ফাইল ফটো
বাংলাদেশ থেকে সৌদি আরবে ওমরাহ করতে যাওয়া যাত্রীদের জন্য জেদ্দা ও মদিনা রুটে টিকেটের দাম কমিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
সেইসঙ্গে টিকেট পেতে সুবিধার জন্য সব ধরনের বুকিং ক্লাস উন্মুক্ত করার কথাও জানিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্সটি।
মঙ্গলবার বিমানের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘যসব ওমরাহ যাত্রী আগে টিকেট কিনবেন, তারা সর্বনিম্ন ভাড়ার সুবিধা পাবেন। এছাড়া যে যাত্রীরা ওমরাহর উদ্দেশ্যে বাংলাদেশ থেকে প্রথমে মদিনায় যাবেন, তাদের জন্য আকর্ষণীয় মূল্য ছাড় দেওয়া হচ্ছে।’
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগে ওমরাহর জন্য দুটি নির্দিষ্ট ফেয়ার ক্লাস বা রিজার্ভেশন বুকিং ডেজিগনেটর (আরবিডি) ব্যবহার করা হত।
এখন থেকে টিকেট প্রাপ্তি সহজ করতে দুটি বুকিং ক্লাসের পরিবর্তে সব বুকিং ক্লাস বা আরবিডি উন্মুক্ত করা হয়েছে। এটি বিমানের সব ডিস্ট্রিবিউশন চ্যানেলে উন্মুক্ত রয়েছে।
ফলে ওমরাহ যাত্রীরা সাধারণ যাত্রীদের যে কোনো আরবিডিতে ওমরাহ টিকেট কিনতে পারবেন।
বিমানের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক বোসরা ইসলাম বলেন, ‘ভাড়া কি পরিমাণ কমবে, সেটা সুনির্দিষ্ট করে তো বলা সম্ভব না। কারণ, ভাড়া তো বুকিংয়ের সময়ের ওপর নির্ভর করে। যাত্রীরা টিকেট বুক করতে গেলেই মূল্যহ্রাসের বিষয়টি বুঝতে পাবেন।
হজে¦র খরচ কমিয়ে যৗক্তিক পর্যায়ে আনতেও সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ শুরু করেছে বলে এর আগে জানিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
Editor in Chief
Dulal Ahmed Chowdhury
News
Email: news@newsdiplomats.com
Advertisement
Email: ads@newsdiplomats.com
© The_News_Diplomats || Published from Canada.