পোস্টাল ব্যালট নিয়ে অনলাইনে ছড়িয়ে পড়া দুটি ভিডিও থেকে ছবি দুটি নেওয়া হয়েছে
নির্বাচন কমিশনের কাছে ব্যবস্থা নেয়ার দাবি বিএনপির # পোস্টাল ব্যালটে ধানের শীষের অবস্থান নিয়ে আপত্তি # দ্বৈত নাগরিকত্ব নিয়ে জটিলতা সৃষ্টি না করার আহ্বান
একটি বাসায় কয়েকজন ব্যক্তি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অনেকগুলো পোস্টাল ব্যালট গুনছেন, এমন একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। পোস্টাল ব্যালটের খামে ঠিকানা লেখা রয়েছে বাহরাইনের।
আজ মঙ্গলবার নির্বাচন কমিশনের (ইসি) কাছে বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা দাবি করেছে বিএনপি। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, একটি ‘বিশেষ রাজনৈতিক দলের’নেতারা কাজটি করছিলেন। ছড়িয়ে পড়া ভিডিও ৭ মিনিট ৩২ সেকেন্ডের। সেখানে কয়েকজন ব্যক্তিকে পোস্টাল ব্যালট গুনতে দেখা যায়।
ভিডিওতে শোনা যায়, একজন ব্যক্তি ভিডিওকারীকে বাধা দিয়ে বলছেন, ‘এই দাঁড়ান, আপনি ভিডিও করছেন কিসের জন্য? এখানে উনারা মেইন ভিডিও করছে। কেন আপনারা আরও ভিডিও করছেন। আপনারা এখান থেকে যেগুলা আছে সব লইয়া যানগা। আমরার দরকার নাই। কিন্তু ভিডিও কইরেন না। ফেসবুকে ছাড়িয়েন না।’অপর দিক থেকে একজন বলছেন, ‘ডিস্টার্ব কইরো না, কেউ ফেসবুকে ছাড়বে না।’
তখন ভিডিও ধারণে বাধাদানকারী ব্যক্তি বলছেন, ‘আমরা এগুলো (পোস্টাল ব্যালট) যাচ্ছি আর আনছি না। এগুলো আমাদের দিয়ে গেছে। এখানে আমার দাদিরা ছিল। আপনারা এখানে যা আছে সব লইয়া যানগা।’

একপর্যায়ে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, একাধিক জন ভিডিও করলে তা ফেসবুকে ছড়িয়ে যাবে। তখন ভাবমূর্তির ক্ষতি হবে। বাহরাইনে প্রবাসীদের দেওয়া পোস্টাল ব্যালটে ভোট বন্ধ হয়ে যেতে পারে। সুত্রমতে, বাহরাইনে কয়েকজন জামায়াত নেতা এই ব্যলট ভর্তি খাম গুনছিলেন।
যাচাই বা ফ্যাক্ট চেক করে দেখা যায়, পোস্টাল ব্যালটের ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি নয়।
এমন আরও একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। যেটি ২৭ সেকেন্ডের। সেখানেও অনেকগুলো পোস্টাল ব্যালট গুনতে দেখা যায়। জুনায়েন বিন সাদ নামের এক ব্যক্তি ভিডিওটি ফেসবুকে দিয়ে লিখেছেন, এটা ওমানে জামায়াতের এক ব্যক্তির বাসার ভিডিও।
উল্লেখ্য, অন্য ভিডিওটিও বাহরাইনে জামায়াতের একজনের বাসার বলে দাবি করছেন কেউ কেউ।
২৭ সেকেন্ডের ভিডিওতে চট্টগ্রাম–৩ আসনের কথা বলতে শোনা যায়। বিষয়টি নিয়ে জানতে চাইলে চট্টগ্রাম-৩ আসনের রিটার্নিং কর্মকর্তা ও চটগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা প্রথম আলোকে বলেন, ‘আমরা রাতেই বিষয়টির খবর পেয়েছি। এটি দেশের বাইরে। তবে কোন দেশের, সেটি নিশ্চিত বলা যাচ্ছে না। আমরা খোঁজখবর নিচ্ছি।’
ব্যবস্থার দাবি বিএনপির
আজ শনিবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে আগারগাঁও নির্বাচন কমিশনের কার্যালয়ে গিয়েছিলেন নজরুল ইসলাম খানসহ বিএনপির চারজন প্রতিনিধি। বিকেল পাঁচটায় শুরু হওয়া বৈঠক শেষ হয় সন্ধ্যা সোয়া ছয়টায়।
বিএনপি বৈঠকে নানা বিষয়ের সঙ্গে পোস্টাল ব্যালটের বিষয়টি তোলে। দলটির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম খান পরে সাংবাদিকদের বলেন, বাহরাইনে একটি বিশেষ রাজনৈতিক দলের নেতারা অনেকগুলো ব্যালট পেপার ‘হ্যান্ডেল’ করছেন। এটার ভিডিও ভাইরাল হয়ে গেছে। নির্বাচন কমিশন বলেছে, এটা তাদের নজরে এসেছে এবং তারা বাহরাইনে রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করেছেন।

নজরুল ইসলাম খান বলেন, নির্বাচন কমিশন তাঁদের আশ্বস্ত করেছে যে এ ব্যাপারে আরও তদন্ত করে তারা প্রতিবেদন দেবে এবং সে অনুযায়ী তারা ব্যবস্থা গ্রহণ করবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল, যদি কেউ এই ভোটে কোনো রকমের কারচুপির চেষ্টা করে, তাহলে তাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ভোটার তালিকায় ব্লক করা হবে।
‘আমরা মনে করি যারাই এই নির্বাচনকে বিঘ্নিত করার জন্য কারচুপি করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে যেন আইন অনুযায়ী কার্যকর ব্যবস্থা নেওয়া হয়’, বলেন নজরুল ইসলাম খান।
বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি। জামায়াতে ইসলামীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। নিজ নির্বাচনী এলাকার বাইরে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারী, নির্বাচনী দায়িত্বে থাকা ব্যক্তি এবং কারাবন্দীদের পাশাপাশি এবারই প্রথম প্রবাসে থাকা বাংলাদেশি ভোটাররা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।
আগে আইন থাকলেও সুযোগ ছিল সীমিত। এবার ‘আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে’ ভোট দেওয়ার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। এ জন্য নির্বাচনী আইনেও পরিবর্তন আনা হয়েছে। ৫ জানুয়ারি ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন শেষ হয়।
ইসি সূত্রে জানা গেছে, ৩০০ সংসদীয় আসনে আগামী নির্বাচনের জন্য মোট ১৫ লাখ ২৭ হাজার ১৫৫ জন ভোটারের পোস্টাল ভোট নিবন্ধন অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে প্রবাসী ৭ লাখ ৬০ হাজারের কিছু বেশি। বাকিরা দেশ থেকে নিবন্ধন করেছেন। তাঁদের মধ্যে পৌনে ছয় লাখ সরকারি চাকরিজীবী, প্রায় ১ লাখ ৬০ হাজার নির্বাচনী কর্মকর্তা, ১০ হাজার আনসার-ভিডিপির সদস্য এবং ৬ হাজারের কিছু বেশি কারাবন্দী।
পোস্টাল ব্যালটে ধানের শীষের অবস্থান নিয়ে আপত্তি বিএনপির
পোস্টাল ব্যালটে নিজেদের প্রতীক ধানের শীষের অবস্থান নিয়ে আপত্তি তুলেছে বিএনপি। পাশাপাশি বিদেশে পাঠানো পোস্টাল ব্যালট নিয়ে যে ভিডিও ছড়িয়েছে, তা নিয়েও উদ্বেগ জানিয়েছে দলটি। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে দেখা করে আসন্ন নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে দলের উদ্বেগ তুলে ধরে বিএনপির একটি প্রতিনিধিদল।

বৈঠক শেষে বিএনপির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান নির্বাচন ভবনে সাংবাদিকদের বলেন, বিদেশে পাঠানো পোস্টাল ব্যালটে কিছু রাজনৈতিক দলের নাম ও প্রতীক প্রথম লাইনে রাখা হয়েছে, আর বিএনপির প্রতীক রাখা হয়েছে মাঝামাঝি স্থানে। এ নিয়ে আপত্তি জানিয়েছেন তাঁরা।
নজরুল ইসলাম খান বলেন, কাগজ ভাঁজ করলে মাঝখানের প্রতীকে চোখ না-ও পড়তে পারে। এটা ঘটনাক্রম নয়, উদ্দেশ্যমূলক বলেই মনে হয়েছে। ইসি বলেছে, তারা বিষয়টি খেয়াল করেনি। কিন্তু যিনি ডিজাইন করেছেন, তিনি উদ্দেশ্যপ্রণোদিতভাবেই করেছেন বলে মনে হয়। যেসব দেশে এখনো পোস্টাল ব্যালট পাঠানো হয়নি, সেগুলো যেন সংশোধন করে পাঠানো হয়, সেই দাবি ইসিকে জানিয়েছে বিএনপি।
গণভোটে ‘হ্যাঁ’–এর পক্ষে অবস্থান
বিএনপি গণভোটে ‘হ্যাঁ’–এর পক্ষেই জানান দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তিনি বলেন, গণভোটে সংস্কারের প্রস্তাব বিএনপিই প্রথম তুলেছে। যেসব বিষয়ে একমত হয়নি, সেখানে ‘নোট অব ডিসেন্ট’দিয়েছে।
বিএনপি ‘হ্যাঁ’নাকি ‘না’–এর পক্ষে, এমন প্রশ্নের জবাবে নজরুল ইসলাম বলেন, ‘সংস্কারের পক্ষে আমরা। কাজেই ভোটাভুটিতে আমরা “হ্যাঁ” দেব, এটাই সিদ্ধান্ত।’
বিএনপির কেউ কেউ ‘না’ ভোটের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালাচ্ছেন বলে জানানো হলে নজরুল ইসলাম বলেন, বিএনপির সমর্থকেরা সামাজিক যোগাযোগমাধ্যমে যা করছেন, সেটা তাঁদের ব্যক্তিগত সিদ্ধান্ত।
এ প্রসঙ্গে গণভোটে ‘হ্যাঁ’–এর পক্ষে সরকারের প্রচার চালানোর দিকটি দেখিয়ে নজরুল ইসলাম বলেন, ‘সরকারের পক্ষ থেকেও তো গণভোট নিয়ে প্রচার হচ্ছে। সেটি যদি অন্যায় না হয়, অন্যরা করলে অন্যায় হবে কেন?’
দ্বৈত নাগরিকত্ব নিয়ে জটিলতা সৃষ্টি না করার আহ্বান
প্রার্থীদের দ্বৈত নাগরিকত্ব নিয়ে জটিলতা সৃষ্টি না করতে ইসিকে অনুরোধ জানিয়েছে বিএনপি।
নজরুল ইসলাম বলেন, সংবিধান স্পষ্টভাবেই উল্লেখ করেছে—কেউ বিদেশি নাগরিকত্ব পরিত্যাগ করলে তিনি নির্বাচনে অংশ নেওয়ার যোগ্য হবেন। কিন্তু গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) বা মনোনয়নপত্রের কোথাও নাগরিকত্বের প্রমাণপত্র জমা দেওয়ার বাধ্যবাধকতা নেই।
নজরুল ইসলাম বলেন, ‘কিছু রিটার্নিং কর্মকর্তার যাচাইয়ে এবং আপিল শুনানিতেও প্রার্থিতা বাতিল করা হচ্ছে। ইতিমধ্যে জামায়াতে ইসলামীর দুজন প্রার্থী বাতিল হয়েছেন। আমরা মনে করি, আইন সবার জন্য সমান। সংবিধানের বাইরে গিয়ে কারও অধিকার কেড়ে নেওয়া যায় না। বিএনপিরও এমন প্রার্থী আছেন, যাঁরা অতীতের দুঃশাসনে বাধ্য হয়ে বিদেশে ছিলেন এবং নাগরিকত্ব নিতে হয়েছিল। আজ তাঁরা ফিরে এসে নির্বাচন করছেন। অযথা জটিলতা তৈরি করে তাঁদের বঞ্চিত করা হলে তা হবে সুস্পষ্ট অন্যায়।’
বগুড়া-১ আসনে বিএনপি থেকে দুজনকে মনোনয়ন দেওয়ার ব্যাখ্যায় নজরুল ইসলাম বলেন, একজন প্রার্থীর খেলাপি ঋণ থাকার সম্ভাবনা থাকায় বিকল্প হিসেবে দ্বিতীয় প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে। ইসিতে বিএনপির প্রতিনিধিদলে আরও ছিলেন দলের চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ, সাবেক ভারপ্রাপ্ত নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জকরিয়া ও আইনজীবী রুহুল কুদ্দুস কাজল।
Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com
The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats