ফাইল ফটো
সাতটি দেশে প্রবাসী বাংলাদেশীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা চলছে তাতে কেবল পাসপোর্ট থাকলেই প্রবাসীদের এনআইডি দেওয়া হবে না।
সংশ্লিষ্ট নাগরিক সত্যিকার অর্থে বাংলাদেশী নাগরিক কি না তা প্রমাণিত হলেই কেবল তাকে এনআইডি দেওয়া হবে।
গতকাল সোমবার (৩০ সেপ্টেম্বর ) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী অধিশাখা) মো. আব্দুল মমিন সরকার এই তথ্য জানান।
তিনি বলেন, ‘প্রবাসে নাগরিকেরা যেসব তথ্য দিয়ে আবেদন করেন, সেগুলো দেশে সংশ্লিষ্ট এলাকায় গিয়ে আমাদের কর্মকর্তারা তদন্ত করেন। যদি তাঁদের কাগজপত্র ঠিক থাকে তখনই তাঁকে এনআইডি দেওয়া হয়। কেবল পাসপোর্ট থাকলেই তাঁকে এনআইডি দেওয়া হয় না।’
এদিকে ইসি সচিব শফিউল আজিম বলেন, ‘বর্তমানে সাতটি দেশে প্রবাসীদের এনআইডি সেবা কার্যক্রম চলছে। যেখানে প্রবাসী আনুপাতিক হারে বেশি, সেখানে আস্তে আস্তে চালু করব।
শীঘ্রই কানাডা এবং অস্ট্রেলিয়ায় চালু হবে এ সেবা।’
Editor in Chief
Dulal Ahmed Chowdhury
News
Email: news@newsdiplomats.com
Advertisement
Email: ads@newsdiplomats.com
© The_News_Diplomats || Published from Canada.