ভুল মানুষগুলো আত্মলোভেই ভালোবাসে,
অথবা বলা যায়— মিথ্যার আশ্রয় নিয়ে মায়ায় জড়ায়।
দিনের পর দিন একটু একটু করে কাছে আসে,
লিখতে থাকে রিমের পর রিম— মায়াজালে আটকানোর চিন্তন।
অবশেষে,
কোনো এক সময় সে আটকেও ফেলে কাঙ্ক্ষিত প্ল্যাটিনাম অ্যারোয়ানা।
তারপর মেতে ওঠে লহরি-লীলায়,
দক্ষ নাবিক হয়ে নিজের ইচ্ছেমতো উজানে নাও বাইতে থাকে।
পৃথিবীখ্যাত সেই মৎস্যকে কেটে-কুটে ভোজনের পরিকল্পনা করে—
কাঁচা,
অর্ধসেদ্ধ,
পুরো সেদ্ধ,
ডিপ ফ্রাই,
ফিশ কাবাব,
কলা পাতায় ঝোলে-ভাপে,
মাথা-লেজের মুড়িঘণ্ট;
আহা! সরষে দিয়েও খেতে মন চায়!
খেতে খেতে অবশেষে কাটাকুটার স্যুপও ফুড়ুক-ফুড়ুক করে গিলে।
পেট ফুলে-ফেঁপে উঠলে ভ্রু কুঁচকে বলে—
"ধুর! যত্তসব অখাদ্য খেয়ে বমি আসছে!
ইয়াক! কেউ দুটো ডম্পেরিডোন বড়ি দাও তো!
উফ্! মৎস্য খেতে আমার ঘেন্না লাগে!"
Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com
The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats