Thursday, 15 January 2026
The News Diplomats
ডিপ্লোমেটস প্রতিবেদক :
Publish : 12:12 PM, 12 January 2026.
Digital Solutions Ltd

ঢাকায় নতুন মার্কিন রাষ্ট্রদূত

সম্পর্ক আরও দৃঢ় করে আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধিকে এগিয়ে নিতে চাই

 সম্পর্ক আরও দৃঢ় করে আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধিকে এগিয়ে নিতে চাই

ঢাকায় শাহজালাল বিমনাবন্দরে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ও তাঁর স্ত্রী ডিয�

Publish : 12:12 PM, 12 January 2026.
ডিপ্লোমেটস প্রতিবেদক :

ঢাকায় পৌঁছে উচ্ছ্বাস প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। এই দেশের সঙ্গে তিনি ও তাঁর স্ত্রীর সুন্দর স্মৃতি জড়িত রয়েছে বলে জানিয়েছেন তিনি। ওয়াশিংটন থেকে আজ সোমবার বাংলাদেশ সময় বিকেলে ঢাকায় পৌঁছে এই প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ১৯তম রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন।

ঢাকায় মার্কিন দূতাবাস সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ব্রেন্ট ক্রিস্টেনসেন ও তাঁর স্ত্রী ডিয়ান ডাও ১২ জানুয়ারি (আজ) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এ সময় ঢাকায় মার্কিন দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান।

ব্রেন্ট ক্রিস্টেনসেন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ‘বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ১৯তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করতে পারা আমার জন্য সম্মানের বিষয়। আমি আমাদের দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও দৃঢ় করে আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধিকে এগিয়ে নিতে আগ্রহী। আমার স্ত্রী এবং আমি এমন একটি দেশে ফিরে আসতে পেরে আনন্দিত, যে দেশের সঙ্গে আমাদের অনেক সুন্দর স্মৃতি জড়িয়ে আছে।’

কূটনৈতিক সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহেই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করবেন ব্রেন্ট ক্রিস্টেনসেন।

প্রসঙ্গত, ৯ জানুয়ারি মার্কিন পররাষ্ট্র দপ্তরে শপথ নেন নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। গত শুক্রবার ওয়াশিংটনে মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী মাইকেল জে রিগাস তাঁকে শপথবাক্য পাঠ করান।

মাকিন সিনেট গত ১৮ ডিসেম্বর ক্রিস্টেনসেন ঢাকায় রাষ্ট্রদূত পদে অনুমোদন দিয়েছে। ঢাকায় আসার আগে তিনি গত বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত আর্মস কন্ট্রোল অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটিবিষয়ক মার্কিন আন্ডার সেক্রেটারির দায়িত্ব পালনকারী জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে কাজ করেন। এ দায়িত্বে তিনি নিরাপত্তা সহযোগিতা, নিরাপত্তা সহায়তা, সন্ত্রাসবাদ দমন, মাদকবিরোধী কার্যক্রম এবং অস্ত্র বিস্তার রোধে মার্কিন পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক কার্যক্রম তদারক করেন।

মার্কিন পররাষ্ট্র সার্ভিসের একজন জ্যেষ্ঠ পেশাদার সদস্য হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেন এর আগে যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক কমান্ডের কমান্ডারের পররাষ্ট্রনীতিবিষয়ক উপদেষ্টা হিসেবে এবং ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে রাজনীতি ও অর্থনীতিবিষয়ক কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ব্রেন্ট ক্রিস্টেনসেন ফিলিপাইন, এল সালভাদর ও ভিয়েতনামে যুক্তরাষ্ট্রের মিশনগুলোতেও বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। যুক্তরাষ্ট্রে তিনি পলিটিকাল–মিলিটারি অ্যাফেয়ার্স ব্যুরোর অফিস অব রিজিওনাল সিকিউরিটি অ্যান্ড আর্মস ট্রান্সফারসের ডেপুটি ডিরেক্টর, উত্তর কোরিয়া নীতিবিষয়ক বিশেষ প্রতিনিধির বিশেষ সহকারী, যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভসের পররাষ্ট্রবিষয়ক কমিটিতে ফেলো এবং দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরোতে বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়ার কলেজের সম্মাননীয় স্নাতক ব্রেন্ট ক্রিস্টেনসেন জাতীয় নিরাপত্তা কৌশল বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া তিনি টেক্সাস এ এন এম বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে স্নাতকোত্তর এবং রাইস বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি ও ব্যবস্থাপনা অধ্যয়ন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।

২০০২ সালে পেশাদার কূটনীতিক হিসেবে মার্কিন পররাষ্ট্র দপ্তরে যোগদানের আগে তিনি হিউস্টন ও নিউইয়র্ক সিটিতে একজন ব্যবস্থাপনা পরামর্শক হিসেবে কাজ করেছেন।

BANGLADESH বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম যুক্তরাষ্ট্রের ইমিগ্র্যান্ট ভিসা স্থগিতের তালিকায় বাংলাদেশ শিরোনাম রাফসান-সানিয়া থেকে রাফসান-জেফার, গুঞ্জন নয়-সত্যি শিরোনাম মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে পাল্টা হামলার হুমকি তেহরানের শিরোনাম ইরানি বিক্ষোভকারী যুবক এরফান সোলতানির ফাঁসির অপেক্ষা শিরোনাম আগের মতোই চলছে বিচারবহির্ভূত হত্যা, ড. ইউনূস আমলেই নিহত ৪৫ শিরোনাম নির্বাচন ঘিরে ভুয়া তথ্য ও বিভ্রান্তি মোকাবিলা করবেন ভলকার টুর্ক!