Thursday, 15 January 2026
The News Diplomats
তসলিমা নাসরিন :
Publish : 10:00 AM, 30 December 2025.
Digital Solutions Ltd

বাংলাদেশ থেকে মুক্তচিন্তকরা কেন চলে যাচ্ছেন? কেন সংখ্যালঘুরা ভয়ে পালাচ্ছে?

বাংলাদেশ থেকে মুক্তচিন্তকরা কেন চলে যাচ্ছেন? কেন সংখ্যালঘুরা ভয়ে পালাচ্ছে?

Publish : 10:00 AM, 30 December 2025.
তসলিমা নাসরিন :

বাংলাদেশে ধর্ম এবং অধর্ম পাশাপাশি চলে। ধর্ম বলতে আমি কিন্তু ভাল কিছু, আর অধর্ম বলতে খারাপ কিছু বোঝাতে চাইনি। বাংলাদেশের সমাজ  প্রচণ্ড পুরুষতান্ত্রিক, প্রচণ্ড নারীবিদ্বেষী। এই সমাজে দুজন নারী শেখ হাসিনা এবং খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছিলেন। ইসলামে নারী নেতৃত্ব হারাম জানার পরও এই অধর্মটুকু বাংলার মানুষ জেনেশুনেই করেছিলেন। হাসিনা খালেদা ক্ষমতার শীর্ষে উঠেছিলেন,  অবশ্য তাঁদের নিজের যোগ্যতায় নয়। শেখ হাসিনা দলের প্রধান হয়েছিলেন কারণ তাঁর পিতা  প্রধানমন্ত্রী শেখ  মুজিবর রহমান রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। এবং খালেদা জিয়ার স্বামী  রাষ্ট্রপতি  জিয়াউর রহমানও রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। তাঁরা যদি নিহত না হতেন, তাহলে পরিবারের প্রতি সমবেদনা মানুষের এতটা জাগতো না,   পরিবারের কাউকে ধরে এনে রাজনৈতিক দলের প্রধান তারা করতো না। যে কজন নারী রাজনীতিতে এসেছেন, এবং ভোটে জিতে সংসদে বসেছেন, একজন দুজন ছাড়া সবাই  জনপ্রিয় পুরুষ-রাজনীতিকদের পরিবারের লোক ।

শেখ হাসিনা, খালেদা জিয়া, রওশন এরশাদ। তাঁরা পুরুষ-রাজনীতিবিদদের কারও মাতা, কারও কন্যা, কারও বধূ, কারও বোন। নারীরা ডাইনেস্টি পলিটিক্সের সুবিধে পেয়েছেন। বাংলাদেশে নারী পুরুষের অধিকার সমান, সে কারণে নারীরা পুরুষের মতোই রাজনীতির মাঠে নামেন-- তা নয়।

বাংলাদেশের প্রধান দুই নেত্রীর এখন একজন মৃত, আরেক জন নির্বাসিত। কিন্তু ডাইনেস্টি পলিটিক্সের সমাপ্তি এখনও ঘটেনি। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পুত্র  তারেক জিয়া  প্রধানমন্ত্রী হওয়ার জন্য তৈরি হচ্ছেন।  তারেক জিয়ার পর অনেকে বলছেন রাজনীতিতে আসবেন তারেক জিয়ার কন্যা। কেউ কেউ শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদকে রাজনীতিতে নামানোর চিন্তা করছেন। বাংলাদেশের লোকেরা পরিবারের লোকদেরই  ক্ষমতার শীর্ষে দেখতে অভ্যস্ত। খালেদা জিয়া ছিলেন অষ্টম শ্রেণী। আমি বলছি না, ক-অক্ষর-গোমাংস হলে তার রাজনীতি করার অধিকার নেই। অধিকার আছে, তবে দেশের ক্ষমতায় শুধু শোভা বর্ধন করার জন্য বসে তো কোনও লাভ হয় না।  সুস্থ রাজনীতি করা, রাষ্ট্রকে সভ্য করা, সমাজকে শিক্ষিত করার উদ্দেশ্য তো থাকতে হবে রাজনীতিকদের। পরিবারের লোকেরা এতকাল ধরে ক্ষমতায় থেকে কী ঘোড়ার ডিম করেছেন? ভারতবিরোধিতা করা, সংবিধানকে খৎনা করা, রাষ্ট্রধর্ম আনা, ধর্ম ব্যবসায়ীদের নানা সুযোগ দেওয়া, সমাজকে পেছনে টানা, মসজিদ মাদ্রাসা গড়ে মানুষকে ধর্মান্ধ বানানো, জিহাদি জঙ্গির উৎপাদন বাড়ানো ছাড়া ভাল কিছু করেছেন? ভালই যদি করতেন, দেশের তবে এই হাল কেন? দেশ থেকে প্রগতিশীল, মুক্তচিন্তকরা চলে যাচ্ছেন কেন সভ্য দেশে?  কেন সংখ্যালঘুরা ভয়ে পালাচ্ছে? 

শেষ হোক পারিবারিক রাজনীতি। রাজনীতিতে অনভিজ্ঞ লোকদের ক্ষমতায় বসানো বন্ধ হোক। জনগণকে পাঁচ দশক ধরে রাজনৈতিক ভাবে অসচেতন করে রাখা হয়েছে।   ক্ষমতায় থাকা রাজনীতিকদের পরিবারের প্রতি মুগ্ধতা তৈরি হয় এসব অসচেতনদের, এসব বুদ্ধিহীনদের। ধনী এবং ক্ষমতাবান মানুষের প্রতি মুগ্ধ হীনমন্য লোকেরাই। মুক্তচিন্তায়, বাক স্বাধীনতায়, সেক্যুলারিজমে, নারীর সমান অধিকারে, মানবাধিকারে, ধর্মমুক্ত রাজনীতিতে বিশ্বাস করা   বুদ্ধিদীপ্ত  রাজনীতিকদের আগমন ঘটুক বাংলাদেশের রাজনীতির জগতে। তারা যেন পরিবারের সূত্র ধরে নয়, সমবেদনার কারণে নয়, বুদ্ধিমত্তার কারণে দেশ শাসনের ভার নিতে পারেন। শাসক যেন ক্ষমতা উপভোগ করার জন্য নয়, সেবক হিসেবে দেশের সেবা করার জন্য, দেশের ভাল করার জন্য কাজ করেন।   নারী হোক, পুরুষ হোক, এমন রাজনীতিকের আগমন কি এই আদৌ  ঘটবে?

(তসলিমা নাসরিনের ভেরিফায়েড ফেসবুক থেকে নেয়া, এর দায় লেখকের)

OPINION বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম যুক্তরাষ্ট্রের ইমিগ্র্যান্ট ভিসা স্থগিতের তালিকায় বাংলাদেশ শিরোনাম রাফসান-সানিয়া থেকে রাফসান-জেফার, গুঞ্জন নয়-সত্যি শিরোনাম মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে পাল্টা হামলার হুমকি তেহরানের শিরোনাম ইরানি বিক্ষোভকারী যুবক এরফান সোলতানির ফাঁসির অপেক্ষা শিরোনাম আগের মতোই চলছে বিচারবহির্ভূত হত্যা, ড. ইউনূস আমলেই নিহত ৪৫ শিরোনাম নির্বাচন ঘিরে ভুয়া তথ্য ও বিভ্রান্তি মোকাবিলা করবেন ভলকার টুর্ক!