রিজার্ভ ২০.৫০ বিলিয়ন ডলার : গভর্নর
শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর প্রকৃত রিজার্ভের পরিমাণ সম্পর্কে সঠিক তথ্য প্রকাশ করেছেন। নিউ ইয়র্ক ভিত্তিক বাংলা গণমাধ্যম ঠিকানা-তে সম্প্রচারিত এক অনুষ্ঠানে তিনি জানান, শেখ হাসিনা সরকারের সময় রিজার্ভ শূন্যে নেমে এসেছিল, এমন দাবি সত্য নয়।
তিনি উল্লেখ করেন, বর্তমানে বাংলাদেশের প্রকৃত রিজার্ভ আইএমএফ-এর ডেফিনেশন অনুযায়ী ২০.৫০ বিলিয়ন ডলার। গত এক সপ্তাহে ৩০০ মিলিয়ন ডলার রিজার্ভ বৃদ্ধি পেয়েছে এবং তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলাদেশ ব্যাংক বাজারে ডলার বিক্রি না করে বরং ডলার কিনছে রিজার্ভ বাড়ানোর লক্ষ্যে। প্রতিদিন প্রায় ৫০ মিলিয়ন ডলার বাজার থেকে কেনা হচ্ছে।
তিনি আরও বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য আগামী ৫ মাসের মধ্যে সেটিকে ৭-৮ শতাংশে নামিয়ে আনার চেষ্টা চলছে এবং আগামী এক বছরের মধ্যে ৪-৫ শতাংশে আনার লক্ষ্য রয়েছে।
Editor in Chief
Dulal Ahmed Chowdhury
News
Email: news@newsdiplomats.com
Advertisement
Email: ads@newsdiplomats.com
© The_News_Diplomats || Published from Canada.