Thursday, 15 January 2026
The News Diplomats
ডয়চে ভেলে :
Publish : 02:37 PM, 10 January 2026.
Digital Solutions Ltd

নির্বাচনের আগে বাড়ছে সহিংসতা, আলোচনায় নানা শঙ্কা

নির্বাচনের আগে বাড়ছে সহিংসতা, আলোচনায় নানা শঙ্কা

Publish : 02:37 PM, 10 January 2026.
ডয়চে ভেলে :

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন৷ নির্বাচনের আগে দেশের বিভিন্ন জায়গায় রাজনৈতিক সহিংসতা, মব ভায়োলেন্স, বিশেষ করে গুলিতে হত্যাকাণ্ড বেড়েছে৷ তফসিল ঘোষণার পর রাজনৈতিক সহিংসতায় প্রাণহানির ঘটনাও বেড়েছে৷ আইনশৃঙ্খালার এমন অবনতিতে আসছে নির্বাচনের সময়ে পরিস্থিতি কতোটা সুষ্ঠু থাকবে তা নিয়ে শঙ্কা বাড়ছে৷

দুইটি দৃষ্টিকোণ থেকে নির্বাচনকালীণ সময়ে আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন নিরাপত্তা বিশ্লেষক মেজর (অব.) এমদাদুল ইসলাম৷   এই বিশ্লেষক বলেন, সুষ্ঠু নির্বাচন নিয়ে দুই ধরনের শঙ্কা রয়েছে৷ প্রথমত এটা ইনক্লুসিভ নির্বাচন হচ্ছে না৷ এখানে যাদের বাদ দেওয়া হয়েছে তারা তো ঝামেলা করতেই পারে৷ দ্বিতীয়ত, আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে লুট হওয়া প্রচুর পরিমান অস্ত্র এখনও অপরাধীদের হাতে রয়েছে৷ সেই অস্ত্রগুলো তো সাধারণ মানুষের কাছে নেই৷ যাদের কাছে আছে তারা তো ভালো মানুষ না৷ ফলে এই অস্ত্রগুলো উদ্ধার করা না গেলে তো আরও বেশি বিশৃঙ্খলা ঘটতে পারে৷’’

সর্বশেষ গত বুধবার রাতে কারওয়ান বাজারে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ও ২৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যা করা হয়৷ এর আগে গত সোমবার চট্টগ্রামের রাউজানের একজন যুবদল নেতাকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে৷ কক্সবাজারে একজন প্রার্থীকে কাফনের কাপড় পাঠিয়ে হুমকি দেওয়ার মতো ঘটনাগুলোও সামনে আসছে৷ গত মাসে তফসিল ঘোষণার পরদিনই ঢাকায় গুলিতে নিহত হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি৷

নিবাচন সুষ্ঠু ও নির্বিঘ্নে করা যাবে কি না সেই প্রশ্নে নির্বাচন কমিশন বলছে, যেসব ঘটনা ঘটছে তার সবগুলো রাজনৈতিক বা নির্বাচন কেন্দ্রিক সহিংসতা না৷

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, ‘‘সহিংসতা যে কারণেই হোক এটা যেভাবেই হোক থামাতে হবে৷ সহিংসতা থাকলে নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হবে৷ আমরাও তো মনে করছি, এটা সুষ্ঠু নির্বাচনের জন্য একটা বড় চ্যালেঞ্জ৷’’

২০২৪ সালের ৫ অগাস্ট শেখ হাসিনা সরকার পতনের দিন সারাদেশের থানায় অস্ত্র ও গুলি লুটের ঘটনা ঘটে৷ এসব অস্ত্রের কিছু উদ্ধার করা গেলেও এখনো অনেক অস্ত্র উদ্ধার করা যায়নি৷

গত মঙ্গলবার চট্টগ্রামে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ জানিয়েছেন, লুট হওয়া সেসব অস্ত্রের ১৫ শতাংশ এবং ৩০ শতাংশ গুলি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি৷ এগুলো নির্বাচনের আগে ব্যবহার হতে পারে৷

পুলিশের অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম ডয়চে ভেলেকে বলেন, ‘‘কিছু ঘটনা যে ঘটছে না, সেটা বলা যাবে না৷ তবে সবগুলো ঘটনাতেই আমরা ব্যবস্থা নিচ্ছি৷ নির্বাচন যাতে সুষ্ঠু করা যায় সেজন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন তার সবকিছু নেওয়া হচ্ছে৷ এখন যে ঘটনাগুলো ঘটছে সেগুলোতেও আমরা শক্ত পদক্ষেপ নিচ্ছি৷ পাশাপাশি নতুন করে নির্দেশনাও দেওয়া হচ্ছে৷ সামনে পরিস্থিতি আরও ভালো হবে৷’’

হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি তথ্য বলছে, গত এক বছরে অর্থাৎ ২০২৫ সালে এক বছরেই সারাদেশে ৯১৪টি রাজনৈতিক সহিংসতায় ১৩৩জন নিহত হয়েছে৷ আর এতে আহত হয়েছে সাড়ে সাত হাজারেও বেশি মানুষ৷ এই সময়ে মব সহিংসতা, গণপিটুনিতে নিহত হয়েছে অন্তত ১৬৮ জন৷ পুলিশ সদর দফতরের হিসাব অনুযায়ী, গত জানুয়ারি মাসে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে ২৭৬টি৷ এরমধ্যে বেশ কিছু রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটেছে৷

এর আগে ২৬ ডিসেম্বর ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের একটি বাড়িতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে৷ এতে একতলা ভবনের দুটি কক্ষের দেয়াল উড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়৷ ঘটনাস্থল থেকে ককটেল, রাসায়নিক দ্রব্য ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ৷ এই ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে৷

পুলিশ বলছে, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, মাদ্রাসা পরিচালনার নামে ভাড়া করা ওই বাড়িতে তৈরি করা বেশ কিছু বোমা এর আগে বিভিন্ন স্থানে পাঠানো হয়েছে৷ এগুলো কী কাজে ব্যবহার করা হতো সেটিও পরিস্কার নয়৷

১৯ ডিসেম্বর গভীর রাতে লক্ষ্মীপুরে দরজায় তালা লাগিয়ে ও পেট্রল ঢেলে স্থানীয় এক বিএনপি নেতার ঘরে আগুন দেওয়া হয়৷ এতে আগুনে পুড়ে ওই নেতার সাত বছর বয়সী এক মেয়ের মৃত্যু হয়৷ দগ্ধ হন বিএনপি নেতাসহ তার আরও দুই মেয়ে৷ গত সোমবার রাতে চট্টগ্রামের রাউজানে এক যুবদল নেতাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা৷ একইদিন সন্ধ্যায় যশোরের মনিরামপুরে এক বরফ কল ব্যবসায়ীকে গুলি করে এবং রাত ৯টায় নরসিংদীর পলাশ উপজেলায় আরেক ব্যবসায়ীকে বাড়ির ফটকে গুলি হত্যা করা হয়েছে৷

বিশ্লেষকেরা মনে করছেন, এসব ঘটনা দ্রুত নিয়ন্ত্রণে এনে মানুষের মধ্যে নিরাপত্তাবোধ তৈরি করতে পারাটা ভোটের আগে সবচেয়ে বড় চ্যালেঞ্জ৷ সরকারের পক্ষ থেকে মব সন্ত্রাসের বিরুদ্ধে নানা বক্তব্য এলেও বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর মবের ঘটনা ঘটছেই৷

 মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) বলছে, গত বছরে এভাবেগণপিটুনি বা ‘মব সন্ত্রাসের’ শিকার হয়ে প্রাণ গেছে ১৯৭ জনের৷ ২০২৪ সালে মব সন্ত্রাসের শিকার হয়ে নিহত হয়েছিলেন অন্তত ১২৮ জন৷

ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর ১৩ ডিসেম্বর থেকে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ শুরু হয়৷ ৭ জানুয়ারি পর্যন্ত এই অভিযানে ১৫ হাজার ৯৩৬ জন গ্রেপ্তার হন৷ তবে এই অভিযানেও চিহ্নিত, পেশাদার ও বড় সন্ত্রাসী গ্রেপ্তারের সংখ্যা খুবই কম৷ তাছাড়া অস্ত্র উদ্ধারের সংখ্যাও খুব বেশি নয়৷ এই সময়ে মোট অস্ত্র উদ্ধার হয়েছে ২৩৬টি৷

নির্বাচনকেন্দ্রিক আইনশৃঙ্খলা নিয়ে প্রার্থীদের মধ্যে একধরনের উদ্বেগ রয়েছে৷ গোপালগঞ্জ-৩ আসনের বিএনপির প্রার্থী ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর একটি ভিডিও থেকে নিরাপত্তা নিয়ে শঙ্কার বিষয়টি স্পষ্ট হয়৷ ৭ জানুয়ারি কর্মী-সমর্থকদের নিয়ে মতবিনিময়কালে এই প্রার্থীকে গায়ে থাকা বুলেটপ্রুফ জ্যাকেট প্রদর্শন করতে দেখা যায়৷

চাদর সরিয়ে পাঞ্জাবির বোতাম খুলে ভেতরে পরা বুলেটপ্রুফ জ্যাকেট দেখিয়ে এস এম জিলানী বলেন, ‘‘আমাদের জীবনের হুমকি আছে, এটা সত্য৷ দেখেন, এখনো বুকে বুলেটপ্রুফ জ্যাকেট পরে আছি৷ জানি না, কখন কী হয়, তাই সবসময় সতর্ক থাকি৷’’

এর আগে গত বছরের ৫ নভেম্বর চট্টগ্রাম-৮ আসনে (বোয়ালখালী-চান্দগাঁও) বিএনপি মনোনীত প্রার্থীর জনসংযোগে গুলি করা হয়৷ এতে একজন নিহত হন৷ এখন পর্যন্ত খুনি বা হামলাকারীরা গ্রেপ্তার হয়নি৷ ব্যবহৃত অস্ত্রটিও উদ্ধার হয়নি৷

বিদ্যমান বাস্তবতায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে নিজেদের নিরাপত্তা চেয়ে ইতিমধ্যে সরকারের কাছে আবেদন করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের অন্তত ২০ জন নেতা৷ এর মধ্যে পরমোনাই পীর ও গণসংসহি আন্দোলনের জুনায়েদ সাকিকে অস্ত্রধারী গ্যানম্যান দেওয়া হয়েছে৷

আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে বাংলাদেশে রাজনৈতিক সহিংসতা একটি চরম ও ধারাবাহিক রূপ ধারণ করেছে, যা ২০২৫ সালে আরও বিস্তৃত ও সহিংসতর হয়ে উঠেছে৷

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে দেশে অন্তত ৪০১টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে৷ এসব ঘটনায় প্রায় ৪ হাজার ৭৪৪ জন আহত এবং ১০২ জন নিহত হয়েছেন৷

BANGLADESH বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম যুক্তরাষ্ট্রের ইমিগ্র্যান্ট ভিসা স্থগিতের তালিকায় বাংলাদেশ শিরোনাম রাফসান-সানিয়া থেকে রাফসান-জেফার, গুঞ্জন নয়-সত্যি শিরোনাম মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে পাল্টা হামলার হুমকি তেহরানের শিরোনাম ইরানি বিক্ষোভকারী যুবক এরফান সোলতানির ফাঁসির অপেক্ষা শিরোনাম আগের মতোই চলছে বিচারবহির্ভূত হত্যা, ড. ইউনূস আমলেই নিহত ৪৫ শিরোনাম নির্বাচন ঘিরে ভুয়া তথ্য ও বিভ্রান্তি মোকাবিলা করবেন ভলকার টুর্ক!