ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নতুন পর্বে সাফা, সাদিয়া, পারসা ও মাহি। ছবি: সংগৃহীত
ছোট পর্দার পরিচিত মুখ অভিনেত্রী সাফা কবির, সাদিয়া আয়মান, সামিরা খান মাহি ও পারসা ইভানা। টেলিভিশন কিংবা ইউটিউবে প্রচারিত নাটকে নিয়মিত দেখা যায় তাঁদের। এবার একসঙ্গে দেখা যাবে এই চার অভিনেত্রীকে। ঈদ উপলক্ষে নির্মিত ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নাচের আয়োজনে অংশ নিয়েছেন সাফা, সাদিয়া, মাহি ও পারসা।
‘ইত্যাদি’র প্রতি পর্বেই চেষ্টা করা হয় নাচের মিউজিক, বিষয় ও চিত্রায়ণে বৈচিত্র্য আনতে। সেই ধারাবাহিকতায় একটি ভিন্ন আঙ্গিকের নাচের আয়োজন করা হয়েছে এবার। তাতেই দেখা যাবে নাটকের চার অভিনেত্রীকে। তাঁদের সঙ্গে রয়েছে একদল নৃত্যশিল্পী। নৃত্য পরিচালনা করেছেন ইভান শাহরিয়ার সোহাগ।
ফাগুন অডিও ভিশন জানায়, নাচটিকে ফুটিয়ে তোলার জন্য শিল্পীরা অক্লান্ত পরিশ্রম করেছেন। নিয়মিত মহড়া দিয়েছেন। অংশগ্রহণকারী সবাই ছিলেন খুব আন্তরিক। এ ধরণের নতুন নতুন বিষয়ে নৃত্য পরিবেশন করতে পেরে শিল্পীরাও আনন্দিত। হানিফ সংকেতের সার্বিক তত্ত্বাবধানে সংগীত পরিচালনা করেছেন আকাশ মাহমুদ। এবারের নাচের মিউজিকে রয়েছে ক্লাসিক্যাল, ফোক, অ্যারাবিক ও আধুনিক কম্পোজিশানের সংমিশ্রণ।
ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচারিত হবে ইত্যাদি। ম্যাগাজিন অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।
Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com
The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats