বাংলাদেশে বীরের বেশে ১৭ বছর পর দেশে ফিরলেন তারেক জিয়া। ১৭ বছরে বিদেশে বসে দেশের জন্য কী কী ভাল কাজ করেছেন তা আমার জানা নেই। দেশে থাকাকালীন হাওয়া ভবনে বসে তিনি প্রচুর মন্দ কাজ করেছিলেন শুনেছি।
সভ্য দেশে থেকে তিনি কিছুটা কি সভ্য হয়েছেন? দেশে ফিরে তাঁর প্রথম ভাষণে রাব্বুল আলামীনের ওপর তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, রাব্বুল আলামীনই নাকি তাঁকে দেশে ফিরিয়েছেন। তিনি নাকি নবী করিমের ন্যায়পরায়ণতার আলোকে দেশ পরিচালনা করবেন। নবী করিমের কী ন্যায়পরায়ণতা ছিল শুনি? কাবা ঘরের বহুঈশ্বরবাদী পেগানদের ৩৬০ দেবদেবীর মূর্তি ভাঙ্গা? ইসলামে কারও অবিশ্বাস থাকলে তার মুণ্ডু কেটে ফেলা? শিশু বিবাহ? দাসি ধর্ষণ? বিধর্মী হত্যা? নবী করিমের ন্যায়পরায়ণতার আলোকে দেশ পরিচালনা করার ইচ্ছে তো হাসিনার মদীনা সনদে দেশ পরিচালনা করার মতো বীভৎস ইচ্ছে! এরকম আরও কিছু হাবিজাবি বাক্য বলার পর তিনি যে ভাল কথাটি বললেন, যেটি নবী করিমের আদর্শের পরিপন্থী,সেটি হলো-- সব ধর্মের মানুষ, সব শ্রেণীর মানুষ, সব বয়সের, এবং সব জেন্ডারের মানুষ যেন নিরাপদে থাকে, এমন একটি বাংলাদেশ তিনি গড়বেন।
সব ধর্মের মানুষের নিরাপত্তা যদি তিনি চান তবে তিনি শুধু ওসমান হাদির হত্যাকাণ্ডের কথা উল্লেখ করলেন, দীপু দাসের নৃশংস হত্যাকাণ্ডের কথা উল্লেখ করলেন না কেন? জিহাদিদের খুশি করার জন্য কি? ২৪ এর জুলাইয়ে যে জিহাদি বিপ্লব ঘটেছে, ওতে তিনিও অংশ নিয়েছিলেন বৈকি।
এতকাল দেখেছি বিএনপি এবং জামায়াতের হৃদ্যতা। এই দুই দল মিলে দেশকে চমৎকার ধ্বংস করার ক্ষমতা রাখে। তবে এরা যদি রাইভাল হয়, একে অপরের বিরোধী হয়, তাহলে হয়তো সামান্য ভাল কিছু আশা করা যায়। তবে যদি প্রতিযোগিতা চলে কে কত বড় মুসলমান, কে কত বেশি ধর্মান্ধ, কে কত বড় জিহাদি, কে কত বেশি ভারতবিদ্বেষী, তাহলে মুশকিল।
(তসলিমা নাসরিনের ভেরিফায়েড ফেসবুক থেকে নেয়া, এই কলামের দায় লেখকের)
Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com
The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats