Thursday, 15 January 2026
The News Diplomats
তসলিমা নাসরিন :
Publish : 10:29 AM, 09 January 2026.
Digital Solutions Ltd

বাংলাদেশে গণতন্ত্রের ইতিবাচক বিকাশ দরকার, শেখাতে হবে নৈতিকতা

বাংলাদেশে গণতন্ত্রের ইতিবাচক বিকাশ দরকার, শেখাতে হবে নৈতিকতা

Publish : 10:29 AM, 09 January 2026.
তসলিমা নাসরিন :

আমি যখন মেডিক্যাল কলেজে পড়তাম, তখন সারাদেশে আটটি মেডিক্যাল কলেজ ছিল । সবই ছিল সরকারি। তখনও বেসরকারি মেডিক্যাল কলেজ শুরু হয়নি। এখন শুনি প্রচুর বেসরকারি  মেডিক্যাল কলেজ, প্রচুর বেসরকারি হাসপাতাল। তাছাড়া পিজি হাসপাতালও আরও বড় হয়েছে, আরও আধুনিক হয়েছে। বাংলাদেশে চিকিৎসার মান কি উন্নত নয়? উন্নত দেশগুলোয় যেসব উন্নত চিকিৎসা দেওয়া হয়, তার কিছুই  গোপন  রাখা হয় না। সবই প্রতিনিয়ত প্রকাশিত হচ্ছে। চিকিৎসার জন্য নতুন ওষুধপত্র, চিকিৎসা সরঞ্জাম,  আধুনিক চিকিৎসা যন্ত্র  সবই চাইলেই পাওয়া যায়। তাহলে কী কারণে উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশের মানুষকে বিদেশ পাড়ি দিতে হয়?

দেশের গরিব রোগিরা হয়তো অবহেলার শিকার হয়, কিন্তু ধনী রোগিরা খুব খাতির যত্ন পায়। খালেদা জিয়াও নিশ্চয়ই সবচেয়ে উন্নত মানের চিকিৎসাই পেতেন। তাহলে তাঁকে কেন বিদেশে যেতে হলো? শেখ হাসিনাকে দেশে ফিরতে দেওয়া হবে না, খালেদাকেও যদি ফিরতে দেওয়া না হয়! তাহলে পুরুষেরাই কামড়াকামড়ি আর খুনোখুনি করবে গদির জন্য । ইসলামি শাসন কায়েম করার জন্য একেকজন এখন থেকেই  উঠে পড়ে লেগেছে। ইসলামে তো পুরুষেরা প্রভু, নারীরা দাসি, পুরুষেরা ভোগ করে, নারীরা ভোগে। সুতরাং ইসলামের প্রতি বদ-পুরুষের মোহ থাকাই স্বাভাবিক।   বাংলাদেশে   অবশ্য নারী পুরুষ রাজনীতিকদের মধ্যে কোনও ভেদ নেই, নারীরাও এখানে পুরুষের মতোই প্রচণ্ড পুরুষতান্ত্রিক।

বাংলাদেশে এই সময় কী দরকার? বাংলাদেশে গণতন্ত্রের ইতিবাচক বিকাশ  দরকার। নারীর সমানাধিকারে বিশ্বাস করে এমন  প্রচুর নারী এবং পুরুষ রাজনীতিক দরকার। ধর্মীয় আইনের বদলে সমানাধিকারের ভিত্তিতে অভিন্ন দেওয়ানি বিধির দরকার। শিক্ষা ব্যবস্থাকে সেক্যুলার করা দরকার, এবং স্বাস্থ্য ব্যবস্থাকে আরও আধুনিক এবং উন্নত করা দরকার। যেন কাউকে উন্নত শিক্ষার জন্য  বা উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে না হয়। গণতন্ত্রের কিছু নেতিবাচক দিক আছে, দেশ ও দশের মঙ্গলের জন্য সেগুলোকে বর্জন করাই উচিত। অধিকাংশ লোক যদি দাবি করে ওয়াজ মাহফিলের, দাবি করে জঙ্গিবাদের প্রচারের, দাবি করে জিহাদি আন্দোলনের, সেসব হতে দেওয়া যাবে না। মাদ্রাসাগুলোকে  বিজ্ঞান স্কুলে এবং বৃত্তিমূলক প্রশিক্ষণের স্কুলে পরিবর্তন করতে হবে। ধর্মশিক্ষা বন্ধ করতে হবে, কারণ ধর্ম শেখানোর  বিষয় নয়, ধর্ম সম্পূর্ণই ব্যক্তিগত বিষয়, নিজস্ব বিষয়, আপন উপলব্ধির বিষয়। শেখাতে হবে নৈতিকতা। যেটি দিন দিন হ্রাস পাচ্ছে।

LIFESTYLE বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম যুক্তরাষ্ট্রের ইমিগ্র্যান্ট ভিসা স্থগিতের তালিকায় বাংলাদেশ শিরোনাম রাফসান-সানিয়া থেকে রাফসান-জেফার, গুঞ্জন নয়-সত্যি শিরোনাম মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে পাল্টা হামলার হুমকি তেহরানের শিরোনাম ইরানি বিক্ষোভকারী যুবক এরফান সোলতানির ফাঁসির অপেক্ষা শিরোনাম আগের মতোই চলছে বিচারবহির্ভূত হত্যা, ড. ইউনূস আমলেই নিহত ৪৫ শিরোনাম নির্বাচন ঘিরে ভুয়া তথ্য ও বিভ্রান্তি মোকাবিলা করবেন ভলকার টুর্ক!