Sunday, 06 July 2025
The News Diplomats
ডেস্ক রিপোর্ট :
Publish : 12:27 AM, 17 June 2025.
Digital Solutions Ltd

মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে মার্কিন রণতরী

তেহরান খালি করার হুঁশিয়ারি ট্রাম্পের, যুদ্ধে জড়িয়ে পড়ছে যুক্তরাষ্ট্র!

তেহরান খালি করার হুঁশিয়ারি ট্রাম্পের, যুদ্ধে জড়িয়ে পড়ছে যুক্তরাষ্ট্র!

Publish : 12:27 AM, 17 June 2025.
ডেস্ক রিপোর্ট :

ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি হামলা আরো জোরদার # জি-৭ থেকে একদিন আগেই ফিরছেন ডোনাল্ড ট্রাম্প # সবচেয়ে তীব্র ও বড় হামলার প্রস্তুতি শুরু করেছে ইরান # তেল আবিবের বাসিন্দাদের সরে যাওয়ার হুঁশিয়ারি ইরানের # সংঘাত বন্ধে পদক্ষেপ নিতে ট্রাম্পের প্রতি আহ্বান ইরানের # মিসাইল হামলায় ইসরায়েলি তেল পরিশোধনাগার বিধ্বস্ত # ইরানের দুটি এফ-১৪ যুদ্ধবিমান ধ্বংস করল ইসরায়েল # খামেনিকে হত্যা করলে সংঘাত শেষ হবে: নেতানিয়াহু # ইসরায়েলকে পাল্টা জবাব সমানভাবে দেবো: পেজেশকিয়ান # ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে ইসরায়েলি হামলা # ইরানের হাসপাতালে ইসরায়েলি হামলা # ট্রাম্পের হুঁশিয়ারীতে আন্তর্জাতিক মহলে উদ্বেগ।


ইরান-ইসরায়েল যুদ্ধে অনেকটা প্রকাশ্যে সামনে চলে আসছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ট্রাম্প অবিলম্বে তেহরান খালি করার হুঁশিয়ারী দিয়েছেন। বিশ্লেষকরা মনে করছেন, এই যুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জড়িয়ে পড়ছেন। শুক্রবার থেকে ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলা ভয়াবহ রূপ নিয়েছে। ইসরায়েল ইরানে একের পর এক বিমান হামলা চালাচ্ছে। জবাবে ইরানও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। পরিস্থিতি জটিল আকার ধারণ করায় জি-৭ সম্মেলন থেকে একদিন আগেই যুক্তরাষ্ট্র ফিরে গেছেন ট্রাম্প।
আজ সোমবার বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েল ও ইরানের যুদ্ধে মার্কিন উপস্থিতি বাড়াতে মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে মার্কিন রণতরী। ভিয়েতনাম বন্দরে নোঙর করার পরিকল্পনা বাতিল করে দক্ষিণ-পূর্ব এশিয়া ত্যাগ করছে উড়োজাহাজবাহী রণতরী ইউএসএস নিমিৎজ। জাহাজ-ট্র্যাকিং সাইট মেরিন ট্রাফিকের তথ্য অনুসারে, গ্রিনিচ মান সময় পৌনে ২টায় রণতরীটি মালাক্কা প্রণালী দিয়ে ভারত মহাসাগরের দিকে যাচ্ছিল।


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানিদের অবিলম্বে তেহরান খালি করার হুঁশিয়ারি দিয়েছেন। সোমবার তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ হুঁশিয়ারি দেন। সিএনএন জানায়, নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, সবাইকে এখনই তেহরান ত্যাগ করতে হবে। তবে এই হুঁশিয়ারির পেছনে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করেননি তিনি। ট্রাম্পের এই হঠাৎ হুঁশিয়ারি আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
ওই পোস্টে ট্রাম্প বলেন, ‘ইরান আমার প্রস্তাবিত চুক্তি মেনে নিলে আজকের প্রাণহানি এড়ানো যেত। এটা দুঃখজনক ও অনর্থক প্রাণহানি। পরিষ্কার করে বলছি—ইরান পারমাণবিক অস্ত্র গ্রহণ করতে পারে না। আমি বারবার এটা বলেছি!’

কানাডায় জি-৭ সম্মেলনে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এদিকে ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত বন্ধে পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়ে তেহরান বলেছে, ইসরায়েলের ওপর যুদ্ধবিরতির জন্য চাপ প্রয়োগ করাই সংঘাত বন্ধের একমাত্র উপায়। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তাঁর দেশ এখন ‘বিজয়ের পথে’রয়েছে।
ইসরায়েলি বাহিনী ইরানের শহরগুলোতে বিমান থেকে বোমা হামলা আরও জোরদার করেছে। পাল্টা জবাবে ইরানও শক্তি প্রদর্শন করেছে। সংঘাতে এখন পর্যন্ত ইরানের সবচেয়ে বেশি সফলতা হলো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ভেদ করা।
সোমবার এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি লিখেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প যদি সত্যিই কূটনৈতিকভাবে সমাধানে আগ্রহী হন এবং এই যুদ্ধ থামাতে চান, তাহলে তাঁর পরবর্তী পদক্ষেপগুলো সে অনুযায়ী হবে।’আব্বাস আরাগচি আরও বলেন, ‘ইসরায়েলের অবশ্যই আগ্রাসন বন্ধ করতে হবে এবং আমাদের বিরুদ্ধে সামরিক হামলা পুরোপুরি বন্ধ না হলে পাল্টা জবাব অব্যাহত থাকবে। ওয়াশিংটন থেকে একটি ফোনকলই নেতানিয়াহুর মতো কাউকে থামাতে পারে। আর সেটা কূটনৈতিক সমাধানের পথ খুলে দিতে পারে।’
একাধিক সূত্র রয়টার্সকে জানিয়েছে, তেহরানের পক্ষ থেকে কাতার, সৌদি আরব ও ওমানকে অনুরোধ করা হয়েছে—তারা যেন প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর চাপ সৃষ্টি করে, যাতে তিনি ইসরায়েলের ওপর তাঁর প্রভাব খাটিয়ে অবিলম্বে যুদ্ধবিরতিতে রাজি করাতে উদ্যোগী হন। বিনিময়ে ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে সমঝোতা আলোচনায় নমনীয়তা দেখাবে। দুজন ইরানি এবং ওই অঞ্চলের তিনটি কূটনৈতিক সূত্র রয়টার্সকে এ কথাগুলো বলেছে।


জি-৭ সম্মেলন থেকে আগেভাগেই ফিরছেন ট্রাম্প
মধ্যপ্রাচ্যে ইসরায়েল-ইরান সংঘাতের কারণে কানাডায় জি-৭ শীর্ষ সম্মেলন থেকে একদিন আগেই ফিরছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এ তথ্য জানিয়েছে। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প জি-৭ সম্মেলনে একটি চমৎকার দিন কাটিয়েছেন। যুক্তরাজ্য এবং দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তিতেও সই করেছেন। অনেক অগ্রগতি হয়েছে। তবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে প্রেসিডেন্ট ট্রাম্প আজ রাতেই রাষ্ট্রপ্রধানদের সঙ্গে নৈশভোজ শেষে তার দেশে ফিরে যান।
ইসরায়েলে সবচেয়ে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান
ইসরায়েলে সবচেয়ে তীব্র ও বড় হামলার প্রস্তুতি শুরু করেছে ইরান। তারা বলেছে, এখন পর্যন্ত ইসরায়েলে যেসব হামলা চালানো হয়েছে, সেগুলোর তুলনায় এটি হবে সবচেয়ে বড় ও তীব্র। সোমবার (১৬ জুন) দেশটির রাষ্ট্রায়ত্ত টিভি এ তথ্য নিশ্চিত করেছে।
ইরানি সংবাদমাধ্যম এমন খবর প্রকাশের কয়েক মিনিটের মধ্যে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) হোম ফ্রন্ট কমান্ড মধ্য ও উত্তর ইসরায়েলের সাধারণ মানুষকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়কেন্দ্র বা বোমা শেল্টারের কাছে থাকতে বলা হয়েছে। ইসরায়েল জানায়, তারা ইরানের নতুন ব্যালিস্টিক মিসাইল হামলার শঙ্কা করছে।
এদিকে- ইসরাইলের তেল আবিব শহরের বাসিন্দাদের সরে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, নিজেদের নিরাপত্তার স্বার্থে তেল আবিবের নাগরিকদের অবিলম্বে এলাকা ছাড়তে হবে। আল জাজিরার ও দ্য টাইম অব ইসরায়েল এ খবর নিশ্চিত করেছে।
এর আগে ইরানের রাজধানী তেহরানের একটি বড় এলাকার বাসিন্দাদের ‘অবিলম্বে সরে যেতে’ সতর্ক করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। এর পরপরই ইরানের বিপ্লবী গার্ড তেল আবিবের বাসিন্দাদের যত তাড়াতাড়ি সম্ভব সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।


গতকাল সোমবার রাতে হাইফার তেল পরিশোধনাগারটিতে হামলা চালায় ইরান। এরপর সেখানে আগুন জ্বলতে দেখা যায়।

মিসাইল হামলায় ইসরায়েলি তেল পরিশোধনাগার বিধ্বস্ত
ইরানের মিসাইল হামলায় পুরোপুরি বিধ্বস্ত হয়েছে দখলদার ইসরায়েলের বৃহৎ তেল পরিশোধনাগার। গতকাল সোমবার (১৬ জুন) রাতে সেখানে মিসাইল ছোড়ে ইরান। তেল পরিশোধনাগরটি পরিচালনা করা বাজান গ্রুপ আজ মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের মিসাইল হামলার কারণে তাদের সব সব অবকাঠামো বন্ধ হয়ে গেছে। এছাড়া পরিশোধনাগারে মিসাইলের আঘাতে তিনজন নিহতও হয়েছেন বলে নিশ্চিত করেছে বাজান।
তেলআবিব স্টক এক্সচেঞ্জের কাছে দেওয়া বিবৃতিতে গ্রুপটি বলেছে, “পরিশোধনাগারের অবকাঠামো ক্ষতিগ্রস্ত এবং বিদ্যুৎ কেন্দ্র বেশ ক্ষতিগ্রস্ত হওয়ায়, পরিশোধনাগার এবং এর সঙ্গে অন্যান্য কোম্পানিগুলো সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। আমরা এখন বিদ্যুৎ ফিরিয়ে আনার চেষ্টা করছি।”


তেহরান ছাড়ছে শহরের বাসিন্দারা। ছবি: সংগৃহীত

দুটি এফ-১৪ যুদ্ধবিমান ধ্বংস করল ইসরায়েল
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তেহরান আন্তর্জাতিক বিমানবন্দরে চালানো এক হামলায় তারা ইরানের দুটি এফ-১৪ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস করেছে। সোমবার এক সংবাদ সম্মেলনে আইডিএফের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইফি ডেফরিন এ তথ্য জানান। এই দুটি মার্কিন-উৎপাদিত এফ-১৪ টমক্যাট যুদ্ধবিমান ইরানকে সরবরাহ করা হয়েছিল ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের আগে। এগুলো বিশ্বের শেষ সক্রিয় এফ-১৪ হিসেবে পরিচিত ছিল। আইডিএফ হামলার ভিডিওচিত্র প্রকাশ করেছে, যেখানে দেখা যায়—একটি ড্রোন হামলার মাধ্যমে যুদ্ধবিমান দুটি ধ্বংস করা হয়।
এছাড়াও, আইডিএফ আরও কয়েকটি হামলার ফুটেজ প্রকাশ করেছে। এর মধ্যে রয়েছে— এমন একটি অভিযান, যেখানে ইরানি সেনারা ইসরায়েলের দিকে ড্রোন উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছিল। একটি স্টোরেজ কন্টেইনারে হামলা, যেখানে ইরানি ড্রোন রাখা ছিল। তেহরানে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র (ইরান ব্রডকাস্টিং কর্পোরেশন) ভবনে চালানো হামলার দৃশ্য। এই অভিযানের মধ্য দিয়ে ইসরায়েল ইঙ্গিত দিয়েছে, তারা ইরানের সামরিক অবকাঠামো এবং সাইবার ও প্রচারযন্ত্রের ক্ষেত্রেও সরাসরি আঘাত হানছে।


খামেনিকে হত্যা করলে সংঘাত শেষ হবে: নেতানিয়াহু
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা করা হলে সংঘাত বাড়বে না, বরং শেষ হবে। এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু এ কথা বলেন। সাক্ষাৎকারে নেতানিয়াহুকে প্রশ্ন করা হয়, খামেনিকে লক্ষ্যবস্তু করার চিন্তা আছে কি না। জবাবে নেতানিয়াহু বলেন, ‘আমরা যা প্রয়োজন, তাই করছি।’
নেতানিয়াহু বলেন, ইরান দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যজুড়ে সন্ত্রাস ছড়াচ্ছে। ইরান ‘চিরস্থায়ী যুদ্ধ’চায় এবং ইসরায়েলে পরমাণু যুদ্ধের কিনারায় নিয়ে এসেছে। ইসরায়েল এই আগ্রাসন ঠেকাচ্ছে এবং এটা ঠেকাতে হলে অশুভ শক্তির বিরুদ্ধে দাঁড়াতেই হবে।


ইসরায়েলের পাল্টা জবাব দেবে: পেজেশকিয়ান
ইরানি প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পরিধি বাড়াতে চায় না ইরান। তবে কোনো আক্রমণের সমানমাত্রায় পাল্টা জবাব দেবে। সোমবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে ফোনালাপে প্রেসিডেন্ট পেজেশকিয়ান এ কথা বলেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে সিএনএন এ কথা জানিয়েছে।
ইরানের প্রেসিডেন্ট বলেন, ইরান এই যুদ্ধ শুরু করেনি। কিন্তু প্রতিটি আক্রমণের জবাব সমানভাবে দেওয়া হবে। ইসরায়েলের আগ্রাসনে ইরানে বেসামরিক মানুষ, বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তারা নিহত হয়েছেন বলে উল্লেখ করেন তিনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা প্রসঙ্গে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, এই আলোচনা এ অঞ্চলের বিভিন্ন দেশে ইসরায়েলের আগ্রাসন বন্ধ হওয়ার ওপর নির্ভর করছে।

সরাসরি সম্প্রচার চলছে। এ সময় ইরানের রাষ্ট্রীয় টেভিশনে হামলা চালায় ইসরায়েল। 

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে ইসরায়েলি হামলা
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল। রাষ্ট্রীয় টেলিভিশনে সংক্ষেপে প্রচারিত ঘোষণায় বলা হয়েছে, ‘রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বর্তমানে ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু।’হামলার বিস্তারিত বা ক্ষয়ক্ষতির তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
এই হামলার কিছুক্ষণ আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিও ‘অদৃশ্য হতে যাচ্ছে’ বলে হুমকি দিয়েছিলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। কাৎজের বিবৃতির বরাত দিয়ে এএফপির খবরে বলা হয়, ইরানের প্রচারণা ও উসকানির মেগাফোন ‘অদৃশ্য হতে যাচ্ছে’।
হামলার পর পুনরায় সম্প্রচার শুরু করল ইরানের রাষ্ট্রীয় টিভি
ইসরায়েলের হামলায় কিছুক্ষণের জন্য সম্প্রচার বন্ধ হয়ে গিয়েছিল ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের। তবে পুনরায় সম্প্রচার শুরু হয়েছে। রাজধানী তেহরানে ইসলামি প্রজাতন্ত্র সম্প্রচার সংস্থার (আইআরআইবি) ভবনে ওই হামলা চালানোর পর সম্প্রচার বন্ধ হয়ে গিয়েছিল রাষ্ট্রীয় টেলিভিশনের।
এএফপি জানায়, আইআরআইবির জ্যেষ্ঠ কর্মকর্তা হাসান আবেদিনি বলেন, ইরানের জনগণের শত্রু জায়নিস্ট শাসক কয়েক মিনিট আগে ইসলামি প্রজাতন্ত্রের সংবাদ নেটওয়ার্কের ওপর হামলা চালিয়েছে। তিনি আরও বলেন, এই (ইসরায়েল) শাসনব্যবস্থা জানে না, একটি সামরিক হামলা চালিয়ে ইসলামি বিপ্লবের কণ্ঠ ও মহান ইরানের কণ্ঠস্বর স্তব্ধ করা যায় না। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে ইসরায়েলি হামলার কথা স্বীকার করেছেন।
তেল আবিবের বাসিন্দাদের অবিলম্বে সরে যেতে বলল ইরানের বিপ্লবী গার্ড
ইসরায়েলের তেল আবিব শহরের বাসিন্দাদের সরে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ‘নিজেদের নিরাপত্তার স্বার্থে তেল আবিবের নাগরিকদের অবিলম্বে এলাকা ছাড়তে হবে।’ আল-জাজিরার খবরে এ কথা বলা হয়।
এর আগে ইরানের রাজধানী তেহরানের একটি বড় এলাকার বাসিন্দাদের ‘অবিলম্বে সরে যেতে’ সতর্ক করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। বিবিসি জানায় আইডিএফের মুখপাত্র আভিচাই আদরায়ি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া পোস্টে বলেন, ‘আগামী ঘণ্টাগুলোতে আমরা তেহরানের এই এলাকায় অভিযান চালাব, যেমন আগের দিনগুলোতেও রাজধানীর বিভিন্ন এলাকায় হামলা চালানো হয়েছে।’ তিনি জানান, ইরানের সামরিক অবকাঠামো লক্ষ্য করে এই অভিযান চালানো হবে।
ইরানের হাসপাতালে ইসরায়েলি হামলা
ইরানের পশ্চিমাঞ্চলীয় শহর কেরমানশাহে একটি হাসপাতালে হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় হাসপাতালটির একাংশের ছাদ ধসে পড়েছে। এতে কয়েকজন রোগী আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছে।
ইরানের ফারস ও তাসনিম সংবাদ সংস্থার প্রকাশিত একাধিক ভিডিওর বরাত দিয়ে সিএনএন বলেছে, হামলায় কেরমানশাহে ফারাবি হাসপাতালের একটি অংশের ছাদ ধসে পড়েছে। এ ছাড়াও বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ভিডিওচিত্র যাচাই করেছে সিএনএন।
তেহরানে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাঈ অভিযোগ করেন, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে হাসপাতালকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। আল জাজিরার খবরে বলা হয়, বাঘাই বলেন, হাসপাতাল ও আবাসিক এলাকায় হামলা চালানো আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন ও যুদ্ধাপরাধ। ইতিহাস বিচার করবে; এই (ইসরায়েল) শাসনের মিত্র ও পক্ষ অবলম্বনকারীদের জন্য চিরস্থায়ী লজ্জা অপেক্ষা করছে। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সিএনএনকে জানায়, তারা ইরানে কোনো হাসপাতালের ওপর হামলার বিষয়ে অবগত নয়।
তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, হাসপাতালটির ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভাঙা কাচ ও ছাদ ধসে এই ইউনিটের রোগীরা আহত হয়েছেন।


ইসরায়েলের রাজধানী তেল আবিবে ইরানের মিসাইল হামলায় বিধ্বস্ত একটি ভবন

ইসরায়েলের উত্তরাঞ্চলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
সর�

MIDDLE EAST বিভাগের অন্যান্য খবর

শিরোনাম রাতের ভোট বনাম চাপাইনবাবগঞ্জ দৃষ্টান্ত শিরোনাম নির্বাচনব্যবস্থার পুরো নিয়ন্ত্রণে ছিলো এনএসআই-ডিজিএফআই শিরোনাম ঝুলে গেছে জাতীয় ঐক্যমত কমিশনের সংস্কার প্রক্রিয়া! শিরোনাম রাষ্ট্রতো আর মিষ্টির দোকান নয় শিরোনাম ৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ পালন থেকে সরে এলো সরকার শিরোনাম লালমনিরহাটে পরেশ চন্দ্র শীল ও ছেলে বিষ্ণুর অপরাধ কী?