ফাইল ফটো
জুলাই মাসজুড়ে সরকার বিরোধী আন্দোলনে দেশে রাজনৈতিক অস্থিরতার কারণে আগস্ট মাসে বাংলাদেশ থেকে জনশক্তি রফতানি কমেছে। জুলাই মাসের তুলনায় কমেছে ২৯ শতাংশ, আর বিগত বছরের আগস্ট মাসের তুলনায় কমেছে ৬৩ শতাংশ।
জুলাইতে প্রথমে সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিলের দাবিতে ছাত্ররা আন্দোলন করলেও ছাত্র হত্যার প্রতিবাদে তা এক দফায় পরিণত হয়। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। এবং ৫ থেকে ৭ আগস্ট তিন দিন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ ছিল। এর আগে ১৮ থেকে ২৩ জুলাই ইন্টারনেট ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়, এর ফলে ব্যাংকিং সেবাও বন্ধ হয়ে যায়।
দেশব্যাপী কারফিউ, ইন্টারনেট বন্ধ, ব্যাংকের কার্যক্রমে বিঘœ প্রভৃতি কারণে আগস্ট মাসে জনশক্তি রফতানিতে বড় ধরনের ধাক্কা লাগে।
বিএমইটির সূত্র মতে, জুলাই মাসে জনশক্তি রফতানি ছিল ৭১,৪৪১ জন, আগস্টে তা কমে হয়েছে ৫৩,৪৬০ জন। অন্যদিকে গতবছরের আগস্ট মাসে ১৩৮,৬৭৫ জন কর্মী বিভিন্ন দেশে পাঠানো হয়েছে।
সৌদি আররে আগস্ট মাসে জনশক্তি রফতানি হ্রাস পাওয়ার প্রভাব সামগ্রিকভাবে পড়েছে। আগস্ট মাসে সৌদি আরবে কর্মী পাঠানো কমেছে ৪৪ শতাংশ। জুলাই মাসে দেশটি বাংলাদেশ থেকে কর্মী নিয়েছে ৪৭,৮৬৭ জন, আর আগস্ট মাসে নিয়েছে ২৮,২৫০ জন। সংযুক্ত আরব আমিরাতে জুলাই মাসে কর্মী গেছে ৪৭,৮৬৭ জন, আগস্ট মাসে গেছে ৫৯৯১ জন।
Editor in Chief
Dulal Ahmed Chowdhury
News
Email: news@newsdiplomats.com
Advertisement
Email: ads@newsdiplomats.com
© The_News_Diplomats || Published from Canada.