ছাত্র জনতার গণ-অভুত্থানের মুখে পাঁচ আগস্ট পদত্যাগ করে পালিয়ে যাওয়ার পর থেকে পলাতক ছিলেন বাংলাদেশ বাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। আজ শুক্রবার দুপুরে ভার্চুয়ালি অর্থ মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে পদত্যাগপত্র পাঠান তিনি।
স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন আব্দুর রউফ তালুকদার। এর আগে, গভর্নরের পদত্যাগের দাবিতে কেন্দ্রীয় ব্যাংকের শতাধিক কর্মকর্তা বিক্ষোভ করেন।
গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর তার কার্যালয়ে অনুপস্থিত ছিলেন। এরপর গত ৭ আগস্ট থেকে ব্যাপক আন্দোলনের মুখে চার ডেপুটি গভর্নর, বিএফআইইউ প্রধান ও কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং উপদেষ্টা পদত্যাগ করতে বাধ্য হন।
বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের ১২ জন গভর্নর দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে ৮ জন ছিলেন সরকারের আমলা, বাকী চার জন গভর্নর ছিলেন শিক্ষাবিদ কিংবা ব্যাংকার। ৫৩ বছর গভর্নর পদে দায়িত্ব পালনকারীদের ইতিহাস পর্যালোচনা করে দেখা যায়, আব্দুর রউফ তালুকদারই একমাত্র গভর্নর যিনি সরকার পতনের পর লাপাত্তা হয়েছেন। তার আগে গভর্নর পদে দায়িত্¦ পালনকারী ১১ জনের কাউকেই সরকার পতনের পর পালিয়ে যেতে হয়নি। নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর তাদের কাউকে পদত্যাগ করতে দেখা যায়নি।
Editor in Chief
Dulal Ahmed Chowdhury
News
Email: news@newsdiplomats.com
Advertisement
Email: ads@newsdiplomats.com
© The_News_Diplomats || Published from Canada.