ফাইল ফটো
মজুরি আন্দোলনে শ্রমকি হতাহতরে ঘটনা অনুসন্ধানে গঠতি তদন্ত কমটিরি সংবাদ সম্মলেন আজ ৭ সপ্টেম্বের ২০২৪, শনবিার, সকাল ১১টায় রপর্িোর্টাস ইউনটিি (নীচ তলা)-তে সাংবাদকি সম্মলেন অনুষ্ঠতি হয়। সংবাদ সম্মলেনে লখিতি চূড়ান্ত প্রতবিদেন পাঠ করনে তদন্ত কমটিরি সদস্য সচবি জহরিুল ইসলাম, প্রতবিদেনরে আইনী দকিগুলি ব্যাখ্যা করে বক্তব্য রাখনে ব্যারস্টিার জ্যোতর্মিয় বড়ুয়া এবং সাংবাদকিদরে নানা প্রশ্নরে উত্তরসহ তদন্ত কমটিরি চ’ড়ান্ত প্রতবিদেনরে সুপারশিমালা তুলে ধরে বক্তব্য রাখনে গনতদন্ত কমটিরি আহ্বায়ক অধ্যাপক আনু মুহাম্মদ। সংবাদ সম্মলেনে উপস্থতি ছলিনে শ্রমকি নতো হারুনর রশীদ ভূঁইয়া, ব্যারস্টিার সাদয়িা আরমান, এডভোকটে আইনুন নাহার লপি,ি শ্রমকি নত্রেী মোশরফো মশিু, নহিত শ্রমকি রাসলে হাওলাদাররে পতিা হান্নান হাওলাদার, শ্রমকি নতেৃবৃন্দ যথাক্রমে আব্দুল্লাহ কাফি রতন, মানস নন্দী, শামীম ইমাম, তসলমিা আখতার, এএএম ফয়জে হোসনে, সুশান্ত সনিহা, মোহাম্মদ আলী প্রমুখ।
সংবাদ সম্মলেনে শ্রমকি হত্যার যথাযথ তদন্ত করে দায়ী ব্যাক্তদিরে দৃষ্টান্তমূলক শাস্তি নশ্চিতি, ক্ষতপিূরণ প্রদান, মামলা প্রত্যাহার , শল্পি পুলশি বলিুপ্ত, ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা নর্ধিারণ, সকল বকয়ো পাওনা পরশিোধ, যৌন নপিীড়ন বরিোধী সলে গঠন, শ্রম আদালতরে সংখ্যা বাড়ানো, শ্রমকিদরে ন্যায় বচিার নশ্চিতি করাসহ ৯ দফা সুপারশিমালা তুলে ধরা হয়।
Editor in Chief
Dulal Ahmed Chowdhury
News
Email: news@newsdiplomats.com
Advertisement
Email: ads@newsdiplomats.com
© The_News_Diplomats || Published from Canada.