Sunday, 06 July 2025
The News Diplomats
ডেস্ক রিপোর্ট :
Publish : 12:42 AM, 24 June 2025.
Digital Solutions Ltd

আনুষ্ঠানিক সম্মতি দেয়নি ইরান-ইসরাইল

ট্রাম্পের ‘সর্বাত্মক যুদ্ধবিরতি’ ঘোষণার পরও চলছে পাল্টাপাল্টি হামলা

ট্রাম্পের ‘সর্বাত্মক যুদ্ধবিরতি’ ঘোষণার পরও চলছে পাল্টাপাল্টি হামলা

Publish : 12:42 AM, 24 June 2025.
ডেস্ক রিপোর্ট :

আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতিতে সম্মতির কথা বলেনি কোনো পক্ষ # যুদ্ধবিরতিতে কাতারের প্রধানমন্ত্রী মধ্যস্থতা করেছেন-দাবি যুক্তরাষ্ট্রের # ইসরায়েল-ইরান একসঙ্গে এসে বলল, শান্তি চায়, বুঝলাম—এখনই সময়: ট্রাম্প # যুদ্ধবিরতি নিয়ে কোনো সমঝোতা হয়নি: ইরানি পররাষ্ট্রমন্ত্রী # ট্রাম্পের ঘোষণার পরও অনিশ্চিত যুদ্ধবিরতি, ইরাকের ৪ ঘাঁটিতে হামলা


মার্কিন সামরিক ঘাঁটি আল-উদেইদে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরান ও ইসরায়েল “সম্পূর্ণ ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে” সম্মত হয়েছে।
সোমবার গভীর রাতে সামাজিক মাধ্যমে দেওয়া এক ঘোষণায় ট্রাম্প জানান, যুদ্ধবিরতি প্রায় ছয় ঘণ্টার মধ্যে শুরু হবে এবং উভয় পক্ষই ধাপে ধাপে তাদের সামরিক অভিযান গুটিয়ে আনবে। তাঁর ভাষায়, ‘২৪তম ঘণ্টার শেষে এই যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ হবে।’ তবে এখন পর্যন্ত ইসরায়েল কিংবা ইরান—কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতিতে সম্মতির কথা ঘোষণা করেনি।
এর আগে, ইরান থেকে ছোড়া একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটি আল-উদেইদের দিকে নিক্ষেপ করা হয়। বিস্ফোরণের শব্দ শোনা যায়, দোহার আকাশে দেখা যায় ফ্লেয়ার ও আগুনের রেখা। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হামলার বেশিরভাগ প্রতিহত করতে সক্ষম হয়েছে।
ঘাঁটিটি যুক্তরাষ্ট্রের সেন্টকম-এর আওতায় পরিচালিত হয় এবং এটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি। সেখানে ব্রিটিশ সেনারাও পালাক্রমে দায়িত্ব পালন করে। ট্রাম্প গত ১৭ মে এই ঘাঁটি পরিদর্শন করেন—২০০৩ সালের পর এই ঘাঁটিতে কোনো মার্কিন প্রেসিডেন্টের সেটিই ছিল প্রথম সফর।
এই যুদ্ধবিরতির প্রক্রিয়ায় কাতারের প্রধানমন্ত্রী সরাসরি মধ্যস্থতা করেন বলে জানা গেছে। ট্রাম্পের সঙ্গে ফোনালাপে ইরানকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সম্মতি দিতে রাজি করানো হয়। কাতার সম্প্রতি আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে এবং দূতাবাসগুলোর মাধ্যমে নিরাপত্তা সতর্কতা জারি করে। যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, চীন, তুরস্ক ও রাশিয়া। তেলবাজারে স্থিতি ফিরতে শুরু করেছে এবং মার্কিন স্টক মার্কেটেও ইতিবাচক সাড়া দেখা গেছে।
তবে বিশ্লেষকরা বলছেন, আনুষ্ঠানিক নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত পরিস্থিতি পুরোপুরি শান্ত হচ্ছে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইসরায়েলের প্রধানমন্ত্রী অফিস থেকে এখনো কোনো মন্তব্য আসেনি।
ইসরায়েল-ইরান একসঙ্গে এসে বলল, শান্তি চায়, বুঝলাম—এখনই সময়: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাঁর দাবি অনুযায়ী তিনি যে যুদ্ধবিরতির ব্যবস্থা করেছেন, তাতে বিশ্ব এবং মধ্যপ্রাচ্য অনেক উপকৃত হবে। তবে তাঁর দাবির পরও এখনো কোনো যুদ্ধবিরতি কার্যকর হয়নি। ইরান-ইসরায়েল দুই দেশে একে অপরের ওপর হামলা চালিয়ে যাচ্ছে।


নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘ইসরায়েল ও ইরান প্রায় একই সময় আমার কাছে এসে বলল, ‘শান্তি!’ আমি বুঝতে পারলাম, সময়টা এখনই। পুরো বিশ্ব এবং মধ্যপ্রাচ্যই হচ্ছে এই শান্তির আসল বিজয়ী! দুই দেশই ভবিষ্যতে প্রচুর ভালোবাসা, শান্তি ও সমৃদ্ধি দেখবে।’
তিনি আরও লিখেন, ‘তারা একে অপরের সঙ্গে সহযোগিতার মাধ্যমে অনেক কিছু অর্জন করতে পারে। কিন্তু যদি তারা ন্যায়ের এবং সত্যের পথ থেকে সরে যায়, তাহলে হারানোর মতোও অনেক কিছু রয়েছে। ইসরায়েল এবং ইরানের ভবিষ্যৎ সীমাহীন সম্ভাবনায় ভরা এবং সেখানে রয়েছে মহান আশার আলো। ঈশ্বর তোমাদের দুদেশকেই আশীর্বাদ করুন!’
এক ঘণ্টায় তিন দফা ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান, নিহত ৩ ইসরায়েলি
দ্বিতীয় দফায় ইসরায়েলকে লক্ষ্য করে চারটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। তার মধ্যে একটি সরাসরি আঘাত হেনেছে দক্ষিণাঞ্চলীয় শহর বীরসেবার একটি আবাসিক ভবনে। এ ঘটনায় ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৫ জন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল এ তথ্য জানিয়েছে।
আহতদের সবাইকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। আইডিএফ বলছে, প্রথম দফায় দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ওই দুটিকে মাঝপথেই প্রতিহত করা হয়েছে বলে দাবি করছে তারা। পরের দফায় চারটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানি সেনারা। যার মধ্যে একটি সরাসরি আঘাত হানে ওই ভবনে। এদিকে, ইরান আরও ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে ইসরায়েলি রাডারে ধরা পড়েছে। এক ঘণ্টার ব্যবধানে এ নিয়ে তিন দফা হামলা চালাল ইরান।
যুদ্ধবিরতি নিয়ে কোনো সমঝোতা হয়নি: ইরানি পররাষ্ট্রমন্ত্রী
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, এখন পর্যন্ত কোনো যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের বিষয়ে কোনো সমঝোতা হয়নি। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘তবে, যদি ইসরায়েলি রেজিম আমাদের জনগণের বিরুদ্ধে তাদের অবৈধ আগ্রাসন স্থানীয় সময় ভোর ৪টার মধ্যে বন্ধ করে, তাহলে আমাদের আর পাল্টা প্রতিক্রিয়া চালানোর কোনো ইচ্ছা নেই।’
আরাঘচি আরও জানান, ‘আমাদের সামরিক অভিযান বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত পরে নেওয়া হবে।’ আরাঘচি পরে এক্সের আরেকটি বিবৃতি দেন। তিনি জানান, ইসরায়েলকে শাস্তি দেওয়ার জন্য ইরানের সামরিক অভিযান শেষ মুহূর্ত, অর্থাৎ ভোর ৪টা পর্যন্ত চলেছে।
তিনি বলেন, ‘সব ইরানির সঙ্গে আমিও আমাদের সাহসী সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানাই, যারা দেশের প্রতিরক্ষা নিশ্চিত করতে শেষ রক্তবিন্দু পর্যন্ত প্রস্তুত ছিল এবং শত্রুর যেকোনো হামলার জবাব দিয়েছে শেষ মুহূর্ত পর্যন্ত।’
শেষ মুহূর্ত পর্যন্ত হামলা চালিয়েছে ইরানি সেনারা: আরাঘচি
ইরানি সেনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আজ মঙ্গলবার সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘শেষ মুহূর্ত- ভোর ৪টা পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান চালানো হয়েছে।’


তিনি আরো বলেন, ‘সব ইরানিদের সঙ্গে আমিও আমাদের সাহসী যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই যোদ্ধারা দেশের প্রতিরক্ষায় শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াইয়ে প্রস্তুত থাকে। এবং শত্রুর প্রতিটি হামলার উপযুক্ত জবাব দিয়ে এসেছে তারা।’
এর কিছুক্ষন আগেই আরেকটি পোস্টে তিনি জানিয়েছিলেন, ইরান ও ইসরায়েলের মধ্যে কোনো যুদ্ধবিরতি হয়নি। তবে, ইসরায়েল যদি আগ্রাসন বন্ধ করে তবে ইরানও হামলা বন্ধ করবে- এই শর্তে ভোর ৪ টা পর্যন্ত হামলা চালানো হয়েছে।
পর্যবেক্ষকরা মনে করছেন, এই বিবৃতির মাধ্যমে ইরান মূলত একদিকে তাদের সামরিক বাহিনীর মনোবল ও প্রস্তুতির বার্তা দিতে চাচ্ছে, অন্যদিকে কূটনৈতিকভাবে যুদ্ধবিরতির দ্বার উন্মুক্ত রাখছে।
ইরান-ইসরায়েল ‘যুদ্ধবিরতিতে’ সহায়তা করেছে কাতার
ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি আনতে মধ্যস্থতা করেছে কাতার। নাম প্রকাশে অনিচ্ছুক কূটনৈতিক সূত্র ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্টকে এই তথ্য জানান। স্থানীয় সময় গতকাল সোমবার রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধবিরতির ঘোষণা দেন। তবে ইরান এই যুদ্ধবিরতির বিষয়টি অস্বীকার করেছে।


ট্রাম্প তাঁর নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে শেয়ার করা এক পোস্টে জানান, জেরুজালেম ও তেহরানের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে এবং তা ২৪ ঘণ্টার মধ্যে কার্যকর হবে। ট্রাম্প বলেন, ইরান সঙ্গে সঙ্গে হামলা বন্ধ করবে এবং চুক্তির ১২ ঘণ্টা পর ইসরায়েলও যুদ্ধবিরতিতে যোগ দেবে। ২৪ ঘণ্টা শেষে উভয় পক্ষ ১২ দিন ধরে চলা যুদ্ধের অবসান মেনে নেবে।
জেরুজালেম পোস্টের কাছে সংশ্লিষ্ট এক সূত্র জানায়, এই চুক্তি হওয়ার আগে ট্রাম্প কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে কথা বলেন। এরপর যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির সঙ্গে কথা বলেন।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, গতকাল সোমবার কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পর কাতারের প্রধানমন্ত্রী ইরানি কর্মকর্তাদের সঙ্গে ফোনে কথা বলেন এবং তেহরানকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতিতে সম্মত করান। এক কর্মকর্তার বরাতে এমনটাই জানিয়েছে বার্তা সংস্থাটি।
ওই ফোনালাপের আগে ট্রাম্প কাতারের আমিরকে জানান, ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং ইরানকে রাজি করাতে দোহাকে সহায়তা করতে বলেন তিনি। পরে আরেক পোস্টে ট্রাম্প কাতারের আমিরকে ধন্যবাদ জানান এবং লিখেন, ‘বিশ্ববাসীকে অভিনন্দন, এবার শান্তির সময়!’
এ ঘোষণার কয়েক ঘণ্টা আগে ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালায়। এর মধ্যে কাতার ও ইরাকের ঘাঁটিও ছিল। পরে ট্রাম্প এই হামলাকে ‘খুব দুর্বল’ বলে উল্লেখ করেন। তবে সিএনএনের খবরে দাবি করা হয়েছে, তেহরান কখনো যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধবিরতির প্রস্তাবই পায়নি। ইরানি এক কর্মকর্তা বলেন, তারা যুদ্ধ চালিয়ে যাবে এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নেতাদের বক্তব্যকে ’প্রতারণা’ হিসেবে দেখবে, যার মাধ্যমে তারা ইরানের ওপর হামলা চালানোর যুক্তি দাঁড় করাতে চায়।
এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ইসরায়েল ট্রাম্পের ঘোষণার বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, এখন পর্যন্ত কোনো যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের বিষয়ে কোনো সমঝোতা হয়নি। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘তবে, যদি ইসরায়েলি রেজিম আমাদের জনগণের বিরুদ্ধে তাদের অবৈধ আগ্রাসন স্থানীয় সময় ভোর ৪টার মধ্যে বন্ধ করে, তাহলে আমাদের আর পাল্টা প্রতিক্রিয়া চালানোর কোনো ইচ্ছা নেই।’
আরাঘচি আরও জানান, ‘আমাদের সামরিক অভিযান বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত পরে নেওয়া হবে।’ আরাঘচি পরে এক্সের আরেকটি বিবৃতি দেন। তিনি জানান, ইসরায়েলকে শাস্তি দেওয়ার জন্য ইরানের সামরিক অভিযান শেষ মুহূর্ত, অর্থাৎ ভোর ৪টা পর্যন্ত চলেছে।
তিনি বলেন, ‘সব ইরানির সঙ্গে আমিও আমাদের সাহসী সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানাই, যারা দেশের প্রতিরক্ষা নিশ্চিত করতে শেষ রক্তবিন্দু পর্যন্ত প্রস্তুত ছিল এবং শত্রুর যেকোনো হামলার জবাব দিয়েছে শেষ মুহূর্ত পর্যন্ত।’
গত রাতে তেহরানে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী
ইরানের রাজধানী তেহরানে রাতভর অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শহরটির বিভিন্ন জায়গায় বিকট বিস্ফোরণের রিপোর্ট পাওয়া গেছে। মঙ্গলবার বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
রাজধানীর বাসিন্দারা বিবিসিকে জানিয়েছেন, তারা তেহরানের পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, শহরের বিভিন্ন অংশে বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন। তেহরানের একজন বাসিন্দা শহরের ওপর ইসরায়েলি হামলার বর্ণনা দিতে গিয়ে বলেছেন, আরেকটি ঘুমহীন রাত। বিবিসি বলছে, ইসরায়েল এর আগে তেহরানের বিভিন্ন অংশ থেকে 'অবিলম্বে' সরে যেতে সেখানকার বাসিন্দাদের জন্য তিনটি সতর্কতা জারি করেছিল। দেশটি এখনো ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। যার ফলে বাসিন্দাদের এই সতর্কতাগুলো দেখা কঠিন হয়ে পড়েছে।
শহরটির আরেক বাসিন্দা বলেছেন, আমাদের ওপর কী বিপর্যয় নেমে আসছে তা দেখার জন্য কেন এত দেরি করে জেগে থাকতে হবে? আমি মর্মাহত বোধ করছি। এখনো ক্রমাগত যে শব্দ শুনতে পাচ্ছি, আমি ভয় পাচ্ছি।
ইরানের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, তেহরানের কিছু এলাকায় ১৩ জুনের পর আজ রাতে সবচেয়ে তীব্র বিমান প্রতিরক্ষা সংঘর্ষ দেখা গেছে। কিন্তু ভোর ৪টার দিকে বিস্ফোরণগুলো বন্ধ হয়ে যায় মনে হচ্ছিল বলে কিছু বাসিন্দা বিবিসিকে জানিয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইসরায়েলকে আক্রমণ বন্ধ করার জন্য ভোর ৪টা পর্যন্ত সময়সীমা দেন। এবং ইসরায়েলকে তার আগ্রাসনের জন্য শাস্তি দেওয়ার জন্য... একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত, ভোর ৪টা পর্যন্ত সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে ট্রাম্পের ঘোষণার পরেও দেশ দুইটির মধ্যে পাল্টাপাল্টি হামলার খবর পাওয়া যাচ্ছে।
ট্রাম্পের ঘোষণার পরও অনিশ্চিত যুদ্ধবিরতি, ইরাকের ৪ ঘাঁটিতে হামলা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হতে যাচ্ছে বলে ঘোষণা করেছিলেন। কিন্তু ইরান এখনো বিষয়টি নিশ্চিত করেনি। ইসরায়েলের তরফ থেকেও এ বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি। তবে, ট্রাম্পের ঘোষণার পরও ইরাকে অবস্থিত চারটি সেনাঘাঁটিতে হামলা হয়েছে। কারা হামলা করেছে, এ বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, এখন পর্যন্ত কোনো যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের বিষয়ে কোনো সমঝোতা হয়নি। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘তবে, যদি ইসরায়েলি রেজিম আমাদের জনগণের বিরুদ্ধে তাদের অবৈধ আগ্রাসন স্থানীয় সময় ভোর ৪টার মধ্যে বন্ধ করে, তাহলে আমাদের আর পাল্টা প্রতিক্রিয়া চালানোর কোনো ইচ্ছা নেই।’
আরাঘচি আরও জানান, ‘আমাদের সামরিক অভিযান বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত পরে নেওয়া হবে।’ আরাঘচি পরে এক্সের আরেকটি বিবৃতি দেন। তিনি জানান, ইসরায়েলকে শাস্তি দেওয়ার জন্য ইরানের সামরিক অভিযান শেষ মুহূর্ত, অর্থাৎ ভোর ৪টা পর্যন্ত চলেছে।
তিনি বলেন, ‘সব ইরানির সঙ্গে আমিও আমাদের সাহসী সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানাই, যারা দেশের প্রতিরক্ষা নিশ্চিত করতে শেষ রক্তবিন্দু পর্যন্ত প্রস্তুত ছিল এবং শত্রুর যেকোনো হামলার জবাব দিয়েছে শেষ মুহূর্ত পর্যন্ত।’
এদিকে, ইরাকের রাজধানী বাগদাদের উত্তরে তাজি সামরিক ঘাঁটিতে একটি অজ্ঞাত ড্রোন হামলা হয়েছে বলে জানা গেছে ইরাকের সরকারি সংবাদ সংস্থা আইএনএ। এক সামরিক কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, এতে কোনো হতাহত হয়নি। এর আগে, ড্রপ সাইট নামের অনুসন্ধানমূলক সংবাদমাধ্যম এক্সে ওই ড্রোন হামলার দৃশ্যের ভিডিও প্রকাশ করে। এতে তাজি ঘাঁটিতে বিস্ফোরণের দৃশ্য দেখা গেছে।
অন্যদিকে, ইরানের তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে থাকা ভিক্টরি বেস কমপ্লেক্সে ড্রোন হামলা চালানো হয়েছে। এটি যুক্তরাষ্ট্রের সাবেক সামরিক ঘাঁটি ছিল। ইরাকের বালাদ সামরিক ঘাঁটিতেও হামলা হয়েছে বলে জানিয়েছে কুর্দিস্তান ২৪ চ্যানেল। চ্যানেলটির বাগদাদ প্রতিনিধি জানিয়েছেন, ইরাকের রাজধানী থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরে সালাহউদ্দিন প্রদেশের এই ঘাঁটিতে হামলা হয়েছে। তবে এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
তাসনিমের এক প্রতিবেদনে বলা হয়েছে, বালাদ ঘাঁটির ভেতর দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এই ঘাঁটি আগে ইরাকে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম সামরিক ঘাঁটি ছিল। এ ছাড়া, বাগদাদভিত্তিক আল-সুমারিয়া টেলিভিশন জানিয়েছে, ইরাকের ইমাম আলি ঘাঁটির রাডার সিস্টেমে হামলা হয়েছে। তবে কারা এ হামলা চালিয়েছে, তা উল্

MIDDLE EAST বিভাগের অন্যান্য খবর

শিরোনাম রাতের ভোট বনাম চাপাইনবাবগঞ্জ দৃষ্টান্ত শিরোনাম নির্বাচনব্যবস্থার পুরো নিয়ন্ত্রণে ছিলো এনএসআই-ডিজিএফআই শিরোনাম ঝুলে গেছে জাতীয় ঐক্যমত কমিশনের সংস্কার প্রক্রিয়া! শিরোনাম রাষ্ট্রতো আর মিষ্টির দোকান নয় শিরোনাম ৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ পালন থেকে সরে এলো সরকার শিরোনাম লালমনিরহাটে পরেশ চন্দ্র শীল ও ছেলে বিষ্ণুর অপরাধ কী?