ঢাকা, ২৮ এপ্রিল, ২০২৫
The News Diplomats
ডেস্ক রিপোর্ট :
Publish : 10:37 AM, 13 April 2025.
Digital Solutions Ltd

আমেরিকার ভিসা পাওয়ার যোগ্য কারা, জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

Publish : 10:37 AM, 13 April 2025.
আমেরিকার ভিসা পাওয়ার যোগ্য কারা, জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

মার্কিন ভিসা নীতি নিয়ে নিজেদের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছেন, মার্কিন ভিসা সংরক্ষিত একটি বিশেষ অধিকার, এটি সব আবেদনকারীর জন্য নয়, বরং শুধু তাদের জন্য যারা মার্কিন আইন এবং মূল্যবোধকে সম্মান করেন। ফক্স নিউজের এক সম্পাদকীয়তে, ভিসা যোগ্যতা এবং জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আপোষহীন দৃষ্টিভঙ্গির রূপরেখা তুলে ধরেছেন রুবিও।
গেল জানুয়ারিতে ক্ষমতায় আসার পর থেকে প্রেসিডেন্ট ট্রাম্প বহু বিদেশি শিক্ষার্থীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছেন, অনেকের ভিসা বাতিল করেছেন এবং ফিলিস্তিনিপন্থি বিক্ষোভের জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে ফেডারেল তহবিল হ্রাসের বিষয়ে সতর্ক করেছেন।
রুবিও লিখেছেন, যুক্তরাষ্ট্র ভ্রমণ কোনো অধিকার নয়। এটি তাদের জন্য একটি বিশেষ সুযোগ যারা আমাদের আইন এবং মূল্যবোধকে সম্মান করে। এবং পররাষ্ট্রমন্ত্রী হিসেবে, আমি এটি কখনোই ভুলব না।
২০১১ থেকে ২০২৫ সাল পর্যন্ত মার্কিন সিনেটে ফ্লোরিডার প্রতিনিধিত্ব করা রুবিও তার বর্তমান ভূমিকা গ্রহণের আগে বলেন, অভিবাসন ও জাতীয়তা আইন (আইএনএ) অনুসারে, ‘এলিয়েন’ যারা সন্ত্রাসবাদের প্রচার বা সমর্থন করে- যার মধ্যে ‘হামাসের মতো সন্ত্রাসী সংগঠনগুলোকে’ সমর্থন করাও অন্তর্ভুক্ত - তারা মার্কিন ভিসার জন্য অযোগ্য।
মার্কিন প্রশাসনের শূন্য-সহনশীলতার নীতি সম্পর্কে রুবিও বলেন, যখন তথ্য মিলবে যে, কোনো ভিসাধারী আমাদের নিরাপত্তার সাথে আপস করতে পারে, মার্কিন আইন লঙ্ঘন করেছে অথবা অন্য কোনো কারণে ভিসা বাতিল করা প্রয়োজন- আমি দায়িত্বে থাকা অবস্থায় কখনোই সিদ্ধান্তমূলকভাবে পদক্ষেপ নিতে দ্বিধা করব না।
‘মার্কিন ভিসা কোনো অধিকার নয়, বরং একটি বিশেষ অধিকার, যা তাদের জন্য সংরক্ষিত যারা মার্কিন যুক্তরাষ্ট্রকে আরও উন্নত করে এবং দেশটিকে ভেতর থেকে ধ্বংস করার চেষ্টা করে না’ - এই বার্তা দিয়ে লেখা শেষ করেন মার্কো রুবিও।

https://vodbangla.com/details.php?newsid=659

USA/CANADA বিভাগের অন্যান্য খবর

শিরোনাম ভারত-পাকিস্তান চাইলে মধ্যস্থতার ভূমিকা পালন করতে পারে বাংলাদেশ শিরোনাম রপ্তানি, প্রবাসী আয় ও রিজার্ভ বৃদ্ধি সত্ত্বেও ‘অতি গরিব’ বাড়বে শিরোনাম রাজনৈতিক দলে সংস্কারের জরুরি আলাপ কেউই করছে না শিরোনাম এনসিপি নেতাদের দুর্নীতি ও বিতর্কিক কর্মকাণ্ডে সমর্থকরাও হতাশা শিরোনাম Trump poised to offer Saudi Arabia over $100 billion arms package শিরোনাম পাকিস্তানি অভিনেতা ফাওয়াদের ছবি নিয়ে বিতর্ক, কাশ্মীরে হামলার জের