Tuesday, 16 December 2025
The News Diplomats
ডিপ্লোমেটস প্রতিবেদক :
Publish : 08:06 AM, 15 December 2025.
Digital Solutions Ltd

বাকস্বাধীনতা নিয়ে প্রশ্ন অভিনেত্রী শাওনের

ইরাক যুদ্ধ কাভার করা সাংবাদিক আনিস আলমগীর গ্রেফতার

ইরাক যুদ্ধ কাভার করা সাংবাদিক আনিস আলমগীর গ্রেফতার

ইরাক যুদ্ধ কাভার করা একমাত্র বাংলাদেশি সাংবাদিক আনিস আলমগীর: ফাইল ছবি

Publish : 08:06 AM, 15 December 2025.
ডিপ্লোমেটস প্রতিবেদক :

রোববার সন্ধ্যা পর ধানমন্ডির একটি জিম থেকে তুলে নেয় ডিবি # উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা # আসামী আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ ৪ জন # আদালতে তুলে ৭ দিনের রিমান্ড আবেদন


বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরা পশ্চিম থানায় করা এক মামলায় ইরাক যুদ্ধ কাভার করা একমাত্র বাংলাদেশি সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার বেলা ৩টা ৪০ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির ডিবির প্রধান মো. শফিকুল ইসলাম৷ শফিকুল ইসলাম বলেন, ‘‘এই মামলায় আনিস আলমগীরসহ আসামি পাঁচজন৷ তাদের মধ্যে আনিস আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে৷’’
রাজধানীর উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার সাংবাদিক আনিস আলমগীরের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। আজ সোমবার মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার পুলিশ পরিদর্শক মো. মনিরুজ্জামান রিমান্ডের আবেদন করেন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ড বিষয়ে শুনানি হবে। ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক শামীম এ তথ্য জানান।
রোববার সন্ধ্যার পর আনিস আলমগীরকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে আনা হয়। এ বিষয়ে আনিস আলমগীর গতকাল রাত সাড়ে আটটার দিকে মুঠোফোনে ঢাকার একটি পত্রিকাকে বলেছিলেন, তাঁকে ধানমন্ডি এলাকার একটি জিম (ব্যায়ামাগার) থেকে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নিয়ে আসা হয়। আটটার দিকে ডিবি কার্যালয়ে পৌঁছান। তাঁকে বলা হয়, ডিবি প্রধান তাঁর সঙ্গে কথা বলবেন। সোমবার বেলা ৩টা ৪০ মিনিটের দিকে ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম বলেন, সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে।
পরে জানা যায়, ‘জুলাই রেভোল্যুশনারি অ্যালায়েন্স’ নামের একটি সংগঠনের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ গতকাল রাত ২টার দিকে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে এই মামলা করেন। মামলায় সাংবাদিক আনিস আলমগীর ও অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ পাঁচজনকে আসামি করা হয়েছে।


ইরাক যুদ্ধ কাভার করা সাংবাদিকদের মধ্যে বাংলাদেশি সাংবাদিক আনিস আলমগীর বিশেষভাবে উল্লেখযোগ্য, যিনি প্রথম ইরাক যুদ্ধের সময় বাগদাদ থেকে সরাসরি প্রতিবেদন করেছিলেন এবং বাংলাদেশি সাংবাদিকতায় এটি একটি বিরল ঘটনা ছিল। আন্তর্জাতিকভাবে, ক্রিস্টিয়ানা আমানপুর, পিটার আরনেট, এবং জন স্যাম্পসন-এর মতো বিখ্যাত সাংবাদিকরা ইরাক যুদ্ধ কাভার করেছেন। আনিস আলমগীর 'আজকের কাগজ' পত্রিকার হয়ে বাগদাদ থেকে সরাসরি যুদ্ধ কভার করেন এবং বিভিন্ন টিভি চ্যানেলে সরাসরি বক্তব্য দেন।
রিমান্ড আবেদনে যা বলা আছে
আনিস আলমগীরকে রিমান্ডে চেয়ে করা আবেদনে পুলিশ বলেছে, আনিস আলমগীর এক মাস আগে একটি টেলিভিশনে টকশোতে মন্তব্য করেন, ‘আওয়ামী লীগের অপ্রকাশিত নেতারা সরকারকে কাঁপুনি ধরিয়ে দিয়েছে’। মামলার ৩ নম্বর আসামি মেহের আফরোজ শাওন তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ বছরের ২৬ নভেম্বর শেখ হাসিনার লকার থেকে সোনার গয়না উদ্ধারের ঘটনাকে কটাক্ষ করে সরকারবিরোধী পোস্ট দেন। তিনি এই ঘটনাকে ‘একে বারে তেলেসমাতি কারবার’ বলে মন্তব্য করেন। একই ঘটনায় ৪ নম্বর আসামি ইমতুরা তিশ ইমতিয়াজ তাঁর ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে ‘এটাই সায়েন্স’ বলে কটাক্ষ করে মন্তব্য করেন। এটা ছাড়াও উল্লিখিত আসামিরা অন্যান্য আসামিদের সঙ্গে পরস্পর যোগসাজশে বিভিন্ন সময়ে তাদের ভেরিফায়েড ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে বিভিন্ন প্রকার উসকানিমূলক পোস্ট ও বক্তব্য দিয়ে দেশের জননিরাপত্তা বিপন্ন করা, অন্য ব্যক্তিকে হত্যার প্রচেষ্টা গ্রহণ করা এবং অন্য ব্যক্তিকে হত্যা-গুরুতর জখম করার ষড়যন্ত্র ও সহায়তা করার জন্য প্ররোচিত করেন।
রিমান্ড আবেদনে আরও বলা হয়েছে, আনিস আলমগীরকে ডিবির লালবাগ বিভাগের সদস্যরা ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করেন। সময় স্বল্পতার কারণে তাঁকে জিজ্ঞাসাবাদ করা যায়নি। তাঁর সহযোগী অন্যান্য পলাতক আসামিদের নাম ঠিকানা সংগ্রহ করে তাঁকে নিয়ে অভিযান চালালে পলাতক আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হবে। এসব ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা জানার জন্য আনিস আলমগীরকে ৭ দিনের রিমান্ডে নেওয়া প্রয়োজন। এই আবেদনের ওপর শুনানির জন্য আনিস আলমগীরকে বিকেল ৫টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেয়া হয়েছে।
জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীর দৈনিক আজকের কাগজসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন৷ সর্বশেষ তিনি দৈনিক মানবকণ্ঠের সম্পাদক ছিলেন। সাম্প্রতিক সময়ে টেলিভিশন টক শোতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক বিষয়ে বিশ্লেষণমূলক বক্তব্য রাখছিলেন তিনি৷ আনিস আলমগীরের গ্রেফতারের খবর
থানায় দায়ের করা ওই অভিযোগে বলা হয়, অভিযুক্তরা ২০২৪ সালের পাঁচই আগস্টের পর থেকে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন টেলিভিশনের টকশোতে বসে নিষিদ্ধ সংগঠনকে (আওয়ামী লীগ) ফিরিয়ে আনার প্রোপাগান্ডা চালিয়ে আসছে। এর মাধ্যমে তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের পাঁয়তারা করছে।
'তাহলে সেই বাকস্বাধীনতাটা কোথায় গেল?' মামলার প্রতিক্রিয়ায় অভিনেত্রী শাওন
রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্রের অভিযোগ তুলে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে যেভাবে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি করা হয়েছে, সে ধরনের কোনো কাজ তিনি করেননি বলে দাবি করেছেন।
"আমি শুনেছি যে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে। এখন সন্ত্রাস জিনিসটা তো আসলে দিনের আলোর মতো পরিষ্কার। কাজেই সন্ত্রাসবিরোধী আইনে মামলা হবার মতো কিছু করেছি বলে আমি মনে করি না এবং আমি নিশ্চিত, সন্ত্রাসবিরোধী আইনে মামলা হবার মতো কিছু আমি করিনি," মামলার বিষয়টি জানতে পারার পর সোমবার বিকেলে বিবিসি বাংলাকে বলেন মিজ শাওন।
মামলাটিতে অভিনেত্রী মেহের আফরোজ শাওনের সঙ্গে সাংবাদিক আনিস আলমগীর, মডেল মারিয়া কিশপট্ট ও উপস্থাপক ইমতু রাতিশ ইমতিয়াজকেও আসামি করা হয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 'সন্ত্রাসী কার্যক্রমে উস্কানি' এবং জুলাই গণঅভ্যুত্থান নিয়ে 'কটুক্তি' করার মাধ্যমে রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্রের অভিযোগে এর আগে তাদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় অভিযোগ দাখিল করেন জুলাই রেভ্যুলেশনারি এলায়েন্স কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ।
অভিযোগ অস্বীকার করে মিজ শাওন বলেন, "আমি আমার কিছু মতপ্রকাশ করেছি, যা কোনো দলের পক্ষে বা বিপক্ষে যায় না। আমি আজ পর্যন্ত কোনো দলের নাম বা নেতার নাম ব্যবহার করে কিছু লিখিনি; পক্ষে হোক, বিপক্ষে হোক।" "আমি কোনো রাজনৈতিক বিশ্লেষক না। আমি দেশের একজন সাধারণ নাগরিক। সেই নাগরিকের জায়গা থেকে আমার যখন কষ্ট লেগেছে, খটকা লেগেছে, আমার যখন মনে হয়েছে, জিনিসটা ঘটা উচিৎ হয়নি, তখন আমি সেই মতামতটা প্রকাশ করেছি।"
"সেই একাত্তর থেকে আমরা কি চেয়েছি? আমরা তো আসলে মতপ্রকাশ করতেই চেয়েছি। চব্বিশের জুলাইতেও যেই কথাটা বলা হয়েছিল, সেটা হলো- বাক-স্বাধীনতা। এখন একদম সিম্পল মতপ্রকাশেই যদি মামলা করতে হয়, আর মামলা করলেই যদি গ্রেফতারের ভয়টা থাকে, তাহলে সেই বাকস্বাধীনতাটা কোথায় গেল?," বলেন মিজ শাওন।

BANGLADESH বিভাগের অন্যান্য খবর

শিরোনাম উন্নত চিকিৎসার জন্য গুলিবিদ্ধ ওসমান হাদিকে পাঠানো হলো সিঙ্গাপুরে শিরোনাম ‘ড. ইউনূস যদি চায়, সারা বাংলাদেশকে কারাগার বানাবে, বানাতে পারে’ শিরোনাম ইরাক যুদ্ধ কাভার করা সাংবাদিক আনিস আলমগীর গ্রেফতার শিরোনাম তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর, উৎফুল্ল বিএনপির নেতা-কর্মিরা শিরোনাম ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন, মনোনয়ন জমা ২৯ ডিসেম্বরের মধ্যে শিরোনাম নির্বাচন করতে সরকার ছাড়লেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ