অন্তর্জালে একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায় নির্মাতা শরাফ আহমেদ জীবনকে অপহরণ করেছেন অভিনেতা মোশাররফ করিম। তার হাত-মুখ বেঁধে ঘন অন্ধকারে আটকে রেখে বাদাম খাচ্ছেন অভিনেতা। মূলত নির্মাতাকে অপহরণ করে নতুন কায়দায় সিনেমা মুক্তির তারিখ ঘোষণা দিলেন তিনি। ভিডিওটি দেখে অনেকেই ভেবেছিলেন এটি সম্ভবত ঈদে মুক্তি প্রতীক্ষিত ‘চক্কর’ সিনেমার টিজার বা ট্রেলার। ভিডিওর শেষাংশে জানা গেল, এটি সিনেমা প্রচারণার একটা অংশ। তবে নির্মাতা-অভিনেতার বাস্তব অভিজ্ঞতা থেকে এটি বানানো হয়েছে। সিনেমার প্রচারণার জন্য অনেকদিন ধরেই অভিনেতাকে বিরক্ত করছিলেন জীবন। অভিনেতাকে খুঁজতে তিনি শুটিং স্পট, বাসা থেকে শুরু করে সর্বত্র ছুটে বেড়িয়েছেন। যার ফলে অভিনেতা মোশাররফ করিম একরকম আতঙ্কগ্রস্ত ছিলেন। পালিয়ে বেড়াতেন নির্মাতার এই চক্কর থেকে বাঁচার জন্য। কিন্তু শেষ রক্ষা আর হলো না। অভিনেতা নির্মাতার যন্ত্রণা সহ্য করতে না পেরে ক্ষেপে গিয়ে অজ্ঞাতস্থানে তুলে নিলেন নির্মাতাকে। এরপর মোশাররফ করিম নিজেই জানালেন কেন তিনি এমনটা করলেন। অভিনেতা বলেন, আমি শুটিং ডাবিং সব করে দিয়েছি। বাকিটা দেখবে ডিরেক্টর। তবুও কেন আমাকে এভাবে দিনের পর দিন বিরক্ত করা হলো। তারই শাস্তি হিসেবে তাকে তুলে এনে হাত-মুখ বাঁধা হলো। ভিডিওর শেষে নির্মাতার হাত-পা বাঁধা অবস্থাতেই অভিনেতা মোশাররফ করিম ক্যামেরার সামনে দাঁড়িয়ে অংশ নিলেন সিনেমাটির প্রচারণায়। জানালেন, তাদের ‘চক্কর’ মুক্তি পাচ্ছে আসছে রোজার ঈদেই।
Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com
The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats