Tuesday, 11 November 2025
The News Diplomats
ডেস্ক রিপোর্ট :
Publish : 10:54 PM, 02 April 2025.
Digital Solutions Ltd

ফেডারেল সরকারের দায়িত্ব থেকে সরে যাচ্ছেন ইলন মাস্ক

ফেডারেল সরকারের দায়িত্ব থেকে সরে যাচ্ছেন ইলন মাস্ক

Publish : 10:54 PM, 02 April 2025.
ডেস্ক রিপোর্ট :

ইলন মাস্ক আগামী কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের দায়িত্ব থেকে সরে যাচ্ছেন বলে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর মন্ত্রিসভার সদস্যসহ ঘনিষ্ঠ সহযোগীদের জানিয়েছেন।
টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ককে নবগঠিত সরকারি দক্ষতা বিভাগের (ডিওজিই) দায়িত্ব দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এটা সরকারের সরাসরি কোনো অংশ নয়। তবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের ব্যয় ও কর্মিবহর কমানো ছিল এই বিভাগের কাজ।
ট্রাম্প গত জানুয়ারিতে ক্ষমতায় আসার পর পর মাস্কের পরামর্শে বেশ কটি বড় সিদ্ধান্ত নেন। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহায়তা সংস্থা ইউএসএআইডি বন্ধ করা এবং লাখ লাখ সরকারি চাকরিজীবীকে অবসরে পাঠানোর মতো সিদ্ধান্ত দেশটিতে হইচই ফেলে দিয়েছিল।
ইলন মাস্কের সরে যাওয়া নিয়ে প্রেসিডেন্টের ওই বক্তব্য সম্পর্কে অবগত তিনটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে এসব তথ্য জানিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ইলন মাস্ক এখন তাঁর ব্যবসায়িক কাজে ফিরে যাবেন। পাশাপাশি তিনি সরকারকে সহায়তায় একটি ভূমিকা পালন করবেন।
মাস্ক ও তাঁর বিভাগের কার্যক্রম নিয়ে সন্তুষ্ট ছিলেন ট্রাম্প। তবে সম্প্রতি দুজনই এ বিষয়ে একমত হন যে মাস্কের সরে দাঁড়ানোর সময় হয়েছে।
ডিওজিইর দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে মাস্ক প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ হয়ে ওঠেন। কিন্তু চঞ্চল মনোভাবের কারণে ট্রাম্প প্রশাসনের ভেতরের লোকজন এবং প্রশাসনের বাইরের অনেক মিত্র মাস্ককে অপছন্দ করা শুরু করেন। তাঁর বিরুদ্ধে অভিযোগের পাল্লা ভারী হতে থাকে। অন্যদিকে বিশ্বের শীর্ষ এই ধনীকে সম্পদের পরিবর্তে রাজনৈতিক দায় হিসেবে দেখতে শুরু করেন ট্রাম্পের দলের রাজনীতিবিদেরা।
ট্রাম্প প্রশাসনের শীর্ষস্থানীয় একজন কর্মকর্তা বলেছেন, দায়িত্ব থেকে সরে দাঁড়ালেও মাস্ক সম্ভবত প্রেসিডেন্টের অনানুষ্ঠানিক উপদেষ্টা হিসেবে কাজ করবেন। মাঝেমধ্যে তাঁকে হয়তো হোয়াইট হাউসে দেখা যাবে।

USA/CANADA বিভাগের অন্যান্য খবর

শিরোনাম নতুন বাংলাদেশ গড়তে তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি করুন শিরোনাম আলোচিত সাবেক পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন অবশেষে কানাডায় শিরোনাম ট্রাইব্যুনালের আদেশে ১৫ সেনা কর্মকর্তা সেনানিবাসের সাবজেলে শিরোনাম বাংলাদেশের স্থিতিশীলতায় দ্রুত স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনের বিকল্প নেই শিরোনাম ফেব্রুয়ারিতে নির্বাচন, ঐক্য যেন বজায় থাকে: ইউনূস শিরোনাম পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইউএন মিশনের কর্মকর্তাদের চরম অদক্ষতা ও অবহেলা দায়ি!