পৃথিবীর নাস্তিক-খ্রিস্টান অধ্যুষিত দেশগুলোয় বাঙালি মুসলমানরা সবচেয়ে ভাল থাকে। সবচেয়ে খারাপ থাকে মুসলমান অধ্যুষিত দেশগুলোয়, ইসলামী রাষ্ট্রগুলোয়। ইসলামী রাষ্ট্রগুলোর মধ্যে ভয়ঙ্কর খারাপ থাকে পাকিস্তানে। মোট ৩০ লক্ষ বাঙালি বাস করে পাকিস্তানে। ৩০ লক্ষের মধ্যে ২০ লক্ষই বাস করে করাচিতে।
ভারত ভাগের আগেই কিছু বাঙালি ছিল পাকিস্তানে। তবে ভারত ভাগ হওয়ার পর মূলত সংখ্যাটা বেড়েছে। তখন পশ্চিম পাকিস্তানের মুসলমানেরা পূর্ব পাকিস্তান থেকে আসা বাঙালি মুসলমানদের বেশ নিজের লোক ভাবতো, ধর্ম এক বলেই ভাবতো। কিন্তু ৭১ সালে পূর্ব পাকিস্তানের বাঙালিদের বিরুদ্ধে যুদ্ধ করে পরাজিত হওয়ার পর পশ্চিম- পাকিস্তানীরা বদলে গেল। তারা আর পশ্চিম পাকিস্তানে বাস করা বাঙালিদের সহ্য করতে পারলো না। তাদের বিশ্বাসঘাতক, মীর জাফর, জালিম আর জানোয়ার বলে গালি দিতে শুরু করলো।
৭১ এর পর অনেক বাঙালি পাকিস্তান ত্যাগ করে স্বাধীন বাংলাদেশে চলে গিয়েছিল। যারা যুদ্ধে পাকিস্তানকে সমর্থন করেছিল, তারা রয়ে গিয়েছিল পাকিস্তানে। তারাও রয়ে গিয়েছিল, যাদের হাতে পাকিস্তান থেকে বাংলাদেশে যাওয়ার খরচ ছিল না। বাংলাদেশ থেকেও, যারা পাকিস্তানের পক্ষে ছিল, তারা অনেকে পাড়ি জমিয়েছিল পাকিস্তানে। তাছাড়া পাকিস্তানী ব্যবসায়ীরা মাছের ব্যবসা চালাবার জন্য বাঙালিদের নিয়ে গিয়েছিল পাকিস্তানে। এরা সকলেই এখন বাস করে পাকিস্তানে। নোংরা দুর্গন্ধ বস্তিতে বাস করে। পাকিস্তান আজও এদের কোনও নাগরিকত্ব দেয়নি। কোনও জাতীয় পরিচয় পত্রও দেয়নি। কেউ কেউ প্রচুর টাকা দিয়ে কাজের পারমিটটুকু কেনে। কাজ যা জোটে তা নিতান্তই সামান্য টাকার শ্রমিকের কাজ।
পাকিস্তানীরা বাঙালিদের ঘৃণা করে, গালিগালাজ করে, প্রতারিত করে, নির্যাতন করে, অবজ্ঞা করে। এদের পরিচয়পত্র নেই বলে এরা কোনও স্কুলেও পড়তে পারে না, ভাল কোনও চাকরিও করতে পারে না। করাচি তাই হয়ে উঠেছে মারাত্মক জঙ্গিবাদ আর ক্রাইমের আঁতুরঘর। পাকিস্তানের নোংরা বস্তিতে এরা, এই হতদরিদ্ররা, বন্দি। মানবেতর জীবন যাপন করতে বাধ্য হচ্ছে। এরা না বাংলাদেশের নাগরিক, না পাকিস্তানের নাগরিক। এদের অধিকার নেই পাকিস্তানের বাইরে কোথাও যাওয়ার, অধিকার নেই পূর্বপুরুষের দেশ বাংলাদেশে পা দেওয়ার। কারণ এদের হাতে কোনও দেশেরই পাসপোর্ট নেই। বার্মায় রোহিঙ্গাদের অবস্থা যেমন ছিল, তেমন অবস্থা এদের। হয়তো রোহিঙ্গাদের চেয়েও খারাপ। পাকিস্তানের রাজনীতিকরা এদের নাগরিকত্ব দেওয়ার ব্যাপারে আগ্রহী নন। পাকিস্তানের সাধারণ মানুষ এরা যে বাঙালি, সে কারণেই এদের ঘৃণা করে, এদের আপদ বলে মনে করে, কারণ বাঙালির কাছেই এরা ৭১ সালে হেরেছিল। অথচ ৭১ সালে পাকিস্তানী- বাঙালিরা পাকিস্তানকে সমর্থন করেছিল, বাংলাদেশকে নয়।
Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com
The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats