হাইকোর্টের আদেশ স্থগিত: বায়রার নির্বাচনে বাধা নেই
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস - বায়রার কার্যনির্বাহী কমিটির ২০২৪-২৬ মেয়াদের নিবাচন স্থগিত করে দেওয়া হাই কোর্টের আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ। আজ আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো; রেজাউল হক এ আদেশ দেন। আইনজীবীরা জানান, এর ফলে বায়রার নির্বাচনে আর কোন বাধা নেই।
আদালতে বায়রার কার্যনির্বাহী কমিটির পক্ষে শুনানিতে অংশ নেন, জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল ও অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া।
পরে ছিদ্দিক উল্লাহ মিয়া বলেন, ‘গত ২৮ আগস্ট হাইকোর্ট বায়রার নির্বাচন স্থগিত করেছিল ৬ মাসের জন্য। আজ ওই আদেশ চ্যালেঞ্জ করে বায়রা কর্তৃপক্ষ আপিল করে। শুনানি শেষে আপিল বিভাগ হাই কোর্টের ২৮ আগস্টের আদেশ স্থগিত করেছে।
বায়রার যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম বলেন, ‘বায়রার সদস্যদের জন্য প্রশাসক কখনো কল্যাণকর ছিল না। সদস্যদের স্বার্থে হাইকোটের আদেশ স্থগিত চয়ে আবেদন করেছি। চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করায় বায়রার নির্বাচন হতে বাধা নেই। আমরা যথাসময়ে নির্বাচন করতে বদ্ধপরিকর।’
উল্লেখ্য, চলতি মাসের ৭ সেপ্টেম্বর বায়রার কার্যনির্বাহী কমিটির মেয়ার শেষ হওয়ার কথা। বায়রারা বর্তমান কমিটি বাণিজ্য মন্ত্রণালয় থেকে কমিটির মেয়াদ তিন মাসের জন্য বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করে। এই সিদ্ধান্ত বাতিলের দাবিতে হাইকোর্টে রিট করেন বায়রার সদস্য রবিউল ইসলাম রবিন। তার আবেদনের পরিপেক্ষিতে ২৮ আগস্ট বায়রার কার্যনির্বাহী কমিটির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনী তফশিল স্থগিত ঘোষণা করেন হাইকোর্ট। এই আদেশ স্থগিত চেয়ে আবেদন করেন বয়রার কার্যনির্বাহী কমিটি।
Editor in Chief
Dulal Ahmed Chowdhury
News
Email: news@newsdiplomats.com
Advertisement
Email: ads@newsdiplomats.com
© The_News_Diplomats || Published from Canada.