Sunday, 06 July 2025
The News Diplomats
ডেস্ক রিপোর্ট :
Publish : 12:23 PM, 22 June 2025.
Digital Solutions Ltd

ঝুঁকিতে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো

হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার অনুমোদন দিল ইরানের পার্লামেন্ট

হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার অনুমোদন দিল ইরানের পার্লামেন্ট

Publish : 12:23 PM, 22 June 2025.
ডেস্ক রিপোর্ট :

বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি বন্ধের অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট। আজ রোববার দেশটির পার্লামেন্টে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ।
আজ ইরানের প্রেস টিভি জানিয়েছে, হরমুজ প্রণালি বন্ধের বিষয়ে ইরানের পার্লামেন্ট প্রাথমিকভাবে অনুমোদন দিয়েছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদকে। বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় ২০ শতাংশ এই প্রণালি দিয়েই পরিবহন করা হয়। তবে এই গুরুত্বপূর্ণ নৌপথ বন্ধের সিদ্ধান্ত এখনো চূড়ান্ত নয়।
পার্লামেন্ট সদস্য ও ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার এসমাইল কোসারি আজ ইয়াং জার্নালিস্ট ক্লাবকে বলেন, এই বিষয়টি এখন আলোচ্যসূচিতে রয়েছে এবং ‘প্রয়োজন হলেই কার্যকর করা হবে’।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো কি ইরানের হামলার ঝুঁকিতে
ইরানে সরাসরি মার্কিন হামলার পর তেহরান কীভাবে এর জবাব দেয়, তার দিকে তাকিয়ে বিশ্ব। ইতিমধ্যে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যজুড়ে বিভিন্ন দেশে থাকা যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটিতে ৪০ হাজারের বেশি মার্কিন সেনা রয়েছেন। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধ নিতে ইরানের নেতৃত্বে যে ধরনের হামলাই হোক, এসব ঘাঁটিগুলো তার মূল লক্ষ্যবস্তু হওয়ার ঝুঁকিতে রয়েছে।
মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি ঘাঁটি রয়েছে কুয়েতে—৫টি। এ ছাড়া বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও ওমানে মার্কিন ঘাঁটি রয়েছে। এর বাইরে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি রয়েছে সিরিয়া, ইরাক, জর্ডান, সৌদি আরব ও মিশরে।
এই মিশনের লক্ষ্য ইরানের সরকার পরিবর্তন নয়: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানে মার্কিন হামলার লক্ষ্য দেশটির সরকারের পরিবর্তনের লক্ষ্যে নয় বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিটার হেগসেথ। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই মিশনের লক্ষ্য ছিল ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের হুমকি ঠেকানো।
আল–জাজিরার খবরে এ কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে ইরানের বর্তমান সরকার পরিবর্তন যুক্তরাষ্ট্রের নীতিগত লক্ষ্য কি না—এমন প্রশ্নের জবাবে হেগসেথ বলেন, ‘এই মিশন সে জন্য ছিল না, (ইরানের) সরকার পরিবর্তনের জন্য নয়।’ তিনি এই হামলাকে ‘নির্ভুল সামরিক অভিযান’ হিসেবে উল্লেখ করে বলেন, হামলার লক্ষ্য ‘ইরানের পারমাণবিক কর্মসূচি থেকে আমাদের জাতীয় স্বার্থের ওপর আসা হুমকি ঠেকানো।’
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘আমরা আগেও রিপোর্ট করেছি—অনেক বিশেষজ্ঞ যুক্তরাষ্ট্রের এই দাবিকে প্রশ্নবিদ্ধ করেছেন যে, ইরানের পারমাণবিক কর্মসূচি আসলেই হুমকি সৃষ্টি করেছিল।’ ইরান বরাবরই বলে আসছে, তাদের এই কর্মসূচি পুরোপুরি বেসামরিক।
অভিযানের নাম ‘অপারেশন মিডনাইট হ্যামার’
যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন জানিয়েছেন, ‘অপারেশন মিডনাইট হ্যামার’ নামে পরিচালিত অভিযানে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। এ হামলার লক্ষ্যে যুক্তরাষ্ট্র থেকে বি-২ বোমারু বিমান স্থানীয় সময় শুক্রবার উড্ডয়ন করে। ১৮ ঘণ্টার ফ্লাইট শেষে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে হামলা চালায় বিশেষ এই বিমান।
মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে আজ রোববার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান কেইন। আল-জাজিরার খবরে বলা হয়, কেইন জানান, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একাধিক শাখা পরিকল্পিতভাবে ও সমন্বিতভাবে এই অভিযান পরিচালনা করে।
ইরানে হামলা চালানোর সময় দেশটির প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে কোনো প্রতিরোধ আসেনি বলে উল্লেখ করেন জেনারেল কেইন। তিনি বলেন, ইরানের প্রতিরক্ষা বাহিনী থেকে ‘কোনো গুলি ছোড়ার ইঙ্গিত পাওয়া যায়নি।’ এই মার্কিন জেনারেল আরও বলেন বলেন, ‘ইরানের যুদ্ধবিমান আকাশে ওড়েনি, মনে হচ্ছে তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আমাদের শনাক্তই করতে পারেনি।’
ইরানে হামলার ‘তীব্র নিন্দা’ চীনের, থামতে বলল ইসরায়েলকে
ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার ‘তীব্র নিন্দা’ জানিয়েছে চীন। পাশাপাশি সংঘাতের সব পক্ষকে, বিশেষ করে ইসরায়েলকে দ্রুত যুদ্ধবিরতিতে যাওয়ার আহ্বান জানিয়েছে বেইজিং।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ রোববার এক বিবৃতিতে এসব কথা জানায়। বিবৃতিতে চীন বলেছে, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়াচ্ছে।
ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা ‘আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন’: রাশিয়া
ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলাকে ‘আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন’ বলে মন্তব্য করেছে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আজ রোববার এক বিবৃতিতে এ মন্তব্য করেছে বলে জানিয়েছে আল-জাজিরা। বিবৃতিতে বলা হয়, ‘একটি সার্বভৌম রাষ্ট্রের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা চালানোর এই দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত। যে যুক্তিই দেওয়া হোক না কেন—আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলোর সুস্পষ্ট লঙ্ঘন এই হামলা।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা আগ্রাসন বন্ধের আহ্বান জানাচ্ছি। চলমান পরিস্থিতিকে রাজনৈতিক ও কূটনৈতিক পথে ফিরিয়ে নেওয়ার উপযুক্ত পরিবেশ তৈরিতে প্রচেষ্টা বাড়ানোর ওপর জোর দিচ্ছি।’
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আজ রোববার রাশিয়া যাচ্ছে। আগামীকাল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর বৈঠক করার কথা রয়েছে।
আল–জাজিরার খবরে বলা হয়, তুরস্কের ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে আরাগচি বলেন, ‘রাশিয়া ইরানের বন্ধু। আমরা একটা কৌশলগত অংশীদারত্ব উপভোগ করছি। সব সময় আমরা পরস্পরের সঙ্গে পরামর্শ করি এবং সমন্বয় করি।’
আরাগচি বলেন, ‘আমি আগামীকাল রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করব এবং আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।’
রাশিয়া ও ইরান গত জানুয়ারিতে একটি ‘বিস্তৃত অংশীদারত্ব চুক্তি’ স্বাক্ষর করে, যা তাদের ঘনিষ্ঠ কৌশলগত মৈত্রীকে আরও মজবুত করে। তবে এই চুক্তিতে কেউ হামলার শিকার হলে পারস্পরিক সামরিক প্রতিরক্ষার কোনো বাধ্যবাধকতা রাখা হয়নি।

MIDDLE EAST বিভাগের অন্যান্য খবর

শিরোনাম রাতের ভোট বনাম চাপাইনবাবগঞ্জ দৃষ্টান্ত শিরোনাম নির্বাচনব্যবস্থার পুরো নিয়ন্ত্রণে ছিলো এনএসআই-ডিজিএফআই শিরোনাম ঝুলে গেছে জাতীয় ঐক্যমত কমিশনের সংস্কার প্রক্রিয়া! শিরোনাম রাষ্ট্রতো আর মিষ্টির দোকান নয় শিরোনাম ৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ পালন থেকে সরে এলো সরকার শিরোনাম লালমনিরহাটে পরেশ চন্দ্র শীল ও ছেলে বিষ্ণুর অপরাধ কী?