ঢাকা, ২৮ এপ্রিল, ২০২৫
The News Diplomats
নিজস্ব প্রতিবেদক :
Publish : 10:09 PM, 12 April 2025.
Digital Solutions Ltd

সমৃদ্ধ বাংলাদেশের অঙ্গিকারে টরন্টোয় মিলন মেলা

Publish : 10:09 PM, 12 April 2025.
সমৃদ্ধ বাংলাদেশের অঙ্গিকারে টরন্টোয় মিলন মেলা

টরন্টোয় বিভিন্ন দেশের কূটনীতিকদের নিয়ে কেক কাটছেন কনসাল জেনারেল মো. ফারুক হোসেইন।

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয়
দিবসের ৫৪ তম বর্ষপূর্তি উপলক্ষে জাঁকজমকপূর্ণ অভ্যর্থনা অনুষ্ঠান

শুক্রবার সন্ধ্যায় টরন্টোর বিখ্যাত কেনেডি কনভেনশন সেন্টার হয়ে উঠেছিলো যেন একখন্ড বাংলাদেশ। কানাডায় বসবাসরত বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট বাংলাদেশিদের স্বতস্ফুর্ত পদচারণায় মুখরিত হয়েছিলো গোটা কনভেনশন সেন্টার। শিল্পীরা তাদের গান ও নৃত্যে প্রিয় বাংলাদেশকে তুলে ধরেছেন বিদেশিদের সামনে। সবাই ছিলেন আবেগাপ্লুত। প্রত্যেকের আলোচনায় ছিলো স্বাধীন-সার্বভৌম এক নতুন বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশ।

আমি টরন্টোয় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল আয়োজিত বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-এর ৫৪ তম বর্ষপূর্তি উপলক্ষে এক জাঁকজমকপূর্ণ অভ্যর্থনা অনুষ্ঠানের কথা বলছি। ১১ এপ্রিল শুক্রবার টরন্টোর প্রাণকেন্দ্র কেনেডি কনভেনশন সেন্টারে বসে বাংলাদেশিদের এই মিলন মেলা। বিকাল ৬টা থেকে একে একে আমন্ত্রিত অতিথিরা আসতে শুরু করেন। কনভেনশন সেন্টারের মুল প্রবেশ ফটকে তাদের স্বাগত জানান টরন্টোয় বাংলাদেশের কনস্যাল জেনারেল মো. ফারুক হোসাইন ও মিসেস তাসনিম হক। ছিলেন অটোয়ায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার রাসেল পারভেজ।

অভ্যর্থনা অনুষ্ঠানে অন্টারিও প্রাদেশিক সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, অন্টারিও প্রাদেশিক ও কানাডা ফেডারেল পার্লামেন্টের সদস্যবৃন্দ, রাশিয়া, জাপান, ইন্ডিয়া, তুরস্ক, মালেশিয়া, সিঙ্গাপুরসহ পনেরোর অধিক কনস্যুলেটের কনসাল জেনারেলসহ অন্যান্য কূটনীতিকবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, টরেন্টোতে জুলাই-আগস্ট আন্দোলনে অংশগ্রহণকারীগণ, টরেন্টোতে অধ্যয়নরত বাংলাদেশী ছাত্র সংগঠনের প্রতিনিধিগণ, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, গণমাধ্যম কর্মীগণসহ, টরেন্টোতে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
অভ্যর্থনার শুরুতে বাংলাদেশ ও কানাডার জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরবর্তীতে কনসাল জেনারেল তার শুভেচ্ছা বক্তব্য এবং আগত কনস্যুলার কোর পরিবারের সদস্য এবং বাংলাদেশ কম্যুনিটি নেতৃবৃন্দকে নিয়ে কেক কেটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-এর ৫৪ তম বর্ষপূর্তিতে সবাইকে স্বাগত জানান।
কনসাল জেনারেল তার শুভেচ্ছা বক্তব্যের শুরুতে ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে লক্ষ লক্ষ শহীদ এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। ২০২৪ সালের জুলাই-আগস্টের ঐতিহাসিক ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রাণ উৎসর্গকারী সকল নির্ভীক তরুণ আত্মার প্রতিও তিনি আন্তরিক শ্রদ্ধা জানান। তিনি বলেন, আমাদের স্বাধীনতার চেতনা আমাদের তরুণ প্রজন্মকে গণতন্ত্র, বৈষম্যহীনতা এবং ন্যায়বিচারের জন্য লড়াই করতে এবং একটি ন্যায়সঙ্গত সমাজ গঠনে অনুপ্রাণিত করে চলেছে।
কনসাল জেনারেল আরও বলেন, আজকের বাংলাদেশ আমাদের তরুণ জনগোষ্ঠীর আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করে যারা বাংলাদেশকে সত্যিকার অর্থে সমৃদ্ধ জাতি হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখে – যে দেশ হবে দারিদ্র্য ও ক্ষুধামুক্ত দেশ, এবং যেখানে সকল নাগরিকের নিরাপত্তা ও সুরক্ষা এবং সুস্বাস্থ্য ও কল্যাণের নিশ্চয়তা থাকবে।

বিশ্বব্যাপী প্রশংসিত নোবেল শান্তি পুরস্কার বিজয়ী বরেণ্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তরুণ প্রজন্মের এই আকাঙ্ক্ষাকে সম্মান করে অনেক প্রয়োজনীয় সংস্কার প্রক্রিয়া শুরু করেছে। যা রাষ্ট্রের বিভিন্ন গণতান্ত্রিক প্রতিষ্ঠান গঠন, আইনের শাসন, সুশাসন বৃদ্ধি, ন্যায়বিচার প্রদান এবং গণতান্ত্রিক অনুশীলনকে শক্তিশালী করতে সহায়তা করবে।
কনসাল জেনারেল উল্লেখ করেন, বিভিন্ন প্রতিকূলতা এবং চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া সত্ত্বেও বাংলাদেশ অনেক উদ্ভাবন, সমাধান এবং সাফল্যের জন্য গর্বিত হতে পারে। বাংলাদেশ আজ অর্ধ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির অধিকারী। কানাডার অন্টারিও প্রদেশের মাত্র এক-ষষ্ঠাংশ আয়তনের ভূমির বাংলাদেশ কানাডার চেয়ে ৪ গুণ বড় জনসংখ্যার জন্য পর্যাপ্ত খাদ্য উৎপাদন করে। তাছাড়া, ক্ষুদ্র-অর্থায়ন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় মর্যাদার আসনে আজ অধিষ্টিত। বাংলাদেশ কেবল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক প্রস্তুতকারকই নই, বরং পরিবেশবান্ধব পোশাক তৈরিতেও আমরা নেতৃত্ব দিচ্ছি।
বাংলাদেশী পণ্যকে কানাডায় শুল্কমুক্ত এবং কোটামুক্ত প্রবেশাধিকার দেওয়ার জন্য কনসাল জেনারেল কানাডা সরকারকে ধন্যাবাদ জ্ঞাপন করেন। তিনি উল্লেখ করেন, অন্তর্বর্তীকালীন সরকার আমাদের FDI ব্যবস্থাকে যুগোপযোয়ী করার মাধ্যমে বাংলাদেশকে একটি আকর্ষণীয় বিনিয়োগ গন্তব্যে পরিণত করেছে। তিনি কানাডিয়ান বিনিয়োগকারীদের বাংলাদেশে পণ্য ও পরিষেবা উৎপাদনে বিনিয়োগ করতে আহ্বান জানান।
কনসাল জেনারেল আরও বলেন, কানাডায় বাংলাদেশি প্রবাসীরা আমাদের ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সম্পর্কের শক্তিশালী স্তম্ভ। তিনি বাংলাদেশী সম্প্রদায়কে কানাডার মূলধারার রাজনীতি, ব্যবসায়িক ও অর্থনৈতিক কর্মকাণ্ড এবং সামাজিক পরিষেবার সাথে নিজেদের একীভূত করতে আহবান জানান। যাতে করে কানাডায় বাংলাদেশি প্রবাসীদের একটি প্রভাবশালী এবং ইতিবাচক ভাবমূর্তি তৈরি হয়।
টরন্টোতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল সর্বদা বাংলাদেশি সম্প্রদায়ের সাথে থাকবে এবং বাংলাদেশ-কানাডা সম্পর্ককে আরও এগিয়ে নিতে একসাথে কাজ করবে বলে তিনি অঙ্গীকার করেন।
অভ্যর্থনায় স্থানীয় বাংলাদেশী পেশাদার শিল্পীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে দলীয় নৃত্য, কবিতা পাঠ ও দোতরা বাদন পরিবেশন করা হয়, যা আগত অতিথিগণকে মনোমুগ্ধ করে।
অভ্যর্থনার শেষে আমন্ত্রিত অতিথিবর্গকে ঐতিহ্যবাহী বাংলাদেশী খাবার ও মিষ্টান্নসহ নৈশভোজের মাধ্যমে আপ্যায়ন করা হয়।

https://vodbangla.com/details.php?newsid=652

USA/CANADA বিভাগের অন্যান্য খবর

শিরোনাম ভারত-পাকিস্তান চাইলে মধ্যস্থতার ভূমিকা পালন করতে পারে বাংলাদেশ শিরোনাম রপ্তানি, প্রবাসী আয় ও রিজার্ভ বৃদ্ধি সত্ত্বেও ‘অতি গরিব’ বাড়বে শিরোনাম রাজনৈতিক দলে সংস্কারের জরুরি আলাপ কেউই করছে না শিরোনাম এনসিপি নেতাদের দুর্নীতি ও বিতর্কিক কর্মকাণ্ডে সমর্থকরাও হতাশা শিরোনাম Trump poised to offer Saudi Arabia over $100 billion arms package শিরোনাম পাকিস্তানি অভিনেতা ফাওয়াদের ছবি নিয়ে বিতর্ক, কাশ্মীরে হামলার জের