Sunday, 14 December 2025
The News Diplomats
ডিপ্লোমেটস প্রতিবেদক :
Publish : 03:38 PM, 02 December 2025.
Digital Solutions Ltd

সুস্থতা কামনায় দোয়া মহফিল

খালেদা জিয়ার নামে টরন্টোর ডিআইসির নবনির্মিত মসজিদে এক মুসল্লার হাদিয়া অনুদান

খালেদা জিয়ার নামে টরন্টোর ডিআইসির নবনির্মিত মসজিদে এক মুসল্লার হাদিয়া অনুদান

ডিআইসি’র নবনির্মিত মসজিদে অনুদানের টাকা প্রদান করছেন বিএনপি নেতৃবৃন্দ: আলী হোসেন

Publish : 03:38 PM, 02 December 2025.
ডিপ্লোমেটস প্রতিবেদক :

কানাডার টরন্টোয় বাংলা টাউনে ড্যানফোর্থ ইসলামিক সেন্টারের নবনির্মিত মসজিদে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে এক মুসল্লার পরিমান জায়গার জন্য নির্ধারিত হাদিয়া অনুদান প্রদান এবং তার সুস্থতা কামনা করে দোয়া মহফিলে বক্তরা বলেছেন, বেগম জিয়া শুধু বিএনপির নেত্রী নন, তিনি বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের আশার প্রতীক। তিনি দেশের গণতন্ত্র, উন্নয়ন ও জাতীয় স্বার্থ রক্ষায় আজীবন আপসহীন সংগ্রাম ও ত্যাগ করেছেন।

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে যিনি সবসময় দৃঢ় ছিলেন। দেশের সকল সংকটময় সময়ে তিনি যে সাহসী নেতৃত্ব দিয়েছেন, সেই নেতৃত্বের ধারাবাহিকতা বজায় রাখতে আজ গণতান্ত্রিক অগ্রযাত্রার উন্নয়নে তার সুস্থতা অত্যন্ত প্রয়োজন। আজ তার সুস্থতার জন্য দেশে-বিদেশে একসাথে মানুষ হাত উঠিয়েছি আল্লাহর দরবারে। তার শারীরিক সুস্থতা শুধু পরিবারের নয়, পুরো জাতির শান্তি ও স্থিতির জন্য জরুরি।

কানাডা যুবদল নেতা এবং এক সময়ে সিলেটে জাতীয়তাবাদী ছাত্রদলের নিবেদিতপ্রাণ নেতা আলী হোসেনের উদ্যোগে অনুষ্ঠিত এই দোয়া মহফিলে উপস্থিত ছিলেন কানাডা পশ্চিম বিএনপির সভাপতি আহাদ খন্দকার, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান মিসবাহুল কাদির ফাহিম, জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোর সভাপতি মাহবুব চৌধুরী রনি, টরন্টো সিটি বিএনপির সভাপতি মঈন উদ্দিন চৌধুরী, অন্টারিও বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু জহির সাকিব, গোলাপগঞ্জ ফাউন্ডেশন অব টরন্টোর সাবেক সভাপতি নওয়াজ চৌধুরী সাজু, জাহিদুল ইলাম প্রমুখ।

ড্যানফোর্থ ইসলামিক সেন্টারে সোমবার রাত সাড়ে ৭টায় অনুষ্ঠিত দোয়া মহফিল পরিচালনা করেন সেন্টারের প্রধান ইমাম ও খতিব মৌলানা ফারুক আহমদ। দোয়া শেষে ইমাম মৌলানা ফারুক আহমদ এবং পরিচালক হেলাল চৌধুরীর হাতে নবনির্মিত মসজিদে বেগম খালেদা জিয়ার নামে এক মুসল্লার পরিমান জায়াগার অনুদান তুলে দেন যুবদল নেতা আলী হোসেন, মঈন উদ্দিন চৌধুরী, গোলাম রনি, আবু জাহেদ আলম, রায়হান মজিদ, বিল্লাল চৌধুরী, মাহবুব চৌধুরী রনি, সৈয়দ আমিনুল ইসলাম, মেহদী মারুফ, রিমন ইসলাম, এজাজ খান, আবুল কালাম বুরহান এবং আনভীর চৌধুরী প্রমুখ।  

 বিএনপি নেতারা তাদের বক্তব্যে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান, দেশের জন্য তার কাজ, এবং তার সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া চেয়েছেন।

BANGLADESH বিভাগের অন্যান্য খবর

শিরোনাম তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর, উৎফুল্ল বিএনপির নেতা-কর্মিরা শিরোনাম ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন, মনোনয়ন জমা ২৯ ডিসেম্বরের মধ্যে শিরোনাম নির্বাচন করতে সরকার ছাড়লেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ শিরোনাম প্রবাসীদের সেবা দেয়াকে কনস্যুলেট সর্বোচ্চ অগ্রাধিকার দেয়: কনসাল জেনারেল শিরোনাম দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিচারপতি রেজাউল হাসানের বিরুদ্ধে শিরোনাম হাসিনাকে ক্ষমতাচ্যুত করা জেন-জিরা এখন নানামুখী কঠিন চ্যালেঞ্জে