসরাত ফারিয়াকে জনপ্রিয় করে তোলে।

LIFESTYLE বিভাগের অন্যান্য খবর

শিরোনাম নতুন-পুরানের মিলনমেলায় টরন্টোর মর্নিংসাইড পার্ক যেন একখন্ড গোলাপগঞ্জ শিরোনাম প্রবাসী যোদ্ধার সম্মাননা পেলেন যুবদলের কেন্দ্রীয় নেতা আবু সাইদ আহমদ শিরোনাম ফেব্রুয়ারিতে নির্বাচন করতে ইসিকে চিঠি দেবেন প্রধান উপদেষ্টা শিরোনাম গণ–অভ্যুত্থানের রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে: ড. ইউনূস শিরোনাম মুক্তিযুদ্ধের ইতিহাস রক্ষায় ‘মঞ্চ ৭১’-এর আত্মপ্রকাশ শিরোনাম ২৮ দফা জুলাই ঘোষণাপত্রে যা বললেন ড. ইউনূস