ঢাকা, ২৮ এপ্রিল, ২০২৫
The News Diplomats
নিজস্ব প্রতিবেদক :
Publish : 12:05 AM, 25 March 2025.
Digital Solutions Ltd

স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোর ইফতার সম্পন্ন

Publish : 12:05 AM, 25 March 2025.
স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোর ইফতার সম্পন্ন

জালালবাদ এসোসিয়েশন অব টরন্টোর ইফতার মহফিলে বক্তব্য রাখেন মন্ত্রী বিল ব্লেয়ার

রবিবার, টরন্টোর বায়তুল আমান জামে মসজিদে অনুষ্ঠিত হলো টরন্টোর বৃহত্তম সামাজিক সংগঠন — জালালাবাদ এসোসিয়েশন অব টরোন্টো কর্তৃক আয়োজিত বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল। প্রতি বছরের ন্যায় এ বছরও টরন্টোতে বসবাসরত বৃহত্তর জালালাবাদবাসীসহ টরন্টোর বাঙালি কমিউনিটির অসংখ্য মানুষ এতে অংশগ্রহণ করেন।
সংগঠনের সভাপতি মাহবুব চৌধুরী (রনি) ও সাধারণ সম্পাদক মেহেদী শরীফ মারুফ উপস্থিত সবাইকে ইফতার মাহফিলে যোগদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। শত শত ধর্মপ্রাণ মুসলমানের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অত্যন্ত সফল ও সুনামের সঙ্গে সম্পন্ন হয় এবারের আয়োজন।
মাহফিলের উদ্বোধনী বক্তব্যে পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরেন বায়তুল আমান মসজিদের ইমাম মাওলানা মুহাম্মদ কামরুজ্জামান। ইফতার মাহফিলে বক্তব্য রাখেন মন্ত্রী বিল ব্লেয়ার, এমপিপি ডলি বেগম, ব্রিগেডিয়ার জেনারেল ইউনুসুর রহমান, বাংলাদেশ এসোসিয়েশন টরন্টোর সাবেক সভাপতি প্রকৌশলী রেজাউর রহমান, বায়তুল আমান মসজিদের সভাপতি মো. শাহজাহান উদ্দিন সহ আরও অনেকে।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি আহাদ খন্দকার, ছাদ চৌধুরী, মিজানুর রহমান চৌধুরী, বিশিষ্ট রাজনীতিবিদ ডঃ নুরুল্লাহ তরুন, গোলাপগঞ্জ ফাউন্ডেশনের সভাপতি নওয়াজ চৌধুরী (সাজু), মৌলভীবাজার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোর্শেদ আহমেদ মুক্তা, সিলেট সদর এসোসিয়েশনের সাবেক সভাপতি বেলায়েত চৌধুরী (রিপন), পিটিআই কানাডা সভাপতি সৈয়দ ফেরদৌস, জালালাবাদ এসোসিয়েশনের সম্মানিত উপদেষ্টা মইন চৌধুরী, রাফে চৌধুরী, জামশেদ মিসকাত চৌধুরী, ফয়জুল চৌধুরী, লায়েক চৌধুরী, এমাদাদ হোসেন, বাবেল চৌধুরী, সম্মানিত ট্রাস্টি আব্দুল হামিদ শিপলু, মর্টগেজ এজেন্ট বজরুল মারুফ, শরীফ আলী, রিয়েলটর জবরুল ইসলাম, এবাদ চৌধুরী , আসাদ আহাদ, প্রবাসী টিভির সিও আরিফ আহমেদ , নিউজ এডিটর দিন ইসলাম, চ‍্যনেল এস ইকে কানাডার সাংবাদিক সৈয়দ মাহবুব, সাংবাদিক আনোয়ার , বাংলা কাগজ সাংবাদিক সৈকত সহ আরও অনেকে।


ইফতার অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় অংশগ্রহণ করেন হোসেন আহমেদ (লনি), ফজলুল করিম, আসজাদ বখত চৌধুরী, এজাজ চৌধুরী, আবু জহির শাকিব, রাসেল আহমেদ, মনসুর আহমেদ, আব্দুস সালাম, ফারুক আহমেদ, মাসুম মুনিম (তুহিন), হাসান তারেক ইমাম (তানিম), সঞ্জীব রায়, মেহেদী চৌধুরী, তাফাসিন চৌধুরী, জুয়েল আহমেদ, নাহিদ আহমেদ, জাহানারা নাসিমা, ইলিয়াছ খান, তাহমিনা চৌধুরী, নাঈম চৌধুরী, আলী হোসেন, আল আমিন, তাসলিম চৌধুরী, সামাদ, আবু বকর সহ আরও অনেকে।
সংগঠন পক্ষ থেকে ভলান্টিয়ারবৃন্দ এবং মদিনা রেস্টুরেন্টকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করা হয়। বিপুল সংখ্যক রোজাদার মুমিনের উপস্থিতিতে আয়োজনটি প্রশংসনীয় হয়েছে। ইফতার মাহফিলে মুসলিম উম্মাহর জন্য বিশেষ মোনাজাত করা হয়।
পরিশেষে সংগঠনের ধর্ম সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী উপস্থিত সবাইকে ইফতার মাহফিলে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানান।

https://vodbangla.com/details.php?newsid=527

USA/CANADA বিভাগের অন্যান্য খবর

শিরোনাম পাসপোর্টের আলোচিত পরিচালক আব্দুল্লাহ আল মামুন বরখাস্থ শিরোনাম সিলেটের উন্নয়নে প্রবাসীরা ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলুন : সিএম কয়েস সামি শিরোনাম ভারত-পাকিস্তান চাইলে মধ্যস্থতার ভূমিকা পালন করতে পারে বাংলাদেশ শিরোনাম রপ্তানি, প্রবাসী আয় ও রিজার্ভ বৃদ্ধি সত্ত্বেও ‘অতি গরিব’ বাড়বে শিরোনাম রাজনৈতিক দলে সংস্কারের জরুরি আলাপ কেউই করছে না শিরোনাম এনসিপি নেতাদের দুর্নীতি ও বিতর্কিক কর্মকাণ্ডে সমর্থকরাও হতাশা