জাতীয় পর্যায়ের ৩ কৃতি ব্যাডমিন্টন খেলোয়াড়ের হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন টরন্টোর বাংলাদেশ কমিউনি
কানাডার টরন্টোয় বাংলাদেশ থেকে আগত জাতীয় পর্যায়ের তিনজন কৃতি ব্যাডমিন্টন খেলোয়াড়কে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেছেন, বাংলাদেশের ব্যাডমিন্টনে নতুন সম্ভাবনার যে আলো জ্বলছে, এই তিন খেলোয়াড় তার উজ্জ্বল প্রতীক। তারা শুধু দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিচ্ছেন না, বরং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পতাকাকে মর্যাদার সঙ্গে তুলে ধরছেন। বক্তারা আশা প্রকাশ করেন—টরন্টোর এই প্রতিযোগিতা তাদের ক্যারিয়ারে নতুন দিগন্ত সৃষ্টি করবে এবং বিশ্ব ব্যাডমিন্টনের মানচিত্রে বাংলাদেশকে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করবে।
হাইমাস স্পোর্টস ও বাংলাদেশি কানাডিয়ান স্পোর্টস ক্লাব (বিসিএসবি) এর উদ্যোগে বুধবার রাতে আয়োজিত এই অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন কৃতি ব্যাডমিন্টন খেলোয়ার আল-আমিন জুমার, আয়মান জামান ও অহিদুল। টরন্টোতে অনুষ্ঠিতব্য একটি আন্তর্জাতিক ব্যাডমিন্টন ম্যাচে অংশ নিতে সম্প্রতি তারা কানাডা এসেছেন। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিরা খেলোয়াড়দের অর্জনকে ‘দেশের গৌরব’ হিসেবে উল্লেখ করে উচ্ছ্বাস প্রকাশ করেন।

টরন্টোয় বিশিষ্ট ক্রীড়া সংগঠক জুয়েল আহমদের প্রাণবন্ত পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন টরন্টোয় বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব ও ক্রীড়া সংগঠক সাদ চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি মাহবুব চৌধুরী রনি, গোলাপগঞ্জ ফাউন্ডেশনের সাবেক সভাপতি নওয়াজ চৌধুরী সাজু, ব্যরিস্টার আরিফ হোসেন, মৌলভীবাজার এসোসিয়েশনের সাবেক সভাপতি লায়েকুল হক চৌধুরী, গোলাপগঞ্জ ফাউন্ডেশনের সহসভাপতি জমসেদ মিশকাত চৌধুরী, অর্থ সম্পাদক যুবায়ের আহমদ সিপিএ, মহসিন আহমদ চৌধুরী, হাইমাস স্পোর্টস এর সত্ত্বাধিকারী একেএম জহির, রব চৌধুরী শামীম, ক্রীড়া সংগঠক তজমুল আলী তাজ, জালালাবাদ এসোসিয়েশনের বিজয় উৎসবের আহ্বায়ক এজাজ চৌধুরী, গোলাপগঞ্জ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু জহির সাকিব, রিয়েলেটর জবরুল আহমদ, সাব্বির আহমদ, সোহেল আহমদ, আরিফুল ইসলাম প্রমুখ।

বক্তারা আরও বলেন, খেলোয়াড়দের অধ্যবসায়, শৃঙ্খলা ও পরিশ্রম বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। তাদের সাফল্যের গল্প টরন্টোয় তরুণ-যুবকদের অনুপ্রাণিত করছে। টরন্টো থেকেও বাংলাদেশি কমিউনিটি সবসময় জাতীয় ক্রীড়া অঙ্গনের পাশে আছে এবং ভবিষ্যতেও তারা এ ধরনের প্রতিভাদের সমর্থন অব্যাহত রাখবে বলে বক্তারা জানান।
টরন্টোয় আগত তিন খেলোয়াড় তাদের অনুভূতি শেয়ার করে বলেন, প্রবাসীদের এই ভালোবাসা ও সম্মান তাদের খেলায় আরও মনোবল যোগাবে। আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম উজ্জ্বল করতে তারা সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন বলেও প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বক্তারা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন,বাংলাদেশ থেকে আগত জাতীয় পর্যায়ের তিনজন কৃতি ব্যাডমিন্টন খেলোয়াড়কে আজ সংবর্ধনা জানাতে পেরে আমরা সত্যিই গভীরভাবে আনন্দিত, গর্বিত ও সম্মানিত। আজকের এই আয়োজন শুধু একটি আনুষ্ঠানিকতা নয়—বরং বাংলাদেশের ক্রীড়াঙ্গনের প্রতি আমাদের ভালোবাসা, শ্রদ্ধা এবং দায়িত্ববোধের এক অনন্য বহিঃপ্রকাশ।
আপনারা তিনজন বাংলাদেশের ব্যাডমিন্টনকে যেভাবে এগিয়ে নিচ্ছেন, যে নিষ্ঠা, শৃঙ্খলা, পরিশ্রম এবং আত্মবিশ্বাস নিয়ে প্রতিনিয়ত দেশের পতাকা উঁচু করছেন—তা আমাদের প্রবাসী সমাজকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। বিশেষ করে আজকের তরুণ প্রজন্ম আপনাদের সাফল্যের গল্প শুনে নতুন স্বপ্ন দেখবে, নতুন উদ্দীপনা নিয়ে এগিয়ে যেতে শিখবে।

তারা বলেন, কানাডায় বসবাসকারী আমরা অনেকেই দেশের ক্রীড়াঙ্গনকে দূর থেকে দেখি, অনুভব করি। তাই আপনাদের আগমন আমাদের কাছে এক বিশেষ আনন্দের বিষয়। আপনাদের উপস্থিতি আমাদের কমিউনিটিকে আরও ঐক্যবদ্ধ করেছে, আরও উৎসাহ দিয়েছে—যে বাংলাদেশকে আমরা আমাদের হৃদয়ে বয়ে বেড়াই, সেই বাংলাদেশের সম্মান রক্ষায় আমরা সবাই মিলে কাজ করবো।
আপনারা এখানে যে ম্যাচগুলো খেলতে এসেছেন, তা কেবল একটি প্রতিযোগিতা নয়; বরং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সক্ষমতা, প্রতিভা ও সম্ভাবনাকে নতুনভাবে তুলে ধরার একটি বড় সুযোগ। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি—আপনারা এই টুর্নামেন্টে সাফল্যের এক নতুন অধ্যায় রচনা করবেন এবং বাংলাদেশের নামকে আরও মর্যাদার সঙ্গে উপস্থাপন করবেন।

টরন্টোয় বাংলাদেশি কমিউনিটি সবসময় দেশের উন্নয়ন, সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনের সঙ্গে গভীরভাবে জড়িত। আপনাদের মাধ্যমে আমাদের এই সম্পর্ক আরও দৃঢ় হলো। আমরা চাই—আপনারা নিয়মিত বিদেশে প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন, আরও আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জন করুন, এবং ভবিষ্যতে বিশ্বের সেরা খেলোয়াড়দের কাতারে জায়গা করে নিন।
আমরা কামনা করি—আপনাদের টরন্টো সফর হোক সাফল্যমণ্ডিত, অভিজ্ঞতায় সমৃদ্ধ এবং ভবিষ্যতের নতুন স্বপ্ন বুনে দেওয়ার এক অনন্য মাইলফলক। আপনারা নিয়মিত খেলুন, আরও বড় জয় ছিনিয়ে আনুন, এবং বিশ্বের দরবারে বাংলাদেশের লাল-সবুজ পতাকাকে আরও সমুজ্জ্বল করে তুলুন।
