Thursday, 15 January 2026
The News Diplomats
ডেস্ক রিপোর্ট :
Publish : 12:04 AM, 09 June 2025.
Digital Solutions Ltd

কানাডার অন্টারিও লেকে বোট দূর্ঘটনা

বাংলাদেশী পাইলট গুড্ডু ও বিজিএমইএ নেতা রাকিবের মর্মান্তিক মৃত্যু

বাংলাদেশী পাইলট গুড্ডু ও বিজিএমইএ নেতা রাকিবের মর্মান্তিক মৃত্যু

বাংলাদেশ বিমানের ক্যাপ্টেন সাইফুজ্জামান গুড্ডু ও ব্যবসায়ি নেতা আব্দুল্লাহিল রাকিব

Publish : 12:04 AM, 09 June 2025.
ডেস্ক রিপোর্ট :

কানাডার লেক অন্টারিওতে বোট দূর্ঘটনায় ২ জন বিশিষ্ট বাংলাদেশী নিহত হয়েছেন। রবিবার দুপুর তিনটার দিকে অন্টারিওর স্টারজিয়ন লেকে এ দুর্ঘটনা ঘটেছে ।
নিহতরা হলেন, বাংলাদেশের গার্মেন্টস শিল্পের অন্যতম পথিকৃৎ, বিজিএমইএ-এর সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহিল রাকিব এবং বাংলাদেশ বিমানের বোয়িং ৭৮৭ এর ক্যাপ্টেন সাইফুজ্জামান গুড্ডু। একটি পারিবারিক ভ্রমণের সময় Sturgeon Lake (Kawartha Lakes, Ontario) কেনু বোট উল্টে যাওয়ায় তারা দুজন ডুবে মারা যান। তাদের সঙ্গী অপর একজন প্রাণে বেঁচে যান।

 পরিবারের সাথে সাইফুজ্জামান গুড্ডু

এই অপ্রত্যাশিত দুর্ঘটনায় বাংলাদেশী কমিুনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। গুড্ডুর মেয়ে এখানে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন। পরিবার নিয়ে উনি মেয়ের কাছে বেড়াতে এসেছিলেন। তাদের মরদেহ দ্রুত ঢাকায় পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে।
আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

কানাডায় সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম মিন্টু গতকাল ফেসবুকে এক পোস্টে লিখেছেন,

কানাডার হ্রদে নিভে গেল বিমানের এক নক্ষত্র

নীল আকাশে উড়ে চলা যার নিত্যদিনের সঙ্গী ছিল, সেই মানুষটিই যেন এক অনন্ত নীলের আহ্বানে সাড়া দিলেন। প্রকৃতি যার জীবনভরের অভিভাবক, সেই প্রকৃতিই যেন আজ হঠাৎ আবেগভরে তাঁকে টেনে নিলো নিজের কোলে। একটি নির্মল ভ্রমণ পরিণত হলো এক মর্মান্তিক অধ্যায়ে—যার পরিসমাপ্তি ঘটল কানাডার লিনজির (Lindsay, Ontario) শান্ত হ্রদের গভীরে।
আজ (৮ই জুন, রোববার), অন্টারিওর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর লিনজির একটি কটেজসংলগ্ন হ্রদে ক্যানোইং করতে গিয়ে বাংলাদেশ বিমানের বোয়িং ৭৮৭-এর অভিজ্ঞ ক্যাপ্টেন সাইফুজ্জামান গুড্ডু ও তাঁর ঘনিষ্ঠ বন্ধু ও তাঁর ঘনিষ্ঠ বন্ধু বিজিএমইএ-এর সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহিল রাকিব পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন।
জানা যায়, সাইফুজ্জামান গুড্ডু তাঁর স্ত্রী ও ছোট মেয়েকে নিয়ে গতকালই ঢাকা থেকে টরন্টো আসেন। উদ্দেশ্য ছিল বড় মেয়ের সঙ্গে দেখা এবং পারিবারিক অবকাশযাপন। বড় মেয়ে টরন্টোর এক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। আজ তাঁরা টরন্টো থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরের লিনজি শহরে রওয়ানা হন এবং ওখানকার একটি কটেজে ওঠেন। দুপুরের দিকে (বেলা ২টায়) সাইফুজ্জামান তাঁর এক বন্ধু ও বন্ধুর ছেলেসহ একটি ক্যানো নিয়ে হ্রদে নামেন।


ক্যানোটি যখন শান্ত হ্রদের বুকে এগিয়ে চলছিল, তখন তীরে দাঁড়িয়ে থাকা তাঁর স্ত্রী ও ছোট মেয়ে মোবাইলে ভিডিও করছিলেন। হঠাৎ করে ক্যানো উল্টে যায়। বন্ধুর ছেলে সাঁতরে পাড়ে উঠে আসেন, কিন্তু সাইফুজ্জামান ও তাঁর বন্ধু আর ফিরে আসেননি। পরে উদ্ধারকারীরা তাঁদের দু’জনকেই উদ্ধার করে, কিন্তু তখন তাঁরা আর জীবিত ছিলেন না।
মিসিসগায় বসবাসরত তাঁর কাজিন ফাহমিদা টনি জানান, সাইফুজ্জামান ছিলেন অত্যন্ত অভিজ্ঞ ও চৌকষ এক পাইলট। তাঁর পিতা ছিলেন বাংলাদেশ এয়ার ফোর্সের কর্মকর্তা। বিমানবাহিনীর ঐতিহ্যবাহী পরিবেশে বড় হয়ে ওঠা গুড্ডু ছোটবেলা থেকেই ছিলেন শৃঙ্খলাপরায়ণ, দায়িত্বশীল ও আত্মবিশ্বাসী।
লিনজি অন্টারিওর একটি শান্তিপূর্ণ পর্যটন নগরী, যেখানে বোটিং, কায়াকিং, ক্যানোইং-এর মতো জলক্রীড়া জনপ্রিয়। তবে এমন দুর্ঘটনা সেখানে সচরাচর ঘটে না। হঠাৎ করে দিকভ্রান্ত বাতাস, লাইফ জ্যাকেটের অনুপস্থিতি, কিংবা ক্যানো চালনায় অপ্রশিক্ষিততা—এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণ হতে পারে বলে জানা গেছে।
অন্টারিও প্রাদেশিক পুলিশ (Ontario Provincial Police – OPP) জানিয়েছে, রোববার বিকেলে কাওয়ার্থা লেইকস অঞ্চলের একটি হ্রদে ক্যানো উল্টে যাওয়ার ঘটনায় দুই ব্যক্তি মারা গেছেন।


পুলিশ জানায়, বিকেল ৩টার কিছু পরে স্টার্জন লেক (Sturgeon Lake)-এ একটি বোট দুর্ঘটনার খবর পেয়ে জরুরি সেবাদানকারীরা সেখানে ছুটে যান।
ক্যানোটিতে তিনজন পুরুষ ছিলেন। তাঁদের মধ্যে একজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। কিন্তু বাকি দুজন পানিতে ভেসে থাকতে না পেরে প্রাণ হারান।
নৌকায় থাকা তিনজনের কারো শরীরে তখন কোনো লাইফ-জ্যাকেট ছিল না বলে পুলিশ জানিয়েছে।
যে মানুষ প্রতিদিন আকাশে হাজারো যাত্রীকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতেন, সেই মানুষটি আজ আর নেই। তাঁর মৃত্যু শুধু পরিবার বা সহকর্মীদের নয়, বরং পুরো কমিউনিটির জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর স্ত্রী ও সন্তানদের চোখের সামনে ঘটে যাওয়া এই করুণ পরিণতি স্মৃতিতে দাগ কেটে যাবে চিরজীবন।
একটি শান্ত দুপুরের হ্রদ যেন আজ বিস্মৃত এক কাব্য লিখে গেল—যেখানে প্রকৃতি ও মানুষ, জল ও জীবন, সবকিছু এক অনাকাঙ্ক্ষিত অশ্রুধারায় মিলিয়ে গেল। আমরা গভীর শোক প্রকাশ করছি এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

USA/CANADA বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম যুক্তরাষ্ট্রের ইমিগ্র্যান্ট ভিসা স্থগিতের তালিকায় বাংলাদেশ শিরোনাম রাফসান-সানিয়া থেকে রাফসান-জেফার, গুঞ্জন নয়-সত্যি শিরোনাম মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে পাল্টা হামলার হুমকি তেহরানের শিরোনাম ইরানি বিক্ষোভকারী যুবক এরফান সোলতানির ফাঁসির অপেক্ষা শিরোনাম আগের মতোই চলছে বিচারবহির্ভূত হত্যা, ড. ইউনূস আমলেই নিহত ৪৫ শিরোনাম নির্বাচন ঘিরে ভুয়া তথ্য ও বিভ্রান্তি মোকাবিলা করবেন ভলকার টুর্ক!