টরন্টোয় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন জালালাবাদ এসোসিয়েশন, ঢাকার সভাপতি সিএম কয়েস সামি
বাংলাদেশের সর্ববৃহৎ সামাজিক সংগঠন জালালাবাদ এসোসিয়েশন, ঢাকার সভাপতি, দেশবরেণ্য ব্যক্তিত্ব, ব্যাংকার ও সমাজকর্মি সিএম কয়েস সামি বলেছেন, জালালাবাদবাসীর বঞ্চনার ইতিহাস একের পর এক দীর্ঘ হচ্ছে । সিভিল প্রশাসন, সামরিক বাহিনী এমনকি বিচার বিভাগেও শীর্ষ পর্যায়ে আমাদের লোকজন কমে গেছে। নুতন প্রজন্ম পড়ালেখায় আগ্রহ হারিয়ে বিদেশেমুখী হয়ে পড়েছে।
রাজনৈতিক সরকার, এমনকি অরাজনৈতিক সরকারেও সিলেট বিভাগের প্রতিনিধিত্ব প্রশ্নাতীত। মনে হয়, রাষ্ট্রের শীর্ষ পর্যায় থেকে সিলেট বিভাগের উন্নয়ন ঠুটি চেপে ধরা হয়েছে। সিলেটের যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা-স্বাস্থ্যসহ সামগ্রিক উন্নয়ন মুখ থুবড়ে পড়েছে। এই অবস্থা থেকে উত্তরণে প্রবাসী জালালাবাদবাসীকে ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলতে হবে। রাষ্ট্রীয়ভাবে সিলেট বিভাগবাসীর সঙ্গে বিমাতাসূলভ আচরণের তীব্র প্রতিবাদ করতে হবে।
গত ২৬শে এপ্রিল, শনিবার রাতে টরন্টোর ডেনফোর্থে জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টো কানাডার উদ্যোগে আয়োজিত তার সম্মানে সংবর্ধনার জবাবে জনাব কয়েস সামি এসব কথা বলেন। অনুষ্ঠানে আরো সংবর্ধিত অতিথি ছিলেন সহ-সভাপতি আব্দুল মজিদ চৌধুরী এবং কোষাধ্যক্ষ মোঃ আব্দুল হান্নান।
জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টো কানাডার সভাপতি মাহবুব চৌধুরী রনির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মেহেদী শরীফ মারুফের পরিচালনায় অনুষ্ঠিত সভায় কয়েস সামি সিলেট বিভাগের সর্বক্ষেত্রে অতীত ইতিহাস-ঐতিহ্য এবং জালালাবাদ এসোসিয়েশনের জনকল্যাণমুখী কার্যক্রম তুলে ধরে বলেন, জালালাবাদ এসোসিয়েশন তাদের সাধ্যের মধ্যে জনকল্যাণ, শিক্ষা, বাসস্থান এবং প্রাকৃতিক যে কোনো দুর্যোগে সিলেট বিভাগবাসীর পাশে দাড়ায়। তিনি প্রবাসীদেরকে সর্বক্ষেত্রে সহযোগিতার হাত প্রসারিত করার অনুরোধ জানান। তিনি বলেন, প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়ে রাষ্ট্রের ভীত মজবুত করে। অথচ সেই প্রবাসী অধ্যুসিত সিলেট বিভাগের উন্নয়নে বিমাতাসুলভ আচরণ মেনে নেয়া যায় না।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্কারবো সাউথ ইস্ট থেকে এমপি প্রার্থী বাংলাদেশি-কানাডিয়ান এ এস এম নূরুল্লাহ তরুণ, বাংলাদেশ কারা অধিদপ্তরের সাবেক আইজি মেজর জেনারেল অব. সৈয়দ ইফতেখার উদ্দিন, জালালাবাদ এসোসিয়েশন টরন্টো কানাডার সাবেক সভাপতি মোস্তাক আহমেদ, আব্দুল আহাদ খন্দকার, ছাদ চৌধুরী, মিজান চৌধুরী, দৈনিক মানবকণ্ঠের সাবেক সম্পাদক দুলাল আহমদ চৌধুরী, সুনামগঞ্জ এসোসিয়েশন টরন্টোর সভাপতি প্রফেসর আতাউর রহমান, হবিগঞ্জ এসোসিয়েশন টরন্টোর সভাপতি নুরুল ইসলাম আজাদ, গোলাপগঞ্জ এসোসিয়েশন টরন্টোর সভাপতি সাজু চৌধুরী, সিলেট সদর এসোসিয়েশন টরন্টোর সাবেক সভাপতি বেলায়েত চৌধুরী রিপন, মিসবাউল কাদির চৌধুরী ফাহিম, মৌলভীবাজার এসোসিয়েশন টরন্টোর পক্ষে ফয়জুল চৌধুরী, কমিউনিটি নেতা মইন চৌধুরী, হিমাদ্রি রায়, ব্যারিস্টার আরিফ হোসেন, মাসুক মিয়া, এমাদ হোসেন, লায়েক চৌধুরী, বাবুল চৌধুরী, জুবায়ের আহমেদ, রাফে চৌধুরী, সাব্বির চৌধুরী লিটন, এবাদ চৌধুরী, রিমন মাহমুদ, মোর্শেদ নিজাম এবং মনসুর আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে ২০২৫ সালের জালালাবাদ মেলার আহ্বায়ক ইলিয়াস খানের পরিচালনায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানে কেক কেটে মেলার কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি সিএম কয়েস সামীসহ অন্যান্য অতিথিবৃন্দ।
সংবর্ধনায় আরও উপস্থিত ছিলেন মকবুল হোসেন মনজু, আহমেদ হোসেন লনী, আজাদ চৌধুরী, এজাজ চৌধুরী, আবু জহির সাকিব, রাসেল আহমেদ, মনসুর আহমেদ, ফারুক আহমেদ, হাসান তারেক তানিম, সনজিব রায়, আলী হোসেন, মেহেদী চৌধুরী, জুয়েল আহমেদ, রিফাত নূরীয়ন, জাহানারা নাসিম এবং আবদুস সালামসহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তি।