ঢাকা, ১৪ মার্চ, ২০২৫
The News Diplomats
নিজস্ব প্রতিবেদক :
Publish : 10:53 AM, 12 March 2025.
Digital Solutions Ltd

হাইকোর্টের আদেশে রক্ষা পেল বেক্সিমকো, থাকছে না ‘রিসিভার’, চলবে নিজস্ব ব্যবস্থাপনায়

Publish : 10:53 AM, 12 March 2025.
হাইকোর্টের আদেশে রক্ষা পেল বেক্সিমকো, থাকছে না ‘রিসিভার’, চলবে নিজস্ব ব্যবস্থাপনায়

নিজস্ব প্রতিবেদক :

হাজার হাজার শ্রমিক ও কর্মীর স্বার্থ বিবেচনায় বাংলাদেশ ব্যাংকসহ সরকারের সংশ্লিষ্ট বিভাগ ও অন্যান্য সংবিধিবদ্ধ সংস্থার তদারকি এবং যথাযথভাবে আইন মেনে বেক্সিমকো গ্রুপ অব কোম্পানিজকে নিজস্ব ব্যবস্থাপনায় চলার অনুমতি দিয়ে রায় দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি বেক্সিমকো গ্রুপ অব কোম্পানিজে রিসিভার নিয়োগ এবং সম্পত্তি অ্যাটাচমেন্টে (সংযুক্ত) অন্তর্বর্তীকালীন আদেশের প্রয়োজনীয়তা না থাকায় তা প্রত্যাহার করা হয়েছে।
এক রিটের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এ রায় দেন। বাংলাদেশ ব্যাংকের দাখিল করা প্রতিবেদন উল্লেখ করে আদালত বলেন, এতে দেখা যায় যে বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি সংশ্লিষ্ট তফসিলি ব্যাংকগুলো ও আর্থিক প্রতিষ্ঠান বেক্সিমকো গ্রুপ অব কোম্পানিজের সংশ্লিষ্ট কোম্পানির ক্ষেত্রে খেলাপি ও শ্রেণীকৃত ঋণ আদায়ে তাদের দায়িত্ব পালনে শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে; এর পরিণতি শেষ পর্যন্ত সাধারণ মানুষকেই বহন করতে হবে।
রায়ে আদালত বলেছেন, বাংলাদেশ ব্যাংক, অন্য সব সংশ্লিষ্ট তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর বেক্সিমকো গ্রুপ অব কোম্পানিজের ঋণ অনুমোদন সুবিধার ক্ষেত্রে ব্যাংকিং বিধিবিধান লঙ্ঘিত হওয়ায় প্রশ্নবিদ্ধ হয়েছে। এ প্রেক্ষাপটে বেক্সিমকো গ্রুপ অব কোম্পানিজের প্রশ্নবিদ্ধ ঋণসুবিধা দেওয়ায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান দায়ী হলে তাদের বিরুদ্ধে আইন অনুসারে ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দেওয়া হলো।
আদালতে রিটের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মাসুদ আর সোবহান ও আইনজীবী ফাতেমা এস চৌধুরী শুনানিতে ছিলেন। বাংলাদেশ ব্যাংকের পক্ষে শুনানি করেন আইনজীবী মুনীরুজ্জামান। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল ও আইনজীবী আনিসুল হাসান শুনানিতে ছিলেন।
রায়ের পর বাংলাদেশ ব্যাংকের আইনজীবী মুনীরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘বেক্সিমকো গ্রুপের ১৮৮টি প্রতিষ্ঠানের মধ্যে ১৬৯টি পাবলিক/প্রাইভেট কোম্পানি। যার প্রতিটিতে আদালতের আদেশ অনুসারে রিসিভার নিয়োগ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। রিসিভার কার্যক্রম বৈধ বলা হয়েছে রায়ে। বর্তমান প্রেক্ষাপটে রিসিভার প্রয়োজন নেই। বেক্সিমকো গ্রুপ নিজেরাই তাদের কোম্পানি পরিচালনা করবে। এ ক্ষেত্রে বেক্সিমকো গ্রুপকে দেশের প্রচলিত আইন–বিধিবিধান যথাযথভাবে মানতে হবে এবং বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট সংস্থার তদারকি থাকবে। বেক্সিমকো গ্রুপের খেলাপি ও শ্রেণীকৃত ঋণ আদায়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন আদালত।’
গত ২৫ বছরে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডসহ সংশ্লিষ্ট কোম্পানির অন্য সব ব্যবসার ক্ষেত্রে পরিশোধের পর ঋণ মওকুফ বিষয়ে তথ্যাদি সরবরাহসহ কয়েকটি বিষয় নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মাসুদ আর সোবহান গত বছরের সেপ্টেম্বরে ওই রিটটি করেন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত বছরের ৫ সেপ্টেম্বর হাইকোর্ট রুলসহ আদেশ দেন। এতে বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি সংযুক্ত (অ্যাটাচ) করতে ও গ্রুপটির কোম্পানিগুলোর ব্যবস্থাপনায় ছয় মাসের জন্য ‘রিসিভার’ নিয়োগ দিতে বাংলাদেশ ব্যাংকের প্রতি অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হয়। রিসিভার নিয়োগের আদেশ স্থগিত চেয়ে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পক্ষে আবেদন করা হয়। এর শুনানি নিয়ে গত ১২ নভেম্বর আপিল বিভাগ শুধু বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ক্ষেত্রে রিসিভারের বিষয়টি স্থগিত করেন। পাশাপাশি হাইকোর্টে এ-সংক্রান্ত রুল নিষ্পত্তি করতে বলা হয়। গত বছরের ২৭ নভেম্বর হাইকোর্টে রুলের ওপর শুনানি শুরু হয়, যা গত ২৭ ফেব্রুয়ারি শেষ হয়। সেদিন শুনানি শেষে আদালত ১২ মার্চ রায়ের জন্য দিন রাখেন। পর্যবেক্ষণ, সিদ্ধান্ত, নির্দেশনাসহ নয়টি পয়েন্ট উল্লেখ করে আজ রুল নিষ্পত্তি করে রায় দেন আদালত।

BANGLADESH বিভাগের অন্যান্য খবর

The News Diplomats
The Latest Breaking News

Editor in Chief
Dulal Ahmed Chowdhury

News
Email: news@newsdiplomats.com

Advertisement
Email: ads@newsdiplomats.com

© The_News_Diplomats || Published from Canada.

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম What new will the new party have to offer? শিরোনাম Political government also should gain trust শিরোনাম Gaza: Return to war must be avoided at all costs, insists UN chief শিরোনাম Elon Musk vows to root out the highest-paid corrupt D.C. bureaucrats as he stuns America alongside Trump শিরোনাম খুলছে মালয়েশিয়ার বন্ধ শ্রমবাজার শিরোনাম যৌথ ঘোষণায় আনোয়ার ইব্রাহীম : মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাবে বাদ পড়া ১৮ হাজার শ্রমিক